মোটিভেশনাল উক্তি "আফসোস কোন সমাধান নয়" সেলিনা সাথী

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম

♥♥


সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।


বন্ধুরা জীবনে বেঁচে থাকতে গেলে আটটি আফসোস কখনোই করবেন না। কিংবা করা উচিত হবে না। এই আটটি আফসোস আপনাকে শুধু পিছনের দিকেই ঠেলে দেবে।সামনের দিকে অগ্রসর হতে বাধা প্রাপ্ত হবেন। তাই আসুন ক্রমানুসারে এই আটটি আফসোস কী কী হতে পারে তা একটু জেনে নেই।

received_588319152715646.webp


জীবনে এই ৮টি আফসোস করা থেকে বিরত থাকুন:

১ জীবনে কোনদিন কখনো .নিজের চেহারা কিংবা গায়ের রংয়ের জন্য আফসোস রাখা উচিত নয়। এটা মাথায় রাখতে হবে যে,আপনি দেখতে যেমন-ই হন না কেনো; আপনাকে এভাবেই মহান আল্লাহ তায়ালার কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন। এর জন্য সুকরিয়া স্বরুপ বলুন আলহামদুলিল্লাহ। এবং এই পৃথিবীতে আপনার মত আপনি একজন'ই। ভাবতে হবে আপনার রাজ্যে আমি রাজা।অনেকের হাত নেই, পা নেই, পঙ্গু অবস্থায় পড়ে আছেন রাস্তায়। হাসপাতালে, তাদের চেয়ে আপনি অনেক ভাল আছেন।তাই এ বিষয়ে আফসোস রাখবেন না কখনো।


২. জীবনে কোনদিন কখনো অর্থ -বিত্ত নিয়ে আফসোস রাখা যাবে না। বরং আপনার যা আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকারর চেষ্টা করবেন। এবং সততা ও ধৈর্য্য ধারন করে পরিকল্পনা করে কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করতে হবে। আপনার নিজের মেধার সময় শ্রম কাজে লাগিয়ে আপনিও হতে পারেন অনেক বড় শিল্পপতি।তাই আফসোস না করে চেষ্টা করুন।মনে রাখবেন আফসোস কোনো সমাধান নয়।


৩.জীবনে কোনদিন কখনো যদি প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে হারিয়ে যায়, তার জন্য কখনো আফসোস করবেন না। বরং মনে প্রাণে এটা বিশ্বাস করবেন,আল্লাহ্ ই তাকে আপনার জীবন থেকে সরিয়ে ফেলেছেন, কারন তারা আপনার জন্য কল্যাণকর নয়। আর এটাও মনে রাখবেন যে বিধাতা যখন যা করেন সেটা মঙ্গলের জন্যই করেন। হয়তো তাদের চেয়েও অনেক বেশি প্রিয় মানুষ আপনার জন্য অপেক্ষা করছে।তাই যে হারিয়ে গেছে তার জন্য আফসোস রাখবেন না কখনো।


৪. জীবনে কোনদিন কখনো নিজের অস্তিত্ব নিয়ে আফসোস করবেন না। আপনি যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, তবে আপনার অবস্থার পরিবর্তনের জন্য আপনি কাজ করুন। আর তা না করে যদি আফসোস করেন তবে সেই আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে। নিজের সাথে নিজের কথা বলতে হবে আমি সেরা আমার কাছে।আবারও বলছি আফসোস কোন সমাধান নয়।


৫.জীবনে কোনদিন কখনো নিজের পরিবার নিয়ে আফসোস রাখবেন না। আপনার পরিবার যেমনই হোক না কেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন। এটা ভেবে যে,আপনি এতিম নন। আপনার জীবন কোনো এতিমখানায় কাটেনি। এমন হাজারো মানুষ আছে যারা জন্মের পর থেকেই এতিমখানায় থাকে, বাবা মায়ের আদর স্নেহ মায়া-মমতা কিছুই পাননি। তাই এটা নিয়ে কখনোই আফসোস করা উচিত নয়।


৬. আপনার মন নরম বা ইমোশনাল হয়ে থাকলে তা নিয়ে কখনোই আফসোস করবেন না, কারন মন নরম হওয়াটা প্রকৃত মুমিনের গুণাবলী নরম বিনয়ী ও নমনীয়তা একটি মানুষের শ্রেষ্ঠ গুণাবলী। তাই এটাকে দুর্বলতা ভেবে আফসোস করবেন না কখনো।


৭ .জীবনে কোনদিন কখনো ভুল মানুষদের ভালোবেসে আফসোস করবেন না। তারা জীবন থেকে হারিয়ে গেলে অনুতপ্ত হবে না কখনো।কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ।। কিন্তু তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ। বরং আল্লাহর উপর কৃতজ্ঞ থাকুন।এটা ভেবে যে, মহান আল্লাহতালা আপনাকে খারাপ মানুষ হতে হেফাজত করেছেন । ❤️


৮. জীবনে কোনদিন কখনো নিজের, কিংবা অন্যের পেশা নিয়ে আফসোস করবেন না। প্রতিটি হালাল কাজ-ই মন থেকে করবেন।ভালোবেসে করবেন,,আনন্দের সাথে করবেন,মনে রাখবেন, -যে কাজে ভালোবাসা থাকেনা , যে কাজে আনন্দ থাকে না, সেই কাজ করে আপনি কখনো উন্নতি সাধন করতে পারবেন না। তবে এটাও ঠিক পেশা নির্বাচন করতে হয় সঠিক সময়ে। এরকম একটি প্রবাদ আছে যে,,

যদি নির্বাচনে ভুল হয় পেশা
অল্প বয়সে ধরতে হয় নানান ধরনের নেশা
যদি নির্বাচনে ভুল হয় সঙ্গী,,
পরনে থাকেনা জামাকাপড় আর লুঙ্গি

তাই সঠিক সময়ে সঠিক পেশাটিকে নির্বাচন করে সঠিকভাবে আনন্দে ভালোবেসে কাজ করবেনকোন কাজ নিয়ে আফসোস করবেন না কখনো। আবারো বলছি আফসোস কোন সমাধান নয়।মানসিক যন্ত্রণা মাত্র।


তো বন্ধুরা উপরোক্ত এই আটটি আফসোস আসলে কখনোই করা উচিত নয়, বলে আমি মনে করি।তবে, আমার আজকের এই লেখা টি কারো জীবনে যদি এতোটুকু সহায়ক হয়ে থাকে, তবে আমার সার্থকতা।আজ এ পর্যন্ত। আবারো আগামীতে চমৎকার চমৎকার মোটিভেশনাল উক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি সেলিনা সাথী।


IMG_20220606_221540.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

বাহ্ আপনার প্রতিটি কথা যেন আকাশ ছোঁয়ার মত। আমাদের জীবনে যদি এরকম সমস্যা থাকে আমরা কখনও শান্তি অনুভব করতে পারি না। তাই আমাদের সবসময় এগুলো মেনে চলা উচিত। এত সুন্দর একটি পোষ্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য। সৃষ্টিকর্তা আপনাকে ভাল রাখুক সুস্থ রাখুক।❤️❤️❤️

 3 years ago 

আপনার চমৎকার অনুভুতি পড়ে অভিভুত হলাম।এতো চমৎকরে আমার জন্য শুভ কামনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সব সময়।
♥♥

 3 years ago 

যদি নির্বাচনে ভুল হয় পেশা
অল্প বয়সে ধরতে হয় নানান ধরনের নেশা
যদি নির্বাচনে ভুল হয় সঙ্গী,,
পরনে থাকেনা জামাকাপড় আর লুঙ্গি

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো । অনেক সুন্দর লিখেছেন ।আজ থেকে এই আটটি আফসোস করা থেকে বিরত থাকব ইনশাআল্লাহ । ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার শুভ কামনা করি ।

 3 years ago 

আমার এই উক্তিগুলো যদি কারো জীবনে এতোটুকু সহায়ক ভূমিকা পালন করে, তবেই আমার সার্থকতা। আমার পরম পাওয়া। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।♥♥

 3 years ago 

জ্বী আপু আপনি ঠিক বলেছেন আপনার যুক্তিগুলো সত্যি খুব ভালো লাগে। এগুলো যুক্তিসম্মত কথা। খুব ভালো লাগলো ।জীবনে চলার পথে সকলের এগুলোর মানা উচিত।তাহলে জীবনে কোন দুঃখ থাকবেনা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর উক্তি গুলো আমাদের মাঝে ভালো ভাবে তুলে ধরার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপু।

 3 years ago 

আপু অনেক খুশি হলাম আপনার সুন্দর মন্তব্য পড়ে। তবে এই উক্তিগুলো যদি আমরা মেনে চলি অনেক কষ্ট দুঃখ থেকে পরিত্রাণ পাব ইনশাআল্লাহ♥♥

This post was upvoted by @hustleaccepted
Use our tag #hustleaccepted and mention us at @hustleaccepted to get an instant upvote.
Also, you can post at our small community and we'll support you at Hustle Accepted

hustle accepted.png
Visit our website at Hustle Accepted