কিভাবে $PUSS কয়েনের দাম নির্ধারিত হয়?

in আমার বাংলা ব্লগ4 months ago

1000042676.png

DEX এ কয়েনের দাম কিভাবে নির্ধারিত হয়?

Sunswap একটি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ (DEX)। DEX ও স্মার্ট কন্ট্রাক্ট (SC) নিয়ে অনেকের ধারণা হয়ত একটু কম থাকতে পারে যেহেতু বিষয় গুলো একেবারে নতুন অনেকের কাছে। যে কোন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ (CEX) সাইটে আমরা অর্ডার বুক (buy ও sell এর তালিকা) দেখতে পাই। সেই মোতাবেক দাম নির্ধারিত হয়। কিন্তু DEX এ ব্যাপারটা এরকম নয় কারণ এখানে কোন অর্ডার বুক নেই। এখানে লিকুইডিটি পুল (LP) এবং সেই পুলে জমাকৃত পেয়ার কয়েনের (যেমন PUSS ও TRX) পরিমানের উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। যেহেতু পুরো ব্যাপারটি ডিসেন্ট্রালাইজড এবং কোন মালিকানা নেই তাই স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে লিকুইডিটি পুলে সংরক্ষিত কয়েন পেয়ার হতে একটি সুনির্দিষ্ট নিয়মে কাজটি হয়ে থাকে।

লিকুইডিটি পুল ও স্মার্ট কন্ট্রাক্ট বিষয় দুটো আগে উদাহরণসহ বুঝে নেয়া যাক:-

আমরা যদি ব্যাংকের একটি শাখার কথা চিন্তা করি তাহলে ব্যাপারটি বুঝতে সহজ হবে। মনে করি, কোন শাখায় ৫০০০ মানুষের একাউন্ট আছে এবং সব মিলিয়ে ৫০০ কোটি টাকা জমা আছে। কিন্তু প্রতিদিন এখানে মানুষ হয়তোবা ৫০ লাখ নগদ টাকা জমা-উত্তোলন করে থাকে। তাই ব্যাংকের জন্য ৫০০ কোটি নগদ টাকা ভল্টে ফেলে রাখার কোন মানে হয় না। প্রতিদিন মানুষ যে চেক দিবে এবং যে পরিমাণ টাকা জমা করবে সেই পরিমাণ ক্যাশ টাকা ব্যাংকে থাকলেই হবে। একেই বলা হয় লিকুইডিটি বা তারল্য। যদি তারল্য অতিরিক্ত হয় তাহলে ক্যাশ টাকা পড়ে থাকবে, আবার তারল্য কম হলে মানুষের চেক অনার করতে পারবে না।

DEX এ যখন লেনদেন হয় অর্থাৎ একটি কয়েনের বিনিময়ে আরেকটি কয়েন কেনাবেচা হয়, তখন সয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া নতুন এড্রেসে এই কয়েন আগে জমা হয়, তারপর সব নিয়মকানুন (ফি, এনার্জি, এড্রেস ইত্যাদি) ঠিক থাকলে স্বয়ংক্রিয়ভাবে SC এর সাহায্যে বিনিময় হয়। এই সাময়িক সময়ের জন্য পেয়ার (যেমন PUSS ও TRX) কয়েনগুলোকে নতুন একটি এড্রেসে রেখে কয়েন সাপ্লাই দিতে হবে। এটি হচ্ছে এখানে লিকুইডিটি যা লিকুইডিটি পুল হতে সরবরাহ করা হয়। তাহলে বুঝা যাচ্ছে, LP না থাকলে DEX এ কয়েন SWAP (বিনিময়) হবে না। এখন প্রশ্ন আসতে পারে, ডিসেন্ট্রালাইজড সিস্টেমে যেখানে কোন মালিকানা নেই সেখানে কেউ কেন নিজের কয়েন LP তে দিয়ে রাখবে? কারন এখানে সামান্য ফি পাওয়া যায়।

কয়েনের দাম কিভাবে নির্ধারিত হবে:-

একটা ছোট উদাহরণ দিয়ে ব্যাপারটি ভালভাবে বুঝা যাক। মনে করি, LP তে বর্তমানে ১০০০০০ PUSS আর ২০০০ TRX আছে। তাহলে কেউ সর্বোচ্চ এই পরিমাণ একসাথে বিনিময় করতে পারবে। এটা বুঝা গেছে।

DEX এ অটোমেটিক মার্কেট মেকার (AMM) নামে একটি বিষয় আছে। অর্থাৎ মার্কেটে কয়েনের দাম সয়ংক্রিয়ভাবে নির্ধারিত হওয়া। যেমন, উদাহরন মোতাবেক বর্তমানে যে পরিমাণ কয়েন LPতে আছে সেই মোতাবেক দাম হচ্ছে ২০০০/১০০০০০ = ০.০২ TRX/PUSS

DEX এর AMM একটি গানিতিক সূত্র মেনে চলে। তা হল:-
ক * খ = ধ্রুবক
ক = পুলে একটি কয়েন (TRX) এর পরিমাণ।
খ = পুলে অন্য কয়েন (PUSS) এর পরিমাণ।
ধ্রুবক সবসময় নির্দিষ্ট। এই উদাহরনে ধ্রুবক হল ২০০০ * ১০০০০০ = ২০০,০০০,০০০

এখন আপনি যদি নতুন করে SWAP এর মাধ্যমে ৫০০০ PUSS ক্রয় করেন, তাহলে ৫০০০ PUSS পুল হতে আপনার ওয়ালেটে চলে আসবে। পুলে মোট PUSS হবে ১০০০০০-৫০০০=৯৫০০০। তাহলে ফর্মুলার ধ্রুবক মোতাবেক পুলে টিআরএক্স হতে হবে =২০০,০০০,০০০/৯৫০০০ = ২১০৫। পুলে ২১০৫-২০০০=১০৫ TRX বাড়বে। এখন LPতে TRX আছে ২১০৫, আর PUSS আছে ৯৫০০০, তাই দাম হবে ২১০৫/৯৫০০০ = ০.০২২ TRX/PUSS

কেউ যদি এখন ৫০০০০ PUSS বিক্রি করে তাহলে LPতে PUSS হবে (৯৫০০০+৫০০০০) = ১৪৫০০০ আর TRX হবে (২০০,০০০,০০০÷১৪৫০০০) = ১৩৭৯। পুলে ২১০৫-১৩৭৯ = ৭২৬ TRX কমবে। তাহলে এখন দাম হবে ১৩৭৯/১৪৫০০০ = ০.০০৯৫ TRX/PUSS

আর প্রতি SWAP (ট্রেডিং বা বিনিময়ের) সময় নির্ধারিত ফি LP সরবরাহকারীদের মাঝে বিতরণ করা হয় যার যার শেয়ার অনুপাতে। আর আমাদের @rme দাদা রেখেছেন Buy Back burn অপশন, তাই দাম খুব বেশি কমার সুযোগ তেমন নেই।

তাই বড় সেল অবশ্যই DEX মার্কেটের সবার জন্য ক্ষতিকর। তাই সবার উচিৎ বড় সেল না দিয়ে বরং Buy-Sell অব্যাহত রেখে ট্রেডার হিসেবে লাভবান হওয়া।

1000042591.webp

Sort:  
 4 months ago 

puss কয়েনের ট্রেডিং সম্পর্কে তেমন কোন ধারনা ছিল না। আপনার পোস্টের মাধ্যে কিছুটা ধারনা পেলাম। বেশ সুন্দর করে উদাহরনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। ফলে বুঝতে সুবিধা হয়েছে। ধন্যবাদ ভাইয়া বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেয়ার জন্য।

 4 months ago 

Puss কয়েন কেনাবেচা এবং দাম নির্ধারণ সম্পর্কে তেমন কোন ধারনাই ছিল না। আসলে এই এক্সচেঞ্জে অনেক কিছুই জানার আছে। আপনার পোষ্টের মাধ্যমে আজকে আরো অনেক কিছুই জানতে পারলাম। আপনি ভাইয়া খুব সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন তার জন্য বুঝতে সুবিধা হয়েছে।। এমনিতে বললে হয়তো এত সুন্দর বোঝা যেত না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ

 4 months ago 

বিষয়টা যদিওবা আগে থেকেই জানতাম! এইভাবে বিস্তারিত জানতে পেরে ভালো লাগলো! আরো সবচেয়ে বড় কথা, যারা বড় স্টেক হোল্ডার আছে, এবং এই বিষয়ে অবগত নন ওনার জন্য এই আর্টিকেল টি অনেক কাজে আসবে। ❤️

 4 months ago 

পুশ কয়েন কেনাবেচা সম্পর্কে কোন ধারণা ছিল না। তবে আপনার পোস্ট পড়ে কিছুটা বুঝতে পারলাম। আপনি উদাহরণ দিয়ে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।আশাকরি আপনার পোস্ট পড়ে সবাই উপকৃত হবে।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে

 4 months ago 

পুস কয়েন সম্পূর্ণ নতুন তাই এর সম্পর্কে কোন ধারণা ছিল না। বেশ দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম।আসলে এই পুস টোকেনের দাম নির্ধারণ সম্পর্কে অনেক কিছুই জানার আছে আপনি উদাহরণের মাধ্যমে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন যার জন্য বুঝতে সহজ হয়েছে।ধন্যবাদ সুন্দরভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ মনোযোগ সহকারে পড়ে বিষয়টি বুঝতে পারার জন্য।

 4 months ago 

গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। এসব বিষয়ে আমার যদিও তেমন ধারনা ছিলো না। তবে আপনার পোস্ট এর মাধ্যমে বিষয় গুলো বুঝতে পারলাম। অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আমাদের সবাইকে পুষ হোল্ড করে রাখতে হবে। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

 4 months ago 

জি হল্ড করতে হবে এবং অনেক বেশি পরিমাণ একসাথে সেল দেয়া মোটেই উচিত হবে না। এতে দাম অনেক পড়ে যাবে যা সবাইকে ক্ষতিগ্রস্ত করবে।

 4 months ago 

Puss কয়েন কেনাবেচা এবং দাম নির্ধারণ সম্পর্কে তেমন কোনো ধারানাই ছিল না। আজ আপনার পোস্ট পড়ে সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এই পোস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুব সুন্দর ভাবে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য।

 4 months ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 4 months ago 

আপনার এই পোস্ট পড়ার মাধ্যমে আজকে অনেক কিছু শিখতে পারলাম ভাইয়া। অনেক অজানা বিষয় সম্পর্কে আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে ধারণা লাভ করতে পেরেছি। সব থেকে বেশি ভালো লাগছে অনেকদিন পর আমাদের এই কমিউনিটিতে আপনাকে পোস্ট করতে দেখে।

 4 months ago 

কয়েনের ট্রেডিং সম্পর্কে ধারণা ছিল কিন্তু এত বিস্তারিত ভাবে জানতাম না। আপনার পোস্টটি পড়ে একদম হাতে কলমে সম্পূর্ণ বিষয়টি বুঝে নিলাম। খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে $puss কয়েন এর দাম কিভাবে নির্ধারণ হয় এই বিষয়ে একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। সত্যি আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। $puss কয়েন কেনাবেচা সম্পর্কে সকল ইউজারদের মাঝে আপনি বেশ সুন্দরভাবে ধারণা তৈরি করে দিয়েছেন আপনার পোস্টের মাধ্যমে। তবে অনেকদিন পর আপনার এই কমিউনিটিতে পোস্ট দেখে সব থেকে বেশি ভালো লাগলো ভাই আমার। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।