স্বপ্ন।

in আমার বাংলা ব্লগ3 months ago

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17375285527918542777801511171901.jpg


সোর্স


"স্বপ্ন" শব্দটি কয়েক সেকেন্ডের মধ্যে অনেক সহজেই উচ্চারণ করা যায়। কিন্তু এই শব্দের ব্যাখ্যা অনেক বড় আর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের পাওয়া যায়। স্বপ্ন আসলে অনেক রকমের হয়ে থাকে। যেমন দুঃস্বপ্ন, ভালো স্বপ্ন এবং কোন কিছু পাওয়ার বা অর্জন করার স্বপ্ন আর সেটা হলো দিবা স্বপ্ন। আসলে মানুষ শুধুমাত্র যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে এমনটা তো নয়, অনেক মানুষ আছে জেগেও স্বপ্ন দেখে। যারা জেগে স্বপ্ন দেখে তারা আশা করে যে তাদের স্বপ্নগুলো কার্যকর হোক। সহজ ভাষায় বলা যায় জেগে স্বপ্ন তারাই দেখে যারা কোন কিছু অর্জন করার চেষ্টা করে। যেমন, যাদের ঘর বাড়ি নেই তারা স্বপ্ন দেখে নিজের একটা বাড়ি হোক, যাদের চাকরি নেই তারা হয়তো স্বপ্ন দেখে যে তাদের একটা চাকরি হবে তারপর তারা ভালো করে সুখে শান্তিতে সংসার করবে। কিছু কিছু মেয়েদেরও যেমন স্বপ্ন থাকে তাদের যে স্বামী হবে সে তাদের খুব ভালবাসবে এবং তাদের মনের অবস্থা বুঝবে, মেয়েরাও স্বপ্ন দেখে যে তারা নিজে কিছু করবে অর্থ উপার্জন করে পরিবারের পাশে থাকবে। আসলে স্বপ্ন যে শুধু মাত্র ঘুমিয়েই দেখা যায় এমনটা নয় জেগে থেকেও অনেক মানুষ তার জীবনের পূরণ না হওয়া কিছু আশা আকাঙ্ক্ষা নিয়েও স্বপ্ন দেখে থাকে।


আবার এই অপূরণ হওয়া আশা-আকাঙ্ক্ষা নিয়েই রাতে ঘুমানোর সময়ও মানুষ স্বপ্ন দেখে থাকে। কারণ মানুষের এই ইচ্ছা আশা-আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। তাই অনেক সময় আমরা আমাদের সুপ্ত মনের বাসনা স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবং অনেক সময় এই স্বপ্নের মধ্যে দিয়েই আমরা আমাদের বাস্তবে না পূরণ হতে পারা ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আবার অনেক সময় এমন হয় যে আমরা সারাদিন যেসব কাজকর্ম করি বা যাদের সাথে মেলামেশা করি কথাবার্তা বলি এই সবের মধ্যেই যে কাজগুলো আমাদের মনের উপর প্রভাব পড়ে সেগুলো আমরা স্বপ্নে দেখি। তবে এইসব স্বপ্নের খুব একটা গুরুত্ব নেই, বা এসব স্বপ্ন আমাদের জীবনে খুব একটা প্রভাব ফেলে না। তবে কিছু কিছু স্বপ্ন এমন হয়ে থাকে যে সেই সব স্বপ্ন আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে যায়। আমি শুনেছি এমন কিছু স্বপ্ন থাকে যা আমাদের ভবিষ্যতে ঘটবে এমন কিছু ভালো বা খারাপ ঘটনার পূর্বাভাস দিয়ে যায়। আর এইসব পূর্বাভাস অনেক সময় ভবিষ্যতে সত্যিই ঘটে থাকে। আবার কিছু কিছু সময় দেখা যায় এইসব স্বপ্ন কার্যকর হয় না। তবে বড়দের মুখে শুনেছি পূর্ব দিকে ফিরে অথবা দক্ষিণ দিকে ঘুরে শুয়ে যদি স্বপ্ন দেখা হয়,


তাহলে সেই স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা থাকে, তার মধ্য আবার সময়ের ব্যাপার থাকে মানে রাতের কোন সময় স্বপ্নটা দেখা হয়েছে তার ওপরেও স্বপ্ন সত্যি হবে কিনা সেটা নির্ভর করে। তবে শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখনকার সময়ে সবার চিন্তাধারা আধুনিক হয়ে গেছে তাই অনেকেই এসব কথা বিশ্বাস করে না কারন তারা বৈজ্ঞানিক ব্যাখ্যা পায় না এসব ব্যাপারে, তাও কিছু কিছু মানুষ বিশ্বাস করে যে সব জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সেই সব জিনিসের আধ্যাত্মিক কোন না কোন কারণ থাকতে পারে যা আমরা বুঝি না। তবে এখনকার সময়ে অনেকেই এই স্বপ্নের ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। এই স্বপ্ন আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। স্বপ্ন দেখার কারণে নাকি আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে, এবং চিন্তাভাবনা প্রখর হয়। অনেকেই বিশ্বাস করে যে স্বপ্ন আমাদের কোন না কোন ইঙ্গিত দিয়ে থাকে। আমরা যখন কোন বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করি তখন আমরা সেই বিষয় নিয়ে খারাপ স্বপ্ন দেখতে পারি। তাছাড়াও সারাদিন সব সময় বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করতে থাকলে রাতে খারাপ স্বপ্ন দেখার সম্ভাবনা বেড়ে যায়।


আর যদি সারাদিন ভালো ভালো চিন্তা-ভাবনা করি এবং ভালোভাবে আনন্দের মধ্য দিয়ে দিনটা কাটাই তাহলে আমাদের ভালো স্বপ্ন আসে রাতে ঘুমের মধ্যে। তবে অনেক সময় আমরা ঘুম থেকে উঠে সকালে মনে করতে পারি না বা ভুলে যাই রাতে কি স্বপ্ন দেখেছি। আবার অনেক ক্ষেত্রে হালকা হালকা মনে থাকে যা আমরা গুছিয়ে বলতে পারি না। তবে অনেকের মুখে শুনেছি এবং আমিও এটা বাস্তবে অভিজ্ঞতা অর্জন করেছি যে, আমরা অনেক সময় স্বপ্নে যেটা দেখি আর বাস্তবে যেটা ঘটে তার মধ্যে গুলিয়ে ফেলি যে এটা আমি স্বপ্নে দেখেছি না বাস্তবে হয়েছে। মানে কিছু কথা বা কিছু ঘটনা এমনভাবে ঘটে যে সেটা বোঝাই যায় না যে সেটা বাস্তবে ঘটেছিল নাকি আমরা স্বপ্নে দেখেছি। এমন সময় ওই বিষয় নিয়ে আমাদের যে কোন সিদ্ধান্ত নেওয়া বা ওই বিষয়ে বুঝে ওঠা খুবই কষ্টকর হয়ে ওঠে। তবে আমরা যদি সব সময় ভালো চিন্তা করি এবং ভালো থাকার চেষ্টা করি হাসি খুশি থাকি তাহলে রাতেও ভালো স্বপ্ন দেখা সম্ভব। আমরা যেমন জীবনযাপন করি আমাদের স্বপ্ন ঠিক তার প্রতিফলন ঘটায়। তাই আমাদের ভালোভাবে জীবন যাপন করতে হবে।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 3 months ago 

1000026624.jpg

1000026625.jpg

1000026626.jpg

 3 months ago 

আপু আপনি খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। ঠিক বলেছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা স্বপ্ন শব্দটা উচ্চারণ করে নেই। কিন্তু এর গভীরতা অনেক। স্বপ্ন অনেক ভাবে দেখা যায়। ঘুমিয়ে যেমন স্বপ্ন দেখা যায় তেমনি কল্পনার মাধ্যমেও জেগে জেগে স্বপ্ন দেখা যায়। অনেক সময় আমরা চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটতে দেখি যা স্বপ্ন নাকি বাস্তব তা বুঝে উঠতে পারি না। আমরা সারাদিন ভালো কাজ করলে অনেক সময় তা স্বপ্নের মাধ্যমে ধরা দেয়। তারজন্য আমাদের উচিত ভালো জীবনযাপন করা তাহলেই স্বপ্নটাকেও ভালো ভাবে উপভোগ করা যাবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।