আমার পরিচিতি মূলক পোস্ট।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম/আদাব

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি।আমি স্টিমিট প্ল্যাটফর্মে একজন নতুন ইউজার।আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন মেম্বার হিসাবে যোগদান করার জন্য আজ আমি আপনাদের মাঝে আমার সংক্ষিপ্ত পরিচয় শেয়ার করব।

আমার মাতৃভাষা বাংলায় ব্লগ করতে পারবো, এটি জেনে আমার অন্তর ভরে উঠেছে আনন্দে। মায়ের মুখের ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সকল নিয়ম-কানুন আমার খুব ভালো লেগেছে। সেগুলোর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তাই এই কমিউনিটিতে কাজ করার প্রবল ইচ্ছা আমার মনে জন্ম নিয়েছে। আশা করি, আমি আমার সামর্থ্য দিয়ে কমিউনিটিতে অবদান রাখতে পারবো এবং বাংলার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে পারবো।

IMG-20240901-WA0003.jpg

নিজের মাতৃভাষা বাংলায় ব্লগ করার সন্ধান এবং কাজ করার অনুপ্রেরণা পেয়েছি @mohamad786 এর কাছ থেকে।সে আমার খালাতো ভাই।

বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন এবং মডারেটরদের, যারা মাতৃভাষা বাংলাতে ব্লগ করার এত বড় একটি সুযোগ করে দিয়েছে আমাদের।

আমার পরিচয় পর্ব শুরু করছি:

FB_IMG_1725199243424.jpg

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস।
আমার স্টিমিট আইডি @jannat0499

আমার সম্পর্কে আরো কিছু তথ্য:-

আমার বাসা বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত।আমি একজন ছাত্রী।আমি সিরাজগঞ্জ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি।

আমার পরিবার সম্পর্কিত তথ্য:-

Snapchat-452386.jpg

আমার পরিবারের সদস্য পাঁচজন।

১. বাবা
২. মা
৩. আমর ছোট দুই বোন এবং
৪. আমি

আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনার সদস্য।তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন।আমার মা একজন গৃহিণী।আমার ছোট দুই বোনের মধ্যে একজন নবম শ্রেণীতে পড়ে,আর একজন প্রথম শ্রেণীতে পড়ে।

Snapchat-1853843043.jpg

আমি আর্ট করতে ভালোবাসি।রং তুলির মাধ্যমে আমি আমার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি।এছাড়াও বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস তৈরি করতে পছন্দ করি।এছাড়াও ঘোরাফেরা করতে আমার খুব ভালো লাগে।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি বাগান করতে খুব ভালোবাসি।আমার বাসায় ছোট্ট একটি বাগান আছে।সময় পেলে আমি বাগানের পরিচর্যা করি।আর অবসর সময়ে বই পড়তে পছন্দ করি এবং রংতুলি নিয়ে বসে পড়ি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মাতৃভাষা বাংলাতে ব্লগ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই কমিউনিটির সকল নিয়ম-কানুন মেনে, কমিউনিটির উন্নতির জন্য কাজ করতে আমি সর্বদা প্রস্তুত। আপনাদের সকলের সহযোগিতা এবং উৎসাহ আমার জন্য খুবই মূল্যবান।

👉 সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের প্রতি বিশেষ ধন্যবাদ 🌹

Sort:  
Loading...
 4 months ago (edited)

আমার বাংলা ব্লগ পরিবারে তোমাকে স্বাগতম।এখানকার সকল নিয়মকানুন মেনে চলে আমাদের মাঝে বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করবা বলে আশা করছি।আমার পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 months ago 

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করছি এখানে আপনি খুবই সুন্দর ভাবে নিয়ম মেনে কাজ করবেন। আপনার পরিচয় জানতে পেরে বেশ ভালো লাগলো। শুভ কামনা রইল আপু আপনার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করছি কমিউনিটির সকল নিয়ম-কানুন মেনে ভালোভাবে কাজ করে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 months ago 

অনেক সুন্দর ভাবে আপনি আপনার পরিচয় তুলে ধরেছেন আমাদের মাঝে। বেশ ভালো লাগলো আপনার পরিচয় দেখে এবং আপনি ব্লগ করার ইচ্ছুক যেন। আশা করবো আপনাকে এ কমিউনিটিতে গ্রহণ করবে।

 4 months ago 

আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। আশা করি ভাইয়ের মাধ্যমে সবকিছু নিয়মকানুন কিছুটা জানতে পেরেছেন। সততার সাথে এগিয়ে যাবেন এই কামনাই করি।

 4 months ago 

আমার বাংলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। আসার করছি সকল নিয়ম মেনে খুবই সুন্দর ভাবে কাজ করে যাবেন। আপনার দক্ষতা এবং সৌন্দর্যময় কাজগুলো দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য শুভকামনা রইল।

Loading...
 4 months ago 

@mohamad786 ভাই ওনাকে স্টিমিট লিংক আপ করিয়ে দেবেন। লেভেল ১ এর ক্লাস সত্বর নেওয়া হবে সেখানে যোগ দিতে বলবেন।

 4 months ago 

ঠিক আছে ভাই। ধন্যবাদ আপনাকে।

🌹 আমার ভোরের বেলা 💛 যখন আমি রং তুলিতে বসি 🎨, যখন আমি বাগানের পরিচর্যা করি 💐, যখন আমি রংতুলি নিয়ে এই সুন্দর বিশ্বের ভ্রমণ করি 🌍, সবার প্রতি আমার অনন্য ধন্যবাদ! 👉 এই বিশ্বের ভ্রমণ করার জন্য সবার প্রতি, আমার বাগানের ধন্যবাদ! 🌺

এই অভিনয়ের মুখে, শুভেচ্ছা এবং আনন্দ যারা আগে থেকেও লাগে! 🌟