মন কেড়ে নেওয়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য । ১০% 🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

png_20220607_193904_0000.png

আসসালামু আলাইকুম।

সবাইকে স্বাগতম #amarbanglablog এ আমার পক্ষ থেকে আমি @steem-for-future . 10 পার্সেন্ট বেনিফিশিয়ারি #shy-fox কে

আশা করি সকলেই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক দোয়া এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভাল আছি। সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সুস্থতা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগিং। আমি আজকে আবারো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি নিয়ে। সকলেই জানেন যে আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। শহরের এই এলোমেলো কাঠ আর পাথরের শহর অপেক্ষা আমার প্রাকৃতিক সৌন্দর্য সব সময় আকর্ষিত করে। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য আমার সব সময় অনেক অনেক ভালো লাগে। তাই আমি সবসময় আপনাদের সামনে অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি নিয়ে কথা বলার জন্য চলে আসি। ঠিক এরাই ধারাবাহিকতায় আমি আজকে আবারো আপনাদের সামনে কিছু প্রাকৃতিক সৌন্দর্য এর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হলাম।

PSX_20220607_123739.jpg

PSX_20220607_123651.jpg

সম্ভবত তখন সময় সকাল সাতটা। ঘুম থেকে ওঠেই আমার ছোটভাই বায়না ধরলো যে তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। কিন্তু কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না। যাইহোক অনেকক্ষণ পরে আমার ছোট ভাই আমাকে বলল চলো আমরা আমাদের লালপুর গ্রীন ভ্যালী পার্ক ভ্রমন করে আসি। সে আমাকে লালপুর গ্রীন ভ্যালি পার্ক এর কথা বলল এবং আমার সঙ্গে সঙ্গে সেটি ভ্রমণ করার ইচ্ছা জেগে উঠলো। কেননা এই পার্ক আমার বাড়ির পাশেই এবং এই পার্কটি বেশ কিছুদিন বলতে প্রায় দুই থেকে তিন বছর আগে নির্মাণ করা হয়েছে। কিন্তু আমি একদিন এখন পর্যন্ত পার্কে ভ্রমণ' করিনি। তাই সকাল আটটার দিকে আমরা একটা অটো রিস্কা নিয়ে পার্ক এর উদ্দেশ্যে রওনা দিলাম।

1654608439118.jpg

দিনটা ছিল অনেক সানি। চারিদিকের আবহাওয়া যেন অনেক অনেক পরিবর্তন দেখাচ্ছে গতদিনের তুলনায়। বিশেষ করে চারিদিকে ঝকঝকে এবং তকতকে আবহাওয়া। তবে এত সকাল বেলায় এত ঝলক মার্কা আবহাওয়া দেখে আমার মনে অনেক সন্দেহ জেগে উঠল যে হয়তো সারাদিন অনেক গরম এবং সন্ধ্যার দিকে বৃষ্টি আসতে পারে। যাইহোক এই ধারণা করতে করতে আমি পার্কের ভেতরে প্রবেশ করলাম সাথে আমার ছোট ভাই।

1654608504160.jpg
পার্কের ভেতরে প্রবেশ করার পর কিছু অসাধারণ ফটোগ্রাফি সংগ্রহ করলাম। সমস্ত পার্ক ভ্রমণ শেষে অনেক অনেক আনন্দ হয়েছিল আমাদের। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমার হৃদয়ে এমন ভাবে গেথে গিয়েছিল কি আর বলবো।। যাইহোক আমি এবং আমার ছোট ভাই মিলে অনেকক্ষণ সময় ঘুরাঘুরি করলাম।

1654608558750.jpg

()

1654608654871.jpg

অসাধারণ এই পার্ক ভ্রমণ শেষে আমি যে সকল ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম সে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করে অনেক অনেক ভালো লাগছে। কেননা আমার এই আনন্দঘন মুহূর্ত গুলো আপনাদের সামনে শেয়ার করতে পারলাম। চমৎকার এই ফটোগ্রাফির গুলো শেয়ার করতে পেরে অনেক অনেক আনন্দিত আমি। তবে আপনারা যদি কোন স্পেশাল জায়গায় ভ্রমণ করেন কিংবা আনন্দ উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমার বাংলা ব্লগ পোস্ট করতে ভুলবেন না। কেননা আমার বাংলা ব্লগ সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের অনুভূতি গুলো জানতে চাই বাংলা ভাষায়। সুতরাং বাংলা ভাষায় প্রকাশ করুন নিজেকে এবং শেয়ার করুন আপনার অনুভূতি গুলো সম্পন্ন বাংলা ভাষায়।

দাগ.jpeg

ফটোগ্রাফির তথ্য

Photographyoriginal
Photographer@steem-for-future
DeviceSamsung galaxy f22
EditAdobe Photoshop express and picnic
Locationnatore bangladesh

দাগ.jpeg

red.amar.png

@amarbanglablog

abb.gif

all photography w3w location code

https://w3w.co/busybodies.nines.fixates

⚠️⚠️⚠️attention ⚠️⚠️⚠️

100% অরিজিনাল এবং ইউনিক পোস্ট। কোথাও থেকে কোন তথ্য সংগ্রহ করা হয়নি কিংবা কোন ফটোগ্রাফি নেওয়া হয়নি

F.gif

follow.gif

20220523_124441.gif

amarbanglablog.gift.gif

Sort:  
 3 years ago 

দারুন কিছু সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরলেন। সত্যিই এই ধরনের প্রকৃতি উপভোগ করতে সবাই পছন্দ করে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মন থেকে অনেক ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ছবি দেখতে সত্যি অসাধারণ ছিল। এমন সবুজ শ্যামল প্রকৃতির ঘোরাঘুরি করতে আমার কাছেও খুব ভালো লাগে মনটা অনেক হালকা লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

প্রাকৃতিক এই অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো আমিও সবসময় মনেপ্রাণে বহন করি। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমিও অনেক অনেক আনন্দিত। ধন্যবাদ আপনি ব্লগটি ভিজিট করার জন্য এবং অসাধারণ বক্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল এবং খুব সুন্দর অ্যাঙ্গেল মেইন্টিং করে ফটোগ্রাফি গুলো করেছেন। তবে কালার একটু বেশি হয়ে গেছে যার কারণে একটু ব্যতিক্রম লাগছে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করেছি অ্যাঙ্গেল পরিবর্তন করার। তবে কালার টা একটু গাঢ় হয়ে গেছে। ব্যাপারনা চেষ্টা করব আগামীতে কালার কম্বিনেশন টা ঠিক রাখার।

 3 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলোর সাথে এডিটিং অনেক সুন্দর করেছেন ভাই বেশ মিলে গেছে আর প্রকৃতির দৃশ্য অসাধারন ভাবে তুলে ধরেছেন । শুভকামনা

 3 years ago 

সবসময় চেষ্টা করি ভাই আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসার। আর যখন অসাধারণ মন্তব্য পাই তখন হৃদয়টা ভরে যায়। চমৎকার মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।

 3 years ago 

গ্রীন ভ্যালি পার্ক এর প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ছোট ভাই কিংবা বোন বায়না ধরলে সেটা পালন করতেই হবে।
সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে ধন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে ভাই ছোট বোন কিংবা ভাই তাদের আবদার কখনো ফেলে রাখার মতো নয়। যেকোনো ভাবে পূরণ করতেই হবে এটাই স্বাভাবিক।

পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনার ক্যাপশন ও ছবিতে যথেষ্ট মিল আছে । আপনি যে ছবিগুলো শেয়ার করেছেন সত্যি মন কেড়ে নেওয়ার মতো । প্রাকৃতিক সৌন্দর্য গুলো সবাই পছন্দ করে । ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

লালপুর গ্রীন ভ্যালী পার্ক এর প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আসলেই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর মন কেড়ে নেয়ার মত। বিশেষ করে লেকটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। লালপুর গ্রীন ভ্যালী পার্ক এর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখতে এবং আপনাদের জানাতে আমার অনেক অনেক ভালো লাগলো। তবে চাইলে ভ্রমণ করতে আসতে পারেন আপনি লালপুর গ্রীন ভ্যালী পার্ক এ। অসাধারণ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

দারুন কিছু প্রাকৃতিক দৃশ্যের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আপনি আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ্ চমৎকার কিছু ছবি শেয়ার করেছেন যা নজর কেড়ে নিতে সক্ষম। বেশ ভালো বর্ননা ছিল। ছবিগুলো বেশ ইডিটিং করেছেন মনে হলো। যাক সুন্দর ছিল সবমিলিয়ে।
দোয়া রইল 🥀

 3 years ago 

খুব অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এভাবে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।