ঘুরে আসুন কক্সবাজার
বাংলাদেশের যতগুলো পর্যটক জায়গা রয়েছে এর মধ্যে আমার ব্যক্তিগতভাবে কক্সবাজার সবথেকে বেশি ভালো লাগে। সেখানে সমুদ্রের সাথে কথা বলা যায়, সমুদ্রের গর্জন এছাড়াও এই কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত হিসেবেও বিবেচিত হয়। এই কক্সবাজার দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক প্রতিবছর বাংলাদেশে ভিজিট করেন এবং এর অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার লোকাল কালচার।
কিছুদিন আগেই আমি আমার কিছু বন্ধু-বান্ধব নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সাধারণত সে সময়টা একটু অফ সিজন ছিল বিধায় সেখানে খুব বেশি একটা মানুষ ছিল না। তবে সেক্ষেত্রে আমরা অনেক এনজয়মেন্ট করেছি। মনে হচ্ছিল সমুদ্র সৈকতেই আমরা একান্তই আমাদের জন্য ভাড়ায় নিয়েছিলাম। আশেপাশে কোন মানুষ ছিল না এবং সব ধরনের সুযোগ সুবিধা অনেক কম দামেই পাওয়া যাচ্ছিল। তাই আমি মনে করি এই সময়টাই হচ্ছে কক্সবাজার ভ্রমণের উত্তম সময়। আগের তুলনায় কক্সবাজারে এখন অনেকটাই উন্নত হয়েছে। সেখানে ভালো হোটেল হয়েছে এবং বীচগুলো অনেক সুন্দর করেছে। আপনি যদি একটু বেশি টাকা খরচ করেন তাহলে প্রাইভেট কিছু বীট আপনি ভাড়ায় নিতে পারেন। যেখান থেকে আসলে আপনার ক্লান্তি ভাব খুব সহজেই দূর হয়ে।
আমি ব্যক্তিগতভাবেই মনে করি জীবনে বেঁচে থাকতে গেলে যেমন পরিশ্রমের দরকার রয়েছে ঠিক তেমনিভাবে আমাদের নিজের রিফ্রেশমেন্ট কিংবা আনন্দের দরকার আছে। এর জন্য মাঝেমধ্যে এমন কিছু জায়গায় গিয়ে আপনার আবহাওয়া পরিবর্তন করা দরকার যেসব জায়গায় গিয়ে আপনি নিজস্বকে খুঁজে পাবেন, নিজস্ব সত্তাকে ভালোভাবে এনজয় করতে পারবেন। আপনারা কি কখনো কক্সবাজার ঘুরতে গিয়েছেন? তাহলে মন্ত্যবে লিখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।
Your post is manually
rewarded by the Steem-Bingo
Steem-Bingo, the prize pool
minimum 45 Steem Guaranteed for every draw
Come try our new game "Steem-Bingo" I will give you a free bingo ticket.“I want to play,” I will transfer 1 STEEM to you to play. If you win, it's your prize 💰
How to join, read here