"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৭০|| :- আলু ব্রেড টিকি রেসিপি।

in আমার বাংলা ব্লগ6 days ago

IMG-20250326-WA0016.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ব্রেড টিকি রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

প্রথমেই আমাদের মাঝে এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি বলতে রমজান আসার পর থেকে অনেক বেশি ব্যস্ততা বেড়ে গেছে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি কমিউনিটির সব কাজগুলো ঠিক রাখার। যখন এই রেসিপি প্রতিযোগিতা দিয়েছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি বলতে আমি এর আগে ভাবতেছিলাম এবার রমজানের মাঝে রেসিপি প্রতিযোগিতা দেওয়া হয়নি। এর আগে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছিলাম রমজান মাসে।

IMG-20250326-WA0013.jpg

IMG-20250326-WA0011.jpg

কিন্তু এই কয়েকদিন ধরে ব্যস্ততা যেন আরো বেশি বেড়ে গেল। কোনভাবেই রেসিপি তৈরি করার সময় পাচ্ছিলাম না। কিন্তু তারপরেও ভাবলাম জয়েন করব যেভাবেই হোক। তবে কি তৈরি করব , তার চিন্তা করার মত সময় পাইনি। এদিকে ভাবতে ভাবতে সময় চলে গেল। শেষের দিনে এসে ভাবলাম যা আছে তাই দিয়েই খুব সুন্দর ভাবে কিছু তৈরি করব। ঘরে পাউরুটি আর আলু ছিল। সেগুলো দিয়েই একটা রেসিপি তৈরি করতে বসেছিলাম আজকে সকালে। রেসিপিটা তৈরি করে তারপর আপনাদের মাঝে শেয়ার করলাম। সত্যি বলতে প্রতিযোগিতায় জয়েন করতে না পারলে আমার খুবই খারাপ লাগে। শেষ পর্যন্ত জয়েন করতে পেরে খুবই ভালো লাগতেছিল। তবে রোজা থেকে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছিল। দেখা যাক ইফতারের সময় ট্রাই করবো। তবে এই ধরনের রেসিপিগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20250326-WA0019.jpg

IMG-20250326-WA0012.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
আলুকয়েকটা
পাউরুটিকয়েকটা
আটা১/২ কাপ
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ব্রেডক্রাম্বপরিমানমতো
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20250326_135249.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কয়েকটা আলুকে কেটে সিদ্ধ করে নিলাম। এখন আমি সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিলাম।

IMG_20250326_124613.jpg

ধাপ - ২ :

এরপরে আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এর পরের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

IMG20250326111114.jpg

ধাপ - ৩ :

এর পরের মধ্যে ম্যাশ করা আলু দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে মসলা গুঁড়া , হলুদের গুড়া দিয়ে দিলাম এবং তার সাথে লবন দিয়ে দিলাম।

IMG_20250326_124745.jpg

ধাপ - ৪ :

এরপর এগুলোকে চুলায় রেখে কিছুক্ষণ ভেজে এর পর চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20250326_124755.jpg

ধাপ - ৫ :

এরপর আমি কয়েকটা পাউরুটি নিয়ে নিলাম। এরপর এই পাউরুটিটা উপরের অংশে একটা গ্লাস বসিয়ে গোল করে কেটে নিলাম।

IMG_20250326_124817.jpg

ধাপ - ৬ :

একই রকম ভাবে আমি প্রায় অনেকগুলো পাউরুটি থেকে গোল করে কেটে নিয়েছি।

IMG_20250326_124829.jpg

ধাপ - ৭ :

এরপর আমি আলুর মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে গোল করে নিলাম। এরপর উপরে এবং নিচের অংশে পাউরুটির টুকরো গুলো দিয়ে ভেতরে আলোর টুকরোটা দিয়ে দিলাম।

IMG_20250326_124844.jpg

ধাপ - ৮ :

একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম।

IMG_20250326_124909.jpg

ধাপ - ৯ :

এরপর আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম।

IMG_20250326_124922.jpg

ধাপ - ১০ :

এরপর আমি তৈরি করা একটা পাউরুটির গোল অংশটা নিয়ে এই আটার মিশ্রনের মধ্যে ডুবিয়ে নিলাম।

IMG_20250326_124946.jpg

ধাপ - ১১ :

এরপরে এটাকে ব্রেডক্রাম্বে দিয়ে গড়িয়ে নিলাম।

IMG_20250326_125004.jpg

ধাপ - ১২ :

সবগুলো আমি একই রকম ভাবে তৈরি করে নিলাম।

IMG_20250326_125026.jpg

ধাপ - ১৩ :

এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে তৈরি করে রাখা টিকি গুলো দিয়ে দিলাম।

IMG_20250326_125050.jpg

ধাপ - ১৪ :

এরপরে আমি এগুলোকে উল্টেপাল্টে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম।

IMG_20250326_125106.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250326-WA0013.jpg

IMG-20250326-WA0020.jpg

IMG-20250326-WA0021.jpg

IMG-20250326-WA0005.jpg

IMG-20250326-WA0011.jpg

IMG-20250326-WA0008.jpg

IMG-20250326-WA0018.jpg

IMG-20250326-WA0017.jpg

IMG-20250326-WA0014.jpg

IMG-20250326-WA0016.jpg

IMG-20250326-WA0019.jpg

IMG-20250326-WA0012.jpg

IMG-20250326-WA0015.jpg

IMG-20250326-WA0010.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 6 days ago 

Screenshot_2025-03-26-17-11-23-27_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-26-17-09-32-72_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 6 days ago 

Screenshot_2025-03-26-14-44-14-60_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-03-26-12-40-54-07_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 6 days ago 

Screenshot_2025-03-26-14-56-04-61_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 6 days ago 

বেশ সুন্দর এবং মজাদার একটি রেসিপি শেয়ার করছেন আপু। প্রতিযোগিতায় সুন্দর একটি রেসিপি নিয়ে অংশগ্রহণ করেছেন। না অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। খুব সুন্দর ভাবে রেসিপি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 6 days ago 

এত মজাদার রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

আহা! কী লোভনীয় রেসিপি আপু। আসছি এখুনি।
ইফতারে আপনারা তেলেভাজা খেতে খুব ভালোবাসেন তাই মনে হয় এতো সুন্দর সব রেসিপি বানিয়ে ফেলেছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে এমন সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করে নিলেন।

 3 days ago 

এটা দারুণ মজাদার হয়েছিল।