ডাই: রঙিন কাগজ দিয়ে লাভ শেপের ব্যাগ তৈরি।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,২৬ মার্চ ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে তৈরি লাভ শেপের ব্যাগের ডাই পোস্ট। রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে এবং দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে লাভ শেপের ব্যাগ গুলো তৈরি করার পর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আশা করছি আপনাদের কাছে ও ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ ডাই পোস্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
প্রয়োজনীয় উপকরণ
ক্রমিক নম্বর | নাম |
---|---|
১ | রঙিন কাগজ |
২ | কাঁচি |
৩ | গাম |
৪ | পেন্সিল |
ধাপ-১
প্রথমে আমি নীল রঙের একটি কাগজ নিয়ে নিলাম। তারপর কাগজে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে U আকৃতির বড় করে একটি U লেখে নিলাম।
ধাপ-২
তারপর কাঁইচি দিয়ে কেটে কাগজটি খুলে নিলাম। একইভাবে সাদা রঙের একটি কাগজ কেটে নিলাম।
ধাপ-৩
এবার কাগজটি পুনরায় ভাঁজ দিয়ে দুইটি সমান করে দাগ দিয়ে নিলাম। তারপর দাগ অনুযায়ী কেটে নিলাম। এরপর দুইটি কাগজ একই রকম করে কেটে নিলাম।
ধাপ-৪
তারপর সাদা কাগজের মধ্যে নীল কাগজের এক পাশ ঢুকিয়ে দিলাম। একইভাবে অন্য কাটা অংশটি ও সাদা কাগজের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর সুন্দর ডিজাইন হয়ে গেল। মাঝখানে ছোট কোন জিনিস রাখার মত জায়গাও হয়ে গেল।
ধাপ-৫
এরপর ছোট বড় করে আট টি লাভ কেটে নিলাম।
ধাপ-৬
তারপর লাভ গুলো সাদা ঘর গুলোর মধ্যে গাম দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ-৭
এরপর সাদা ও নীল দুইটি কাগজ কেটে নিলাম চিকন সমান করে। তারপর পাই পিন এর মতো করে অল্প একটু সাদা কাগজ সাইডে রেখে নীল কাগজ লাগিয়ে দিলাম। এরপর হাতা টি লাভ শেপের ব্যাগের সাথে লাগিয়ে দিলাম।
ধাপ-৮
একই রকম করে আমি সাদা ও গোলাপি রঙের কাগজ দিয়ে আরেকটি ব্যাগ তৈরি করে নিলাম। এ ধরনের জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/statu/1904899922039890337?t=K1trdx0x1YTSGCUD77Jqjg&s=19
https://x.com/MstFatema137069/status/1904901426855453018?t=SHlsi9j3jvaEAKgQrjAPtg&s=19
https://x.com/MstFatema137069/status/1904901850094334349?t=0hKwylwABOo_UTvLgz3fUg&s=19
https://x.com/MstFatema137069/status/1904903010276221015?t=nRwlprFOPFagyak2gBgkYg&s=19
https://x.com/MstFatema137069/status/1904904213366530217?t=5WMzobWj_pT-gxC-BwkhuQ&s=19
https://x.com/MstFatema137069/status/1904906309985501413?t=Cg8Bx8bmqXfy3tgcP871Ww&s=19
https://x.com/MstFatema137069/status/1904906908831486459?t=C7dPI_9V5ydQTI0bfqk_qg&s=19
রঙিন কাগজ দিয়ে লাভ শেপের ব্যাগ তৈরি করেছেন।লাভ শেপের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে! রঙিন কাগজের কম্বিনেশন এবং ফোল্ডিং টেকনিক দেখে মুগ্ধ।আমিও একবার এরকম ব্যাগ বানিয়েছিলাম, কিন্তু ফোল্ডিংয়ে সমস্যা হয়েছিল। আপনার টিউটোরিয়াল দেখে আবার চেষ্টা করবো।এমন সৃজনশীল আইডিয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই আর লাভ শেপের জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর করে লাভ শেপের ব্যাগ তৈরি করেছেন। আপনার তৈরি করা ব্যাগ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারনে দেখতে বেশি ভালো লেগেছে।
হ্যাঁ আপু অনেক ধরনের কাগজ ব্যবহার করলে দেখতে বেশি ভালো লাগে।
আপনার তৈরি করা লাভ শেপের ব্যাগগুলো সত্যিই অসাধারণ হয়েছে! রঙিন কাগজের সুন্দর কম্বিনেশন আর নিখুঁত ফোল্ডিং টেকনিক দেখে অনেক ভালো লাগলো । এমন সৃজনশীল হাতের কাজ দেখতে সবসময় ভালো লাগে। ধাপে ধাপে সহজ ব্যাখ্যা দিয়েছেন দারুণ হয়েছে। ভবিষ্যতে আরও নতুন ক্রাফট শেয়ার করবেন আশা করি!
খুব সুন্দর ভাবে আপনার মতামত জানিয়েছেন আপু ধন্যবাদ।