উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা
গত দুদিন ধরে আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলের অবস্থা অনেকটাই খারাপ। বর্তমানে শৈতপ্রবাহ চলছে এছাড়াও এদিকে ঠান্ডা প্রবাহ এত পরিমান বৃদ্ধি পেয়েছে যেটা আসলে বলার মত নয়। মোবাইলে টেম্পারেচার ১০ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তবে অনুভব হচ্ছে আরও অনেক বেশি কম। এমত অবস্থায় আমাদের এই শহরে শীতকালীন সমস্যা অনেক গুণে বেড়ে গেছে। এছাড়াও শিশু এবং বয়স্কদের চলাফেরায় অনেক বেশি কষ্ট হচ্ছে। এর ভোগান্তি যারা মাঠে-ঘাটে কাজ করে তাদের ক্ষেত্রে ব্যাপক দেখা দিচ্ছে।
বর্তমানে সব থেকে বেশি খারাপ লাগে, যারা হতদরিদ্র মানুষেরা রয়েছে যারা দুবেলা দু'মত ভাত খেতে পারেনা তারা প্রতিনিয়ত দিনমজুরি করে চলাফেরা করে তাদের জন্য এই সময়টা অনেকটা বড় চ্যালেঞ্জিং একটি বিষয়। আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের উদ্যোগ নিতাম সেসব মানুষের কাছে একটু হলেও গরম পোশাক যাতে পৌঁছায় দিতে পারি। কিন্তু বর্তমানে আমার সব বন্ধু-বান্ধব বিভিন্ন জায়গায় রয়েছে তাই আর দলবদ্ধ ভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে না। তবে আমি ব্যক্তিগতভাবেই সিদ্ধান্ত নিয়েছি এই শীতকালে বেশ কিছু মানুষকে যদি সে একটু সাহায্য করা যায়।
জীবনে বেঁচে থাকতে হলে এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজের জন্য মানুষেরা আপনাকে ভালো মানুষ হিসেবে চেনে এবং দান খয়রাত এমন একটি বিষয় যেটা আপনি দান করবেন কিন্তু আপনার অন্য কোন মানুষেরা সেই বিষয়ে জানবে না। তাই মানুষের সাহায্য করতে গেলে সেভাবে করেই করা উচিত এবং সেভাবে করেই একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। কারণ যে পরিমাণে ঠান্ডা পড়া শুরু করেছে এতে করে খুব দ্রুতই হয়তো মানুষ মারাও শুরু হয়ে যাবে। এইদিকে আমি আল্লাহতালার কাছে প্রার্থনা করছি এরকম সিচুয়েশন যেন আর কখনোই না দেয় এবং হতদরিদ্র মানুষের যেন কোনো ক্ষতি না হয়। তারা যেন এই ঠান্ডা সারভাইভ করতে পারে, ধন্যবাদ সবাইকে।