"SEC - S9W2: "The Music that Moves You"
আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল স্টিমিয়ান বন্ধুরা। আমিও মহান আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আবারও "RECREATIVE STEEM" সম্প্রদায়ে সপ্তাহের ব্যস্ততা চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আজকের ব্যস্ততা চ্যালেঞ্জ এর বিষয় "সঙ্গীত যা আপনাকে নাড়া দেয়"। আমি ধন্যবাদ জানাচ্ছি "RECREATIVE STEEM" সম্প্রদায়ের সকল অভিভাবকদের যারা সম্মিলিত ভাবে সঙ্গীত নিয়ে এমন চমৎকার ব্যস্ততা চ্যালেঞ্জ এর আয়োজন করেছেন। আমি আনন্দের সাথে আজকের ব্যস্ততা চ্যালেঞ্জের বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করতেছি।
মূলত এমন ১ টি সঙ্গীত আছে যা আমাকে আমার চেয়ার থেকে উঠতে বাধ্যকরে এবং উক্ত সঙ্গীতের উপর সম্মান প্রদর্শনের জন্য আমি সর্বদা আগ্রহী থাকি সেই সঙ্গীতটি হলো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যা ১৯৭১ সালে পাকিস্থানের কাছ থেকে আমাদের এই রাষ্ট্র স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের সাথেসাথে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াই। একই সাথে আমরা বাঙ্গালীরা পাই একটি স্বাধীন দেশের পতাকা এবং স্বাধিনতার সঙ্গীত যা বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
মূলত সঙ্গীত মানুষের মনের ক্ষুদা মিটায় এবং মানসিক শান্তি যোগায়। কেননা মানুষ সঙ্গীতের মাধ্যমে শৈশবে কিংবা পুরানো স্মৃতির সাথে আবদ্ধ হয়। জীবনে চলার পথে কিছু স্মৃতিময় মুহূর্তে শোনা কিছু সঙ্গীন সারাজীবনের জন্য স্মৃতি হয়ে থাকে। আর এই স্মৃতি বিজারক সঙ্গীত পরবর্তীতে বাজালে পূর্বের কাটানো দিনের কথা মনে পগে যা সত্যিই চমৎকার। সঙ্গীত আমাকে পুরানো স্মৃতি মনে করায় এবং বিভিন্ন মুহূর্তের স্মৃতিগুলো সঙ্গীতের মাঝে লুকায়িতভাবে থাকে যা সঙ্গীত বাজানোর পরই আমরা বুঝতে পারি।
মূলত স্মৃতি ধরে রাখা সঙ্গীতের প্রতি আমি শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে আমি সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করি। যেমন আমি যদি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনি তখন আমার মনে বাংলাদেশের স্বাধীনতার কথা মনে পড়ে যা এক স্মৃতিময় মুহূর্ত যেজন্য আমি আমার দেশ এর কথা চিন্তা করি আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রতি এবং সঙ্গীত যে লিখেছে তার প্রতি সম্মান প্রকাশ করি।
মূলত আমি বাড়িতে কিংবা যেকোনো জায়গায় আমার প্রিয় বাংলাদেশের দেশত্ববোধক গান শুনি। আমি আমার দেশকে অনেক বেশি ভালবাসি যেকারণে আমি সর্বদা আমার দেশ এবং দেশের দেশত্ববোধক গান শুনতে পছন্দ করি। এছাড়াও মাঝেমধ্যে বিভিন্ন ইসলামিক গান, গজল আমি আমার বাসায় থেকে শুনি। এসকল গান আমার মানসিক তৃপ্তি যোগায় এবং দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসা যোগায়। নিজের জীবন থেকে দেশ আগে আমাকে এসকল গান তা শেখায় যেজন্য আমি আমার দেশের দেশত্ববোধক গান বাড়িতে শুনি যা আমার বেশ পছন্দের।
আমিও আগেও বলেছি সঙ্গীত আমার মনের মানসিক শান্তি যোগায় এবং আমি সঙ্গীত শোনার মাধ্যমে স্মৃতিঘন মুহূর্তগুলির কথা মনে করি যা আমি পূর্বের দিনে কাটিয়ে এসেছি। আমি সর্বদা এমন সঙ্গীত পছন্দ করি যা আমাকে আমার দেশ নিয়ে ভাবায়, কিংবা আমার শৈশব নিয়ে ভাবায়। আমি সঙ্গীতের মধ্যে পুরানো স্মৃতি খোঁজার চেষ্টা করি এবং আমি একটি পূর্ণাঙ্গ অর্থবোধক সঙ্গীতকে সম্মান করি। সঙ্গীত শোনার সময় আমি সর্বদা নিরাবতা পালন করি এবং কোলাহল মুক্ত এলাকায় আমি সঙ্গীত শুনতে পছন্দ করি। তাছাড়া অতিরিক্ত বাজনাওয়ালা সঙ্গীত আমার অপছন্দের যেকারণে আমি নিরাবতার সাথে আমার দেশের দেশত্ববোধক সঙ্গীত শোনার চেষ্টা করি।
আমি যদি একটি গান লিখি তাহলে অবশ্যই সেটি মানুষের অধিকার এবং দেশপ্রেম এর বিষয় নিয়ে গানটি লিখব। আমি দেখেছি এখনও কিছু দেশের মানুষ তারা তাদের অধিকার অর্জন করতে ব্যর্থ হয়েছে। আমি আরও দেখেছি এমনও কিছু মানুষ আছে যারা তাদের দেশকে ভালবাসে না অথচ অন্য দেশের প্রতি তার অগাধ ভালবাসা। এসকল বিষয়ের উপর আমি আমার গানটি উপস্থাপন করতে চাই যাতে মানুষ দেশকে ভালবাসতে পারে এবং দেশের মানুষকে ভালবাসতে পারে। এছাড়াও মানুষ তাদের নিজ অধিকার আদায় করতে যেন সক্ষম হয় সেই কথা থাকবে আমার গানের মূল বিষয়।
গান মানুষের মনে শান্তি বয়ে আনে এবং একাকিত্ববোধ থেকে মানুষকে সঙ্গ দেয়। মানুষ তার মনের অবস্থা চিন্তা করে বিভিন্ন গান শোনে যা ব্যাক্তির মানসিক শান্তির কারণ। তাই একটি ভাবার্থক সঙ্গীতকে আমি সম্মান করি কেননা ভাবার্থক সঙ্গীন মানুষকে বিভিন্ন ভাল কাজের অণুপ্রেরণা যোগায় এবং অনেক কিছুর শিক্ষা দেয়।
আমি আমার প্রিয় স্টিমিয়ান বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি : @shiftitamanna, @ripon0630, @goodybest, @jyoti-thelight, @enamul17
Twitter link👇👇
https://twitter.com/MDKamran999/status/1650453384267440128?t=b74Xi5EZdhpFovDASuWrKw&s=19
Saludos amigo.
Tienes mucha razon la música da paz y además es sanadora .
Vivir sin música sería algo muy triste
Que bien que le des prioridad a la música folclórica de tu pais, las raíces hay que mantenerlas vivas y sentir orgullo por ellas.
Éxitos. Y buena suerte en el concurso
Hi, @mdkamran99,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @graceleon.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
মাশাল্লাহ, অনেক সুন্দর একটি পোস্ট উপহার দিয়েছেন আমাদের সামনে। আসলেই বাংলাদেশের এই জাতীয় সংগীত টি শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়, সেই সাথে আমরা শ্রদ্ধা জানিয়ে তাকে সম্মান করি। এটা আমাদের দেশের অহংকার।
দেশাত্মবোধক গানের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। নিজের দেশকে নিয়া এমন কিছু গানে গানে সুরে সুরে শুনলে সত্যিই একটা আনন্দ উপভোগ করা যায়। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ ভাই আপনার যথাযথ মন্তব্যের জন্য।
¡Saludos amigo!🤗
La música originaria de nuestro país nunca debe faltar en nuestro playlist porque, ella forma parte de nuestras raíces y, nos permite recordar de dónde venimos.
No tener música en nuestra vida sería como vivir sin alma porque, una canción tiene el poder de llenarnos de alegría y motivación.
Un fuerte abrazo💚
Thank you friend for your valuable feedback 😊
very good post friends, oh yes , I also take part in this contest if we have free time, you can visit my post. thank you. and good luck friend
It's really incredible knowing the song that moves you. Although I have heard of it but I feel it's really a cool music. Great write up friend!..