জেনারেল রাইটিং: || বিপদে বন্ধুর পরিচয় ||
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং বিপদে বন্ধুর পরিচয় ব্লগ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
♥️ক্যানভা অ্যাপস দ্বারা তৈরি করা হয়েছে♥️
বিপদের বন্ধুই আসল, আমি বন্ধুত্বকে দেখি অক্সিজেনের মতো। বন্ধু শব্দটি যতই ছোট হোক না কেন, এর কিন্তু গভীরতা অনেক বেশি। এই শব্দের মাঝে যেন মিশে আছে সহজ-সরল অনুভূতি, বিশ্বস্ততা, বিশ্বাস আর নির্ভরতার মায়া। শৈশব থেকে বৃদ্ধকাল-জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে এখনো সময় বন্ধু তৈরি হতে পারে। আমার কাছে মনে হয় , বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না। একে সংজ্ঞা দিয়ে বোঝানো যাবে না। বন্ধু মানে শুধু আড্ডা দেয়া, খেলা করা, খেল তামাশা করা নয়। বন্ধু মানে বিশ্বাস, বন্ধু মানে একে অপরের খুশিতে খুশি হওয়া। বন্ধু মানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমার জীবনের বন্ধুত্বের গুরুত্ব ঠিক কতটুকু তা আমি আপনাদেরকে বলে বা বুঝিয়ে শেষ করতে পারবো না। আমি বন্ধুত্বকে দেখি অক্সিজেনের মত। যে গোপন কথা আমি কাউকে বলতে পারব না, সেই গোপন কথাটাই নিশ্চিন্তে বন্ধুকে বলা যাবে। অক্সিজেন ছাড়া যেমন বাঁচা যায় না, ঠিক তেমনি বন্ধু ছাড়াও হয়তো বাঁচা যায় না এটা আমার নিজের ধারণা। আমি পরিবারের বাইরে যে মানুষটির সাথে দিনে বেশিরভাগ সময় ব্যয় করি,সে আর কেউ না, সে হলো আমার বন্ধু। তাই আমার জীবনে বা আপনাদের সবার জীবনে একটি গুরুত্বপূর্ণ মানুষ হলো বন্ধু। তাইতো প্রচলিত প্রবাদ আছে বিপদে বন্ধুর পরিচয়। আসলেও তাই।
আসলে আমরা একদিন সবাই মিলে আমাদের টঙ্গে বসে গল্প করছিলাম। এটা প্রায় কয়েক বছর আগের কথা। আমি তখন ছোট ছিলাম। সেখানে বসে গল্প করতে করতে এক সময় এক বড় ভাই বলে উঠলো যে চলো আমরা সবাই মিলে নদীতে গোসল করতে যাব। নদীটি আমাদের বাসা থেকে ১-২ কিলোমিটার পূর্বে অবস্থিত। তাই আমরা সবাই একসাথে বললাম যে চলো নদীতে গোসল করতে যাব। এই কথা বলে আমরা নদীতে গোসল করার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কিছুক্ষণের মধ্যে নদীতে পৌঁছেও গেলাম। যেহেতু আমি তখন ছোট ছিলাম, তাই আমার এক প্রতিবেশী বড় ভাই আমাকে বলতেছে যে, তুমি সাঁতার জানো। তখন আমি বললাম যে হ্যাঁ হালকা পাতলা সাঁতার পারি। তারপর ওই ভাই আমাকে বলল যে তারপরও তুমি বেশি গভীরে গোসল করতে যাবা না। এরপর আমি বললাম যে ঠিক আছে। বেশ কিছুক্ষণ ধরে আমরা সবাই গোসল করতেছিলাম। হঠাৎ আমি কখন যে গভীরে চলে যাই তা আমি নিজেও বুঝতে পারিনি। তখন আমি বলি যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময় সব বড় ভাইয়েরা সবাই হালি হালি খেলতেছিল। তারা কেউ আমার কথা শোনেনি। ওই সময় আমার বন্ধু আমার কথা শুনে সে আমাকে বাঁচায়। তাঁরপর আমার বন্ধু আমাকে নদীর পাড়ে নিয়ে যায়। আমার ওই বন্ধুটা বেশ বড় ছিল সে খুব ভালো সাঁতার কাঁটতে পারতো। সে যদি ঐদিন আমাকে না বাঁচাতো আজ হয়তো আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারতাম না।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। ওই সময় আপনার বন্ধু যদি আপনার নদীর পাড়ে না নিয়ে আসতো তাহলে খারাপ কিছু ঘটলেও করতে পারতো। এমন বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক।
এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমিও ভাই আপনার সাথে একমত যে বিপদে বন্ধুর পরিচয়। বিপদ আসলে বন্ধুকে চেনা যায়। সুখের দিনে তো কত বন্ধু আশেপাশে ঘুরঘুর করে। কিন্তু দুঃখের দিনে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর কমেন্ট করার জন্য।
X-promotion
ডেইলি টাস্ক প্রুফ: