Better Life with Steem|| The Diary Game||18 December 2024||

in Incredible India7 days ago (edited)

" হ্যালো স্টিমের বন্ধুরা "

IMG_20241219_100122-COLLAGE.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌸 সকাল বেলা 🌸

IMG_20241218_121254_967.jpg

সকালবেলা ঘুম থেকে উঠি ১১:৩০ এর দিকে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ পর হালকা নাস্তা করি নাস্তা করে ঘরের মধ্যে বসে থাকি অল্প কিছুক্ষণ। তারপর বাইরের দিকে বের হই বাইরে বের হয়ে রাস্তার দিকে হাঁটতে থাকি একা একা। অল্প কিছু দূরে হাঁটতে যাওয়ার পরে একটা গাড়ি পেয়ে যায়।

IMG_20241218_123118_980.jpg

তো আজকে আমার কাকার বাসায় দাওয়াত ছিল দুপুরের। তাই গাড়িতে করে সোজা তার বাসার দিকে রওনা হই। ভালোই লাগে মাঝে মাঝে কাকার বাসায় যেতে। সেখানে গেলে সবাই বেশ ভালোই আদর আপ্যায়ন করে। বিশেষ করে আমার কাকি অসুস্থ তাকে দেখতেও যেতে হতো। তো এই সুযোগে তাকে দেখে আসা হবে দাওয়াত গ্রহণ করা হবে।

IMG_20241218_132526_215.jpg

তো কাকার বাসায় যাওয়ার আগে রাস্তায় দেখতে পাই আমার কিছু বন্ধুরা দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে তাদের সাথে দাঁড়াই বেশ অনেকটা সময়। বেশ অনেকটা সময় তাদের সাথে কাটিয়ে দেই। তারপর খাওয়া দাওয়া করার জন্য বাসায় চলে যাই।

🌸 দুপুর বেলা বিকাল বেলা 🌸

বাসায় গিয়ে কিছুক্ষণ বসে থাকি তারপর খাওয়া দাওয়া করতে ডাক দেয় আমার কাকি। আমার কাকি আগের থেকে অনেকটা সুস্থ। যাক আল্লাহ তাকে অনেক তাড়াতাড়ি সুস্থ করেছে এটাই ভালো বিষয়। তো খুব সুন্দর ভাবে খাওয়া দাওয়া করি বাসায়। তারপর কিছুক্ষণ বাসায় বসে বিশ্রাম নেই।

IMG_20241218_155849_828.jpg

তারপর বাড়িতে আসার জন্য বাসা থেকে বের হই। বাসা থেকে বেরিয়ে একটা গাড়ি পেয়ে যাই সেই গাড়ি করে সোজা বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে গোসল করে নেই অনেক তাড়াতাড়ি। গোসল করে কিছুক্ষণ রুমের মধ্যে শুয়ে থাকে কম্বলের গায়ে জড়িয়ে। তারপর বাইরের দিকে এসে আমাদের কল পার পাকা করা দেখি বেশ অনেকটা সময় তাদের কাছে বসে বসে।

IMG_20241218_164308_890.jpg

তারপর সেখানে বসে আমি আমার এক বন্ধুকে কল দিয়ে বলি এলাকার দিকে আসতে। অল্প কিছুক্ষণ পরে সে চলে আসে আমি আর সে এলাকার দিকে হাটাহাটি করতে বেরিয়ে যাই। বেশ অনেকটা দূর আমরা হাঁটাহাঁটি করি বেশ ভালো লাগে। দুজনেই বেশ অনেকটা সময় হাসি ঠাট্টার মধ্যে এদিক ওদিক ঘোরাঘুরি করি।

🌸 সন্ধ্যা বেলা রাত্র 🌸

IMG_20241218_172336_597.jpg

সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা একটা জায়গায় গিয়ে দুজনে বসেই। সন্ধ্যা হয়ে যায় তখন হালকা হালকা ঠান্ডা লাগতেছিল। তারপর আমরা সেখান থেকে উঠে হাঁটা দেই বাড়ির দিকে আসার জন্য। তো রাস্তায় দেখতে পাই এক জায়গায় কারা যেন আগুন জ্বালিয়েছিল। হালকা হালকা আগুন এখনো জ্বলতেছে। আমিও আমার বন্ধু আশেপাশে যত ময়লা আবর্জনা ও শুকনো কার্ড ছিল সবগুলো সেখানে দিয়ে দেয়। অল্প কিছুক্ষণ পরেই সেখানে অনেক আগুন জ্বলে ওঠে।

IMG_20241218_172355_585.jpg

দুজনে মিলে বেশ অনেকটা সময় সেখানে বসে থাকি আগুনের তাপ নেই। প্রচন্ড আগুনের তাপ লাগতেছিল তখন আমার গায়ে। যখন আমি ছবি তোলার জন্য আগুনের কাছে গিয়ে বসি। বন্ধুকে বললাম তাড়াতাড়ি ছবি তুলে দে অনেক তাপ লাগতেছে। তো ছবি তোলার পরে তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যাই। তারপর সেখানে বসে বসে দুজনে বেশ অনেকটা সময় কথাবার্তা বলি।

IMG_20241218_195151_153.jpg

তারপর বাড়ির দিকে চলে আসি দুজনে মিলে। বাড়িতে এসে কিছুক্ষণ ঘরের মধ্যে বসে থাকি। বেশ অনেকটা সময় ঘরের মধ্যেই বসে বসে কাটিয়ে দেই। তারপর ব্যাডমিন্টনের ব্যাড নিয়ে বাইরে বের হই ব্যাডমিন্টন মাঠে গিয়ে মাঠ তৈরি করি খেলার জন্য। তারপর আমিও আমার দুই বন্ধু মিলে একজন পরপর ব্যাডমিন্টন খেলতে শুরু করে দেই।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 7 days ago 

সত্যি কথা ভাই আপনার পোস্টটি পড়ে মাঝে মাঝে আমি উপলব্ধি করি। ওই দিনগুলি আমি হারিয়ে ফেলেছি। তেমন মজা হয় না বন্ধুবান্ধবের সাথে এখন। আপনার পোস্টটি পড়ে জানতে পারলাম আজকে আপনি কাকার বাড়িতে দাওয়াতে গেছেন। কাকি খুবই অসুস্থ। কাকির জন্য দোয়া রইল আল্লাহ যেন খুব দ্রুত তাকে সুস্থ দান করে। আপনার পোস্টটি মাধ্যমে আরেকটা বিষয়। আমার কাছে খুব ভালো লাগলো , ওই রাস্তা পাশে বসে আগুনে তা দিচ্ছেন এটা অস্থির ছিল ভাই।ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 7 days ago 

আপনাকে ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Loading...