গান রিভিউ- শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে.....
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি সবার পছন্দের ও আমারও খুব প্রিয় একটি গান রিভিউ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার গান রিভিউ পোস্টটি দেখে আসি ।
তবে আমিও অনেক গান শুনতে পছন্দ করি। তবে আমাদের দেশের রবীন্দ্র সংগীত পল্লীগীতি লালনগীতি এই গানগুলো আমার ভালো লাগে। আরো ভালো লাগে বিভিন্ন ব্রান্ডের গান গুলো। যে গানগুলো আমার মনে ধরবে সেই গানগুলো আমি সবসময় শুনে থাকি। কিন্তু নতুন করে আমার কাছে কোন ব্রান্ডের গান তেমন ভালো লাগছে না। আর সেরকম ব্যান্ড এর গান এখন আর দেখা যাচ্ছে না। সে পুরনো আগের ব্যান্ডের গানগুলো যেমন মধুর ছিল, তেমনি ছিল হৃদয় ছোয়া। তাই তো শ্রোতাদের মুখে মুখে এখনো তার প্রভাব রয়ে গেছে। এখনও আগের দিনের ব্যান্ডের গানগুলো কেউ ভুলতে পারছে না। সকলের মুখে মুখে থাকে বিভিন্ন ব্যান্ড শিল্পীদের গান।
হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আমি আজকে আমার আরো একটি নতুন পোস্টের মাধ্যমে আপনাদের সবার মাঝে আমার ও সবার প্রিয় একটি গান রিভিউ পোস্ট নিয়ে হাজির হলাম। গান ভালোবাসে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না্। ছোট থেকে বৃদ্ধ সবাই আমরা গান পছন্দ করি। এমনকি দেশি-বিদেশি সবাই গান প্রেমী। আবার দেখা যায় বিভিন্ন দেশের মানুষ তাদের নিজ নিজ ভাষায় গান গেয়ে থাকে।কিন্তু শব্দ ওই একটাই সেটা হলো গান যে যার দেশের ও তাদের ভাষায় বিভিন্ন ধরনের গান শুনতে অনেক পছন্দ করে। আর গান আমাদের সবার আত্মা ও হৃদয়ের খোরাক। গান আমাদের সকলের মনকে করে তোলে সতেজ ও প্রফুল্ল। তাই আজ আমিও এমন একটি গানের রিভিউ আপনাদের জন্য নিয়ে এসেছি যে গানটি শুনলে সকলের মন চাঙ্গা হয়ে যায়। গানটি হল শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝোরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়ে....।
গানটির কিছু তথ্য
নাম | শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে..... |
---|---|
গানটির গীতিকার | আশরাফ বাবু। |
ব্যান্ড | ডিফেরেন্ট টাচ। |
দৈর্ঘ্য | ০৪ মিনিট ২৫ সেকেন্ড |
★ মেজবাহ্ রহমান
কিছু কিছু গান আছে যা অনেক শ্রোতার আত্মায় একেবারে নিবিড় ভাবে মিশে আছে। যার মধ্যে আজকের রিভিউ করা গানটিও একটি। এই গানটি যখন রিলিজ হয়েছে তখন হয়তো আমি এ পৃথিবীতে আসিনি। তবে যখন থেকে গান বুঝতে শিখেছি আর গান কে ভালবাসতে শিখেছি তখন থেকে এই গানটি সকলের মুখে শুনতে পেতাম ।এমনকি জায়গায় জায়গায় বিভিন্ন কনসার্টে যে কোন ঘরোয়া অনুষ্ঠানে এই গানটা না হলে মনে হতো সেই অনুষ্ঠানটাই অসমাপ্ত রয়ে গেছে। এখনো যে কোন প্রোগ্রামে বা কনসার্ট এই গানটি না বাজালে বা না গাইলে অনুষ্ঠান টা যেন পরিপূর্ণ হয় না।আর তখন থেকেই আমারও মনে গেথেঁ গেছে এই গানটি। আর তখন থেকে এই পর্যন্ত গানটা আমার যখনই মনে পড়ে তখনই মন খুলে জোরে জোরে গাইতে থাকি । যদিও অন্য কেউ শোনে না শুধু পরিবারের মানুষ আকাশ বাতাস আর আমি ছাড়া। কারণ কণ্ঠ তেমন সুন্দর না। হি হি হি।
এই গানটি আমার কাছে এত জনপ্রিয় যে এই গানটি কবে মুক্তি পেয়েছে সে সম্পর্কে জানতে গিয়ে জানলাম, গানের এই অ্যালবামের বারোটি গানের মধ্যে এগারটি গান যখন সম্পন্ন হয়ে গিয়েছিল তার মাঝে বাকি ছিল মাত্র একটি গান। তখন সেই গীতিকার ও সুরকারের মাথায় আসছিল না কি করবে। হঠাৎ কোন এক রাতে চারদিকে অজর ধারায় অবিরাম শ্রাবনের বৃষ্টি ঝড় ছিল। আর কিছুতে এই অজর বৃষ্টি থামছিলই না। আর তখন সেই গীতিকার জানালার পাশে বসে বসে শ্রাবণের বৃষ্টি দেখছিল। আর তখনই তার চিন্তা ধারায় এলো শ্রাবণের বৃষ্টি নিয়ে একটি গান লিখবে। আর তখনই আশরাফ বাবু এই চমৎকার গানটি লেখা শুরু করে দিল। আর এভাবে এক লাইন দুই লাইন করে লিখতে লিখতে ভোর রাতের দিকে গানটি সম্পূর্ণ লেখা শেষ করে তার স্বস্তি মিলেছে । সম্ভবত গানটির মুক্তি পেয়েছিল ১৯৮৭ সালে।
ব্যক্তিগত মতামত
আমি জানি এই গানটি শুধু আমার নয় আপনাদের সবার কাছে অনেক প্রিয়। আর এই গানটি সবার মুখে মুখে ও সকল প্রোগ্রামে শুনতে পাওয়া যায় এই গানটির মাধ্যমে শিল্পী মেজবাহ্ রহমান এবং গীতিকার ও সুরকার আশরাফ বাবু লাখ লাখ শ্রোতাদের মন কেড়ে নিয়েছে ও তাদের হৃদয় জায়গা করে নিয়েছে। আর আমার মনে হয় এই গানটির কথা ও সুর কখনো হারিয়ে যাবে না।
ব্যক্তিগত রেটিং
ব্যক্তিগত রেটিং
১০/১০
গানটির ভিডিও লিংক
গানটির ভিডিও লিংক
শেষ কথা
শেষ কথা
এই গানটি শুনতে যেমন আমার মনে এখনো অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়, ঠিক সেইভাবে এই গানটি কিভাবে রিলিজ হয়েছিল তার ঘটনাটা যখন জানতে পারলাম তখনও অন্যরকম এক অনুভূতি লাগছিল। আমার মনে হয় আমি যেন হারিয়ে গিয়েছিলাম সেদিনের অঝোরে ঝরে যাওয়া শ্রাবণ মেঘের মাঝে ।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
গানটি অনেক বেশি সুন্দর আপু। আপনার পছন্দের গানটা আজ থেকে আমার ও গানের পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত হলো।গানটি আসলেই অসাধারণ এককথায়। সুন্দর একটি গান রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
https://x.com/mahfuzanila94/status/1872323312829010215
অনেক সুন্দর একটি গান রিভিউ করেছেন আপনি। এই গানটা কোনদিন শুনেছি বলে আমার মনে হয় না। তবে আপনার মধ্য দিয়ে আজকের কিছুটা শোনার সুযোগ পেলাম। অনেকটা ভালো লাগলো গানটা শুনে।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বতর্মান সময়ের অনেকেই হয়তো এই ব্যান্ডটার নামও জানে না। কিন্তু এটা অনেক জনপ্রিয় একটা মিউজিক ব্যান্ড ছিল কয়েক দশক আগে। এই গানটা আমার বেশ পছন্দের। বেশ সুন্দর একটা রিভিউ দিয়েছেন। ভালো লাগল।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
দারুন একটি গানের কভার করেছেন। সেই স্কুল জীবনের স্মৃতিগুলো কে মনে করিয়ে দিলেন। এই গানটি আমাদের সময়ে ছিল বেশ জনপ্রিয়। খুব সুন্দর করে গানটির রিভিউ করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।
এই গানটি একসময় প্রায়ই শুনতাম। গানটি বেশ ভালো লাগে শুনতে। বিশেষ করে বেশ কয়েকজন একসাথে এই গানটা গাইতে আরও বেশি ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি গানের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন সবাই একসাথে মিলে গানটি গাইলে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য ভাইয়া।