ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো নতুন কিছু নয়। কারণ আমাদের চারপাশে বেশিরভাগ এমন মানুষ রয়েছে, যারা নিজের কাজ খুব কম করে কিংবা নিজের কাজ না করে শুধুমাত্র অন্যের ভালোর জন্য কাজ করে যায়। অন্যের ভালো করা খুব ভালো কিংবা অন্যের ভালো চাওয়াটাও খুব ভালো। কিন্তু অন্যের ভালো করতে করতে যদি নিজের ভালোটাই ভুলে যাই কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো না করি। সে ক্ষেত্রে কিন্তু সেটা মোটেও কিছু নয়।

বিশেষ করে আমাদের পরিবারে কোনো না কোনো এমন এক ভালো মানুষ থাকবে, যে সব সময় অন্যের ভালো করে বেড়াবে। কিন্তু এদিকে নিজের ক্ষতি করবে। অর্থাৎ ধরুন নিজের প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার মাধ্যমে যেখানে তার নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করা উচিত সেখানে সে তার পরিবার, তার ক্যারিয়ার, তার ভবিষ্যৎ সবকিছু জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র অন্যের জন্য কলুর বলদ এর মতোন কাজ করে যাবে এবং দিনশেষে তার পাওয়ার খাতা একেবারে শূন্য।

তাই ঘরের খেয়ে অন্যের মোষ তাড়ানো অর্থাৎ এটা একটা বাগধারা। অর্থাৎ নিজের কাজ এর চেয়ে অন্য কাজে বেশি গুরুত্ব দেওয়া এবং নিজের ঘরে আগে ভালো না দেখে, অন্য এর ঘরের ভালো দেখা আমাদের অবশ্যই কমানো উচিত কারণ এতে আমাদের নিজেদের লাইফ ইনসিকিউর হয়ে যায়। আমি বারবার ও বলছি, নিজের ভালো চাওয়া ভালো। অন্যের ভালো চাওয়াও ঠিক ততোটাই ভালো। কিন্তু সব সময় শুধুমাত্র অন্যের জন্য করে গেলেই কিন্তু হবে না। মাঝেমধ্যে নিজের ঘরের খেয়ে নিজের ঘরের জন্যও কাজ করা উচিত। এতে করে আমাদের নিজেদের জীবন যেমন সুন্দর হবে, ঠিক তেমনটাই আমরা অন্যদের জীবন সুন্দর করেও তৃপ্তি পাবো। কারণ আমাদের মন, আমাদের লাইফ, আমাদের ক্যারিয়ার যখন ভালো থাকবে। তখন দেখবেন আর ১০ জন মানুষকেও আমরা আরো ভালোভাবে এবং ভালো মনে ভালো রাখতে পারছি।

ABB.gif

Sort:  
 14 days ago 

এটা একটা বাগধারা। আর এর অর্থ হলো নিজের প্রতি না দেখে অন্যের ভালো করা। আমি মনে করি এটা মূর্খতার কাজ। আমি মানছি অন্যের উপকার করা অন্যের ভালো চাওয়া সেটা নিতান্তই ভালো কাজ। কিন্তু তাতে যদি নিজের ক্ষতি হয়ে যায় সেটা আরেক প্রকারের বোকামি কাজ। এরকম লোক গুলো জীবনের এক পর্যায়ে গিয়ে অনেক খারাপ পর্যায়ে অবস্থান করে আর্থিকভাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্যের ভালো করার পাশাপাশি আমাদের নিজেদের দিকটাও খেয়াল রাখতে হবে। সঠিক বলেছেন আপনি আমাদের নিজের ক্যারিয়ার ঠিক থাকলে অন্য মানুষদের কেও আমরা ঠিক রাখতে পারবো।