🇧🇩সাথী প্রকাশন'র ইতিহাস🇧🇩

in আমার বাংলা ব্লগlast year (edited)


আসসালামু আলাইকুম/আদাব

🇧🇩সকলকে শুভেচ্ছা🇧🇩


IMG_20240109_220407.jpg

বন্ধুরা সাথী প্রকাশন থেকে একরাশ শুভেচ্ছার পাপড়ি ছড়িয়ে দিলাম সকলের হৃদয় আঙ্গিনায় আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও একটু আছি।আর আমার বাংলা ব্লগ পরিবারের সকলেই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।♥♥

IMG-20240109-WA0001.jpg


🇧🇩সাথী প্রকাশন'র ইতিহাস🇧🇩


বন্ধুরা, অসুস্থ শরীরে আজ আপনাদের সাথে মজার একটি গল্প শেয়ার করতে যাচ্ছি।আমার খুব ইচ্ছে ছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালে আমার একক একটি বই প্রকাশ করব।কিন্তু আর্থিক সংকটের জন্য শুধুমাত্র যৌথ প্রকাশনা কাব্যকলি করেছি। বৃহৎ স্বার্থের জন্য নিজের স্বার্থটাকে ত্যাগ করেছিলাম।আলহামদুলিল্লাহ এবার নিয়ত করেছি ২০২৪ সালে একুশে বইমেলায় আমার একক একটি কবিতার বই আসবে।আর সেই বইটির নাম হবে সাথীর শত কবিতা।কাব্য করলি যে প্রকাশন থেকে করেছিলাম।নভেম্বর মাস থেকে সেই প্রকাশক কে আমি বারবার কাজ করার জন্য বলেছি আমার বইটি করে দেয়ার জন্য। উনি যখনই আমার ফোন ধরেছেন তখনই বলেছেন আপু আপনার কাজ শুরু করে দিয়েছি অল্প দিনের মধ্যেই শেষ করবো ইনশাআল্লাহ।বিশ্বাস করুন তিনি হানডেট পারসেন মিথ্যে কথা বলছে। আজ অবধি তিনি বইটির কার্যক্রম শুরু করেননি।তিনি কোন একটা হিংসাত্মক মনোভাব থেকে আমার বইয়ের কাজটি আটকে রাখতে চেয়েছিলেন।যেন এবার একুশে বইমেলায় আমি বইটি প্রকাশ করতে না পারি।আর তাই তিনি শুধু মাত্র কথা দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করেছেন।যখন আমি এটা বুঝতে পারলাম ঠিক তখন জানুয়ারি মাস পড়ে গেছে।এখনো তিনি বইয়ের কোন কাজে হাত দেননি।এমনকি ১০০ বার ফোন দিলেও তিনি রিসিভ করেন না।মনে মনে একটা জেদ কাজ করলো। তথ্য নেয়া শুরু করলাম প্রকাশনী করতে কি কি লাগে।আমি সেই সব ফরমালিটি মেন্টেন করে নিজের নামে একটি প্রকাশন করব।এবং নিজের প্রকাশনা থেকেই নিজের বই প্রকাশ করব।এটা আমার এক ধরনের জেদ।

IMG-20231224-WA0039.jpg

যেই ভাবা সেই কাজ।বিষয়টি সিয়ামের সাথে পরামর্শ করলাম।সিয়াম আমাকে বেশ উৎসাহ দিলেন।এরপর আমার পরিচিত আরো কয়েকজনের সাথে পরামর্শ করলাম।তারাও বলল বিষয়টি মন্দ হয় না।এবার খুঁজলাম একজন প্রফেশনাল প্রচ্ছদশিল্পী।তাকেও খুঁজে পেলাম এবং আমার বইয়ের প্রচ্ছদ নিয়ে খুঁটিনাটি সব বিষয়ে আলোচনা করলাম।।তিনি অলরেডি আমার ছবি দিয়েই আমার বইয়ের খুবই চমৎকার একটি প্রচ্ছদ তৈরি করেছেন।যে প্রচ্ছটি অনেকেই পছন্দ করেছেন যদিও আমি আরো দুই একটা প্রচ্ছদ বানাতে বলেছি।

ভিডিও

তবে সাথী প্রকাশনীর দুই একটি লোগো সিয়াম ট্রাই করেছিল।সেগুলো কিন্তু মন্দ হয়নি।আজ বেশ কয়েকটি লোগো আপনাদের সাথে উপস্থাপন করছি আপনারাই বলবেন কোন লোগোটা বেশি ভালো লাগছে।।ফাইনাল লোগোটি দিয়ে আমি আরেকটি পোস্ট করব আরেকদিন।
তো বন্ধুরা অনেকগুলো লোগো আপনাদের সাথে আমি শেয়ার করলাম।কোনটা বেশি ভালো লেগেছে আপনারা আমাকে জানালে অনেক বেশি উপকৃত হবআরেকটি কথা বলে শেষ করতে চাই।।একুশে বইমেলা ২৪শে আমরা আবারও নতুন একটি যৌথ প্রকাশনা করব নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির উদ্যোগে।যারা অংশগ্রহণ করতে চান প্লিজ তারা আমাকে খুব দ্রুত জানাবেন।আশা করছি আবারো খুবই চমৎকার একটি প্রকাশনা নিয়ে হাজির হতে পারব।সো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আগামীতে আবারো দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।
টা টা,,,

IMG-20231224-WA0043.jpg

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ইতিহাস

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 last year 

আসলে বর্তমান যুগে কেউ কারো ভালো দেখতে পারে না। কারো ভালো দেখলে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাইতো প্রকাশক আপনার সাথে এভাবে মিথ্যা বলেছে দিনের পর দিন। তবে জেদ করলে মানুষ কি না পারে। আপনি নিজের প্রকাশনা থেকেই নিজের বই প্রকাশ করবেন, এটা জেনে ভীষণ ভালো লাগলো। আপনি এই ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছেন। শেষের লোগোটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আশা করি আপনি খুব দ্রুত সফল হবেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

ওই যে একটা কথা আছে না ডাক থেকে দারুন কিছু কেউ কষ্ট দিলে সেটা জেদ করে ভালো কিছুর সৃষ্টি হয়। এবং আমি নিজে ভালো কাজের জন্য বেশ জেদ করি।ইনশাআল্লাহ সুন্দর একটি বই উপহার দিতে পারব।নিজের প্রকাশনা থেকে।♥♥

 last year 

আশা করছি সাথী পাঠাগারের হাত ধরে এই সাথী প্রকাশন অনেকদূর পর্যন্ত এগিয়ে যাবে, তোমার জন্য শুভকামনা রইল মা...

 last year 

আমি ও আশাবাদি। ভালো থেকো বাবা
শুভ কামনা♥