নিজের কাজকে গুরুত্ব দিন

coffee-1283672_1920.jpg

Source

আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে টেকনোলজি যেভাবে অ্যাডভান্স হচ্ছে সেভাবে আমরাও কিন্তু নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের জায়গায় সময় ব্যয় করছি। সবকিছুর মাঝেই কিন্তু একটি বিষয় রয়েছে। আমাদের জীবন নির্বাহ করতে হবে এবং আমাদেরকে দৈনন্দিন কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে। এই কাজের ক্ষেত্রে আমরা অনেকেই অবহেলিত এবং অবহেলার করে থাকি। যেটা আসলে আমাদের মোটেও ঠিক নয়। আমরা যদি সময় মত আমাদের সমস্ত কাজ করে ফেলি সে ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে, এই বিষয়টা আমরা বারবার ভুলে যাই।

আমি আগে যেখানে কাজ করতাম সেখানে আমি অনেকেই দেখেছি যারা কাজের মধ্যে অনেক বেশি ফাঁকিবাজি করেন। তারা কিন্তু এটা বুঝে উঠতে পারে না তারা নিজেদের ভবিষ্যৎ কে কুড়াল মারছেন। আপনি যখন আপনার দায়িত্ব গুলো ঠিকভাবে পালন করবেন, ভালো কোয়ালিটি ভাবে কাজ করবেন এবং আপনার যে সকল দায়িত্ব রয়েছে কিংবা কোয়ালিটি প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি ঠিকঠাক ভাবেই আপনি ডেলিভারি দিতে পারেন, সে ক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্কিল গুলো ডেভেলপমেন্ট করছেন। হয়তো কিছু বছর পরে আপনার প্রমোশন হবে। কিংবা আপনি চাকরি পরিবর্তন করলেই আপনার স্যালারি অনেক বৃদ্ধি পাওয়া সম্ভবনা রয়েছে।

যারা ফাঁকিবাজি কাজ করছেন কিংবা বর্তমানে কোন ভাবে ঠেলে ঠুলে দিন পার করছেন, এসব মানুষরা জীবনে কখনো উন্নতি করতে পারে না। এটা আমি বলছি না, এটা ইতিহাসেও বারবার দেখা গিয়েছে এবং বর্তমান সমাজ আমরা বারবার এই বিষয়গুলো দেখতে পারছি। তাই নিজের কাজকে গুরুত্ব দিন কোন কাজকে আগামী দিনের জন্য ফেলে রাখবেন না। আজকের কাজ আজকেই শেষ করছি। নিজের সাথে নিজে কখনো বেইমানি করতে যাবেন না, আপনি যখন কাজে ফাঁকিবাজি করেন তখন সেটা নিজের সাথে বেইমানি করা হয়। এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না। আপনার কি মনে করেন আমি যেটা বললাম এটা ঠিক? তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

New to Steemit?