"কমিউনিটি কর্তৃক আয়োজিত অনলাইন আর্ট ক্লাসের অভিজ্ঞতা (প্রথম দিন)"

in Incredible India26 days ago (edited)
IMG_20240609_014240.jpg
"অনলাইনে প্রথম আর্ট ক্লাসের অভিজ্ঞতা"

Hello,

Everyone,

জীবনে প্রথমবার পছন্দের কোনো কাজ করতে গেলে একদিকে যেমন উৎসাহ কাজ করে, অন্যদিকে কাজ করে ভয়ও। তবে কাজটা যদি পছন্দের না হয়, তাহলে মনের মধ্যে শুধুমাত্র ভয় বাসা বাঁধে, সেখানে বিন্দুমাত্র উৎসাহ থাকে না।

যে কোনো জিনিস শেখার নির্দিষ্ট কোনো বয়স হয় না সেটা আরও একবার নতুনভাবে বুঝতে পারলাম গত বুধবার। যদিও পরিকল্পনা পূর্ব থেকেই ছিলো, কিন্তু শুধু পরিকল্পনা করা, আর সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা, এই দুটির মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

IMG_20240609_013439.jpg
"ক্লাস চলাকালীন অন্য ফোন দিয়ে তোলা ছবি"

অনেকে নিশ্চয়ই ভাবছেন ঠিক কি বিষয়ে কথা বলছি?
আজ আমি কথা বলছি গত বুধবার আমাদের কমিউনিটিতে অনুষ্ঠিত প্রথম অনলাইন আর্ট ক্লাসের উদ্যোগ নিয়ে। এইরকম একটি উদ্যোগ শুরু হতে চলেছে একথা পূর্বের টিউটোরিয়াল ক্লাসে অ্যাডমিন ম্যাম জানিয়েছিলেন। তখন থেকে ভিতরে একটা অন্য ধরনের উৎসাহ কাজ করছিলো ঠিকই, তবে পাশাপাশি একটু ভয়ও ছিল।

কারণ যে যুগে আমরা পড়াশোনা করেছি, সেই যুগে অনলাইন ক্লাস সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। এখনকার যুগে একদম ছোট বাচ্চারাও অনলাইনে ক্লাস করতে অভ্যস্ত। আমার নিজের দিদির মেয়েকে অনলাইনে বহুবার ক্লাস করতে দেখেছি। তবে এই ক্লাসে ও ঠিক যতটা স্বাচ্ছন্দবোধ করে, আমার যেন ততটাই জড়তা কাজ করে।

বহুবার এমন হয়েছে ও নিজে থেকে ল্যাপটপ অন করে ক্লাসে বসেছে এবং আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিভাবে ও এই জিনিসটা রপ্ত করেছে এত কম বয়সে। কিন্তু পরে নিজেই ভেবেছি প্রতিটা জিনিস আসলেই অভ্যাসের উপরেই নির্ভর করে। একটা কাজ ও প্রতিদিন করে, সুতরাং সেটাতে অভ্যস্ত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ওই একই কাজ আমি কখনোই করিনি, তাই তার প্রতি একটা ভীতি আমার মনে থাকবে এতে অসম্ভব কিছুই নেই।

যাইহোক প্রথম অনলাইনে আর্ট ক্লাস হবে এই বিষয়টা নিয়ে মনের মধ্যে সত্যিই অনেক উত্তেজনা ছিলো। তবে দুঃখের বিষয় এর মধ্যে বাড়ি থেকে না বেরোনোর কারণে, আমি প্রয়োজনীয় রং কিনে আনতে পারিনি। তবে বাকি যে জিনিসগুলোর প্রয়োজন ছিলো, সেগুলো আমার বাড়িতেই ছিলো বলে খুব একটা সমস্যা হয়নি।

প্রতিদিন রাত জাগার ফলে দুপুরের দিকে চেষ্টা করি একটু বিশ্রাম নেওয়ার। কিন্তু বুধবার দিন দুপুরবেলায় কিছুতেই যেন বিশ্রাম নিতে পারছিলাম না, কারণ মনের মধ্যে একটা মিশ্র অনুভুতি কাজ করছিলো। বারংবার ঘড়ি দেখছিলাম, কখন সন্ধ্যা ছটা বাজবে।

IMG_20240609_020629.jpg
"ক্লাসে যুক্ত হওয়ার পরেই নেওয়া স্ক্রিন শট"

যথারীতি সময় অতিক্রান্ত হলো এবং সন্ধ্যা ছটা নাগাদ আমরা যুক্ত হলাম ক্লাসে। গত টিউটোরিয়াল ক্লাসে এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে, হাতেগোনা মাত্র কয়েকজন এই আর্ট ক্লাসে যোগদান করতে চলেছে। বিষয়টি প্রথমে একটু খারাপ লাগলেও পরে মনে হল কাউকে জোর করে কিছু শেখানে কোনো কালেই সম্ভব ছিল না। তাই সেই সকল মানুষদের সাথেই যুক্ত হওয়া ভালো, যাদের মধ্যে আমার মতনই সমান উত্তেজনা কাজ করবে।

প্রথম যখন ক্লাস শুরু হলো, একটু ভয়ে ভয়ে শুরু করলাম। কিন্তু ক্লাসটা এত সহজ ও সাবলীলভাবে শুরু হয়েছিল যে, কিছুক্ষণ পরেই ভয়টা কোথায় উধাও হয়ে গেলো নিজেও বুঝতে পারিনি। তখন দেখলাম শুধুমাত্র নিজের মধ্যে ভালোলাগার উত্তেজনাটুকুই বাকি রয়ে গেছে। ছবি আঁকতে বরাবর পছন্দ করতাম ঠিকই, কিন্তু কখনোই সেই ভাবে শেখা হয়ে ওঠেনি।

স্কুলের প্র্যাকটিক্যাল খাতা তৈরি করার সময়, বইয়ের ছবি দেখে ছবি আঁকার চেষ্টা করেছি বরাবর। ছবি আঁকার অভিজ্ঞতা বলতে ওইটুকুই ছিলো, আর পছন্দ করতাম মেহেন্দি পড়তে। তাই আমার দিদিকে দেখে দেখে আলপনা দেওয়া বা মেহেন্দি পড়া শিখেছি। আঁকার বিষয়ে শিক্ষার এইটুকুই ছিল আমার পরিধি।

IMG_20240609_013817.jpg
"বেসিক প্যাকটিস শেখার সময় তোলা ছবি"

কিন্তু নিয়ম মেনে কিভাবে আঁকতে হয়, কিভাবে প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে শিখতে হয়, সেটা প্রথমবার এই ক্লাসে শিখলাম। "বেসিক প্র্যাকটিস" বলেও যে আঁকা শেখার যে কোনো স্টেপ আছে সেটা সম্পর্কেও আমার ধারণা ছিল না।এই দিন আর্ট ক্লাসে কি কি শিখেছি সেটা সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা অবশ্যই শেয়ার করতে চাইবো।
এদিন আমরা শিখেছি,-

➡️ বেসিক প্র্যাকটিস
➡️ বেসিক শেপ-স্কয়ার আঁকা(স্কেল ব্যবহার না করে)
➡️ বিভিন্ন ডিজাইনের ফুলের পাপড়ি আঁকা।
➡️ পাতা আঁকা।
➡️ রং করার সঠিক পদ্ধতি।

সত্যি কথা বলতে রং করারও যে সঠিক কোনো পদ্ধতি আছে, যার ফলে ছবির রংগুলিকে বেশি সুন্দর করে ফুটিয়ে তোলার সম্ভব হয়, সে সম্পর্কে আমার ধারণা ছিলো না। আমার ধারণা ছিল রং করা মানে রং করাই, সেটাও যে কোনো সঠিক পদ্ধতি মেনে করতে হয় এবং ছবি দেখার সময় যে তার ভিন্নতা চোখে পড়ে, এটা আমি এই দিন আর ক্লাসে প্রথম জানলাম।

IMG_20240605_182553_123657.jpg
"স্কেল ছাড়া স্কয়ার বানানোর প্রাকটিস"
IMG_20240609_013358.jpg
"প্লাস(+) চিহ্নের মাধ্যমে ফুলের পাঁপড়ি আঁকা শেখা"

তবে যেমনটা আমি আপনাদেরকে বললাম আমার কাছে রং ছিল না ঠিকই, তবে আমি আমার খাতায় সেটিকে সুন্দরভাবে নোট করে রেখেছি, যে কিভাবে আমাকে এই রং করতে হবে।

IMG_20240609_021153.jpg
"রঙ কিভাবে করতে হবে,নিজের বোঝার সুবিধা অনুযায়ী লিখে রেখেছি"
IMG_20240609_021238.jpg
"স্কেল ছাড়া সোজা লাইন টানতে পারাই আঁকা শেখার মূল ভীত,তাই এটি প্রাকটিস করতেই হবে।"

এই দিনের ক্লাসে যতটুকু শিখেছি সেটা একদম সঠিকভাবে শিখেছি, এটাতে আমি শতভাগ নিশ্চিত। কারণ একজন টিচারের হাত ধরে এই প্রথম আঁক শেখার অভিজ্ঞতা অর্জন করলাম, অনলাইন ক্লাসে প্রথমবার যোগদান করলাম, তাই এই দুটো অভিজ্ঞতাই আমার জন্য একদম নতুন ছিল এবং এই দুটিকেই আমি খুব উপভোগ করেছি।

অপেক্ষায় আছি আগামী বুধবার সন্ধ্যে ছটার। আরও নতুন কিছু শিখবো, আঁকা সম্পর্কিত আরো নতুন কিছু তথ্য জানবো বলে। আর সেদিন ক্লাসের শেষে সেদিন আরও একবার মনে হল সত্যিই চাইলে যে কোনো বয়স থেকেই যে কোনো কিছু শিখতে পারি।

আমি ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটির অ্যাডমিন @sduttaskitchen ম্যামকে এমন একটা উদ্যোগ নিয়ে, আমাদের সকলকে জীবনে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই নেহা ম্যামকে, যিনি তার ব্যস্ততম সময় থেকে সময় বের করে, আমাদের প্রত্যেককে সঠিকভাবে আঁকা শেখানোর চেষ্টা করেছেন।

আমি আসলে এই আঁকাটাকে শেখার মতন করেই শিখতে চাই। এমনটা নয় একদিন ভালো লাগলো তাই ক্লাস করলাম, তিন দিনের দিন আর ক্লাস করবো না। আমি সত্যিই চাই এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি যেন আমার শেখার ইচ্ছেটাকে আরো বেশি করে পূরণ করতে পারি।

হয়তো এমন একটা সুযোগ পাওয়ার অপেক্ষা সব সময় করেছি, কিন্তু পাওয়া হয়ে ওঠেনি। আজ স্টিমিট প্ল্যাটফর্ম ও আমাদের কমিউনিটির হাত ধরে এই সুযোগ আমি পাচ্ছি। তাই এই সুযোগটাকে আমা কাজে লাগাতে চাই।

সবশেষে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, যদি আঁকা শেখার প্রতি আপনাদের আগ্রহ থাকে এবং আপনাদের পক্ষে সম্ভব হয়, নিজেদের ব্যস্ততম সময় থেকে একটি ঘন্টা বের করে নিজের এই আগ্রহকে পূরণ করার চেষ্টা অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।

Cc: @crafter ma'am

Sort:  
Loading...
 25 days ago 

প্রথম আর্ট ক্লাসের অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা ঠিক যে কোন একটি জিনিস শেখার কোন বয়সের প্রয়োজন হয় না। অনেক মানুষ ছোটবেলায় অনেক কিছু শেখার আশা নিয়ে থাকে কিন্তু ব্যস্ততা জীবনের জন্য সেগুলো শেখার পদ্ধতি জীবন থেকে হারিয়ে যায়। সেই সুযোগ গুলো পুনরায় খুঁজে পেলে ভালো লাগে।

যাই হোক রং করার জন্য ছবি আকর্ষণীয় হয়ে থাকে এটা একদম ঠিক কথা। কারণ যে কোন একটি সৌন্দর্য ছবি আঁকার মধ্য বাড়িয়ে তোলে প্রথম রং করার মাধ্যমে। রং যদি ঠিকভাবে করা যায় তাহলে সেই জিনিসটি আরও বেশি সৌন্দর্যময় হয়ে ওঠে। প্রথম দিনের আট ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 25 days ago 

রঙের মাধ্যমেই একমাত্র আঁকার সৌন্দর্য্য ফুটিয়ে তোলা যায় এ বিষয়টি যদিও বা জানতাম, তবে রঙ করারও যে নির্দিষ্ট নিয়ম আছে, যার ফলে আঁকার সৌন্দর্য্য বৃদ্ধি পায়, এ বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তবে এইদিন আর্ট ক্লাসে যোগদান করে এই বিষয়ে প্রথম জানলাম। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। ভালো থাকবেন।

 25 days ago 

@sampabiswas,
আপনার হাতে আঁকানো খুব বেশি দৃশ্য দেখার সুযোগ আগে বিশেষ পাইনি। তবে আপনার মতো আমিও এই ক্লাসটি মন থেকে উপভোগ করেছিলাম। কারণ এই ধরনের একটা প্রশিক্ষণ ক্লাসের সুযোগ এখানে পাবো এটা আমার কল্পনাতেও ছিল না।

এই জন্য এডমিন ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। আশাকরি, আপনিসহ অনেকের হাতে আঁকানো দৃশ্য পরিদর্শনের সুযোগ পাবো খুব শীঘ্রই।

 25 days ago 

Dear @sampabiswas,
Thanks for sharing your thoughts, I am really touched the way you explain.
Yes , definitely Learning has no age bar ,you can learn in any age and you might realise that you are too good in that field.

I will wait for you in next class.
Thanks 🙏 again


curation-post.webp

We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.