দেশের সম্পদ।

in আমার বাংলা ব্লগ27 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দেশের সম্পদ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17501822012424548243131242172091.jpg



সোর্স


আসলে আমরা যে দেশে বসবাস করি সেই দেশের প্রত্যেকটা সম্পদ যেমন আমাদের সকলের ঠিক তেমনি এই সম্পদ গুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। অনেকেই রয়েছে যারা সব সময় বিভিন্ন ধরনের সম্পদ নষ্ট করার চেষ্টা করে। আসলে তারা দেশের সম্পদ নষ্ট করলে কিন্তু তাদের যেমন ক্ষতি হবে ঠিক তেমনি আমাদেরও অনেক বেশি ক্ষতি হবে। কেননা দেশের সম্পদের প্রতি সকলের অধিকার রয়েছে এবং এগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। অর্থাৎ কেউ যদি আমাদের দেশের সম্পদ নষ্ট করতে চায় আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো এবং দরকার হলে তাদেরকে আমরা দেশ থেকে বের করে দেওয়ার অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।


যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশ হলো আমাদের মাতৃভূমি এবং এই দেশের প্রতি আমাদের যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আসলে আমরা যদি আমাদের প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু দেশ অবশ্যই উন্নতির দিকে এগিয়ে যাবে এবং দেশের মানুষগুলো বিভিন্ন ধরনের আধুনিক জীবন যাপন উপভোগ করতে পারবে। এই দেশের সম্পদ বৃদ্ধির জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে চেষ্টা করি যাতে করে আমাদের দেশ সম্পদের দিক থেকে অন্যান্য দেশ অপেক্ষা সবসময় এগিয়ে থাকে। আসলে যে দেশ সম্পদের দিক থেকে যত বেশি এগিয়ে সেই দেশ কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। আসলে যারা অনেক বেশি শক্তিশালী তাদের কাছে কিন্তু অন্যরা সবসময় মাথা নত করে থাকে।


আমরা তাই যে আমাদের দেশ পৃথিবীর সব দেশের থেকে সেরা হোক এবং এই দেশের সম্পদ যাতে ক্ষতি না হয় এজন্য আমরা প্রতিনিয়ত খেয়াল রাখার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই দেশের সম্পদ নষ্ট হলে যেমন দেশের ক্ষতি হয় ঠিক তেমনি এই সম্পত্তি তৈরি করতে যে কত মানুষের কত কষ্ট করতে হয়েছে তা কিন্তু যারা সম্পদ নষ্ট করে তারা কিন্তু কখনো বোঝার চেষ্টা করে না। দেশের সম্পদ যেন নষ্ট করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না বরং তারা হলো দেশের সবথেকে চরম শত্রু। আর যে দেশে এই ধরনের শত্রুর সংখ্যা সব থেকে বেশি সেই দেশ সব সময় অন্যান্য উন্নত দেশ অপেক্ষা পিছিয়ে থাকে। এজন্য এই শত্রু গুলোকে চিহ্নিত করে আগে দেশ থেকে বের করতে হবে।


আর এভাবে যদি আমরা আমাদের নিজেদের দেশ থেকে এই শত্রু গুলো বের করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের সম্পদ আর নষ্ট হবে না এবং আমরা আমাদের এই সম্পদ গুলোকে আরো বাড়িয়ে তুলতে পারব। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই দেশ যেহেতু আমার আপনার সবার তাই এই দেশের সম্পদ বাড়িয়ে তোলার জন্য আমাদের সকলের অবশ্যই চেষ্টা করতে হবে এবং আমরা যদি এইভাবে চেষ্টা করে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের দেশকে অবশ্যই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং অন্যান্য দেশের মতো আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আসলে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রত্যেকটা সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Absolutely @nilaymajumder! This is a powerful and important message about protecting your nation's resources. I appreciate how you highlight the individual responsibility we all share in safeguarding our country's assets and standing up against those who would damage them. Your passion for your মাতৃভূমি shines through, and it's inspiring! The image you shared beautifully complements your words. Readers, what steps do you take to protect your country's resources? Share your thoughts and experiences with @nilaymajumder in the comments below! Let's discuss how we can all contribute to a better future.