সৃজনশীল জ্ঞান।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সৃজনশীল জ্ঞান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


silhouette-1632912_1280.jpg



লিংক

আসলে এই পৃথিবীতে যার ভিতরে যত সৃজনশীল জ্ঞান রয়েছে সে তত বেশি নতুন নতুন ধরনের জিনিসের আবিষ্কার করে থেকে প্রতিনিয়ত। অর্থাৎ একটা মানুষ একদম জন্মগত ভাবে কিন্তু এই সৃজনশীল জ্ঞান নিয়ে জন্মগ্রহণ কখনোই করে না। আসলে একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে শিক্ষা অর্জন করতে শুরু করে তখন তাদের ভিতরে যদি আমরা একবার এই সৃজনশীল জ্ঞান প্রবেশ করাতে পারি তাহলে কিন্তু তারা আস্তে আস্তে করে জীবনে বড় হতে থাকবে এবং তাদের এই সৃজনশীল জ্ঞান আরো বেশি বাড়াতে সক্ষম হবে। অর্থাৎ তাদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বপ্রথম দায়িত্ব কিন্তু আমাদের। আসলে একবার তারা যদি জীবনে সঠিক জ্ঞান অর্জন করার মজা নিতে পারে তখন থেকে কিন্তু তাদের জীবনের উন্নতি শুরু হয়।

আসলে অনেকে মনে করে যে ছোট অবস্থায় ভালো সৃজনশীল জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আসলে এটি মানুষের সব থেকে বড় একটি ভুল ধারণা। কেননা একটা শিশু হল একদম নরম মাটির মতো। আপনি এই শিশু অবস্থায় তাদেরকে যেসব জিনিসপত্র বোঝাবেন তারা কিন্তু সেই জিনিসগুলো তাদের মস্তিষ্কে গ্রহণ করে আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করবে। এছাড়াও আরেকটি বিষয় আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ আরো বেশি অনেক পাণ্ডিত্য দেখাতে শুরু করে। অর্থাৎ তারা নিজেরাও সঠিক জ্ঞান অর্জন করে না এবং তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এই সঠিক জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যেতে কোন ধরনের কোন সাহায্য মোটেও করে না। আসলে এই ভুলগুলো আমাদের ভেঙে ফেলতে হবে।

কেননা একটা মানুষের মধ্যে যখন সৃজনশীল জ্ঞান থাকবে তখন সে কোনটা ভালো এবং কোনটা মন্দ এই ধরনের পার্থক্যকে খুব দ্রুত ধরতে পারবে এবং জীবনে বড় হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতে পারবে। আসলে এই সৃজনশীল মানুষ গুলো কখনো কোন ধরনের সমস্যায় আটকে পড়ে না। আসলে এই সমস্যাগুলো আস্তে আস্তে তারা সমাধান করতে করতে একটা সময় একটা ভালো জায়গায় পৌঁছে যায়। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আপনার মধ্যে যদি সৃজনশীল জ্ঞান না থাকে তাহলে আপনি যদি কোন ধরনের বড় সমস্যায় পড়ে যান তাহলে সেই সমস্যা থেকে বের হতে গেলে আপনাকে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে এবং খুব দ্রুত আপনি সেই সমস্যার থেকে বের হতে পারবেন না।

আর এজন্য আমার মনে হয় যে একটা মানুষের জীবনে সৃজনশীল জ্ঞানের প্রয়োজন অনেক বেশি। এজন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের সাথে কথাবার্তা বলব এবং তাদের ভিতরে জ্ঞানগুলো নিজেদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। কেননা এই পৃথিবীতে একটা মানুষ কিন্তু সবকিছু কখনোই জানতে পারেনা। আর যারা জ্ঞানী লোক তারা কিন্তু জ্ঞানী মানুষের কাছ থেকে জ্ঞানের কথা শুনে সেগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারি এবং সৃজনশীল জ্ঞান প্রয়োগ করতে পারি তাহলে আমরা অন্যান্য উন্নয়নশীল দেশ অপেক্ষা সবসময় সামনের দিকে এগিয়ে থাকবো এবং নিজেদের দেশকে বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Your insights on the role of creative knowledge in human development are very insightful. In this rapidly changing era, we need new thinking and models to address new problems and challenges. For children, cultivating creativity from an early age and making it a tool for them is beneficial not only for individuals but also for society as a whole.