স্বরচিত কবিতা "বন্ধুর বিদায়ের গাঁথা" ||

in আমার বাংলা ব্লগyesterday
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "বন্ধুর বিদায়ের গাঁথা "।

1000032893.jpg

কবিতার পিছনের গল্প

"বন্ধুর বিদায়ের গাঁথা" কবিতাটি আমার, একজন মানুষের অভ্যন্তরীণ কষ্ট, সুখ, এবং বন্ধুত্বের শক্তির প্রতিফলন। এটি লিখেছি আমার প্রিয় বন্ধু বিশালের জন্য, যে আমার সাথে অনেক সময় কাটিয়েছে, আমাদের হাসি, দুঃখ, সুখ, গাঁথা। যখন সে বিদেশে পড়াশোনার জন্য চলে যায়, তখন তার বিদায় আমাকে এক গভীর বেদনা দিয়েছিল, তবে সেই বেদনার মধ্যে আমি জানি, তার নতুন যাত্রা তার ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

আমি বুঝতে পারি, বন্ধুত্ব শুধু শারীরিক উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের সম্পর্কের আসল শক্তি হলো একে অপরের মধ্যে যে অদৃশ্য বন্ধন, সেটি কখনো ভাঙবে না, কোন দূরত্বেও ক্ষীণ হবে না। কবিতাটিতে আমি তার স্মৃতির মধ্যে ডুবতে ডুবতে জানিয়ে দিয়েছি যে, বন্ধু যতই দূরে চলে যাক না কেন, তার সাথে আমার সম্পর্ক চিরকাল অটুট থাকবে।

বিশাল, তোমার সাফল্য, তোমার পথ, সবকিছু তোমার ভালো থাকুক। আমি জানি, একদিন তুমি ফিরবে এবং আমরা আবার পুরনো স্মৃতিগুলোর কথা স্মরণ করে হাসব, তবে সেই দিন পর্যন্ত আমার হৃদয়ে তোমার জন্য এক অদৃশ্য স্থানে তুমি থাকবেই।


1000032902.jpg

"বন্ধুর বিদায়ের গাঁথা"
আল হিদায়াতুল শিপু

বিশাল, তুমি যখন চলে গেলে, এক নতুন পথে,
আমার হৃদয় কাঁদে, তোমার স্মৃতিতে ডুবে।
একই আকাশের নীচে, এক সাথেই হেসেছিলাম,
কিন্তু আজ, দূরে তুমি, আমি একা, নিঃশব্দে।

ঢাকার উঁচু বিল্ডিং আর ব্যস্ত রাস্তা,
যতই চলি, তোমার কথা সবখানে বাসা বাঁধে।
স্মৃতির চিহ্ন, সেই দিনের হাসি,
তুমি ছিলে পাশে, সব কিছু ছিল এক ফালি সুখ।

তবে জানি, তোমার জন্য নতুন স্বপ্নের শুরু,
ভারতের বুকে তুমি ছড়িয়ে পড়বে জ্ঞান-আলো।
তোমার দূরে যাওয়া, আমার কাছে বেদনার মতো,
কিন্তু সুখেরও, কারণ তুমি যাচ্ছ এক নতুন দিগন্তের দিকে।

বিশাল, তুমি যেখানে থাকো, একসাথে থাকবো না,
তবে মনের মাঝে এক বন্ধন, যা অটুট, দৃঢ়, অবিচল।
তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপে শুভেচ্ছা,
শ্রেষ্ঠতা তোমার সঙ্গী হোক, সুখ ও শান্তির ছায়ায়।

বন্ধুত্বের রং কখনো মলিন হয় না,
কষ্টের ভেতরেও মিষ্টি স্মৃতির পাতা খোলে।
তুমি যে দূরে, তাও কিছু না,
আমাদের সম্পর্ক কখনো ভাঙবে না, কখনো ফুরাবে না।

বিশাল, তোমার প্রেরণা, তোমার পথ,
আমি জানি, তুমি একদিন ফিরবে—
তারপর আবার আমরা হাসবো, বলবো পুরনো কথা,
বন্ধুত্বের বন্ধন শক্ত থাকবে, চিরকাল।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 hours ago 

আসলে বন্ধুত্বের বন্ধন কখনোই ছিন্ন হয় না যদি সেভাবে বন্ধুত্ব স্থাপন করা যায়। আপনার কবিতার লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে এবং মনে করে দিয়েছে আমার বন্ধুত্বের সেই স্মৃতিগুলো। যেখানে আজও নিজের বন্ধুদের সাথে সে সম্পর্ক বজায় রেখে চলেছি। খুবই ভালো লাগলো সুন্দর ভাবে লিখতে দেখে।

 4 hours ago 

বাহ আপনি তো অসাধারণ একটি কবিতা লিখেছেন।বন্ধুর বিদায়ের গাঁথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার বন্ধু বিশালের জন্য চমৎকার কবিতা লিখেছেন। আসলে বন্ধুত্ব এমন যেটি বলে শেষ করা যাবে না। তবে আপনার কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়।