DIY - এসো নিজে করি : একটি মাছের মান্ডালা আর্ট || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি মাছের মান্ডালা আর্ট করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- মোম রং
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল কাটার দিয়ে ছোট-বড় অনেকগুলো বৃত্ত আর্ট করলাম।
এরপর বৃত্তের মাঝখানে একটি মাছের চিত্রাংকন করলাম।
এরপর মাছের লেজ পাখা সহ আরো অন্যান্য যেসব জিনিস গুলো থাকে সব গুলো আর্ট করলাম।
এরপর শুরু করলাম বৃত্তের ভিতর ডিজাইন করা। আমি মার্কার পেন দিয়ে প্রথমে প্রথম বৃত্তটি সম্পন্ন কালো রং করেছি। এরপর শুরু করলাম অন্যান্য ডিজাইন করা এক একটা ধাপে একেক ধরনের ডিজাইন করেছি যাতে দেখতে সুন্দর লাগে।
এরপর ডিজাইন করতে করতে বৃত্তের সবগুলো অংশের ডিজাইন করলাম।
এরপর মাছের লেজ এবং পাখনা গুলির মধ্যে ডিজাইন করলাম।
এবার মাছের শরীরের মধ্যে কমলা এবং লাল রং এর সংমিশ্রণে রং করলাম যাতে মাছের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আর এভাবে আমি আমার চিত্রাংকন টি সম্পন্ন করেছি।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 27 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
ওয়াও আপনার মাছের মান্ডালা আর্ট দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে আর্ট করেছেন যে আমার কিছু বলার ভাষা নেই। খুবই সুন্দর করে আপনি ধাপগুলো উপস্থাপন করেছেন। আপনার ধাপগুলো দেখে সবাই খুব সহজেই আর্টি করতে পারবে। এত সুন্দর একটা আর্ট মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।
আপু আপনি নিজে অনেক ভালো মান্ডালা আর্ট করেন। আর আপনি আমার এই আর্ট এর এত প্রশংসা করছেন আমি সত্যিই এর জন্য অনেক কৃতজ্ঞ। আমি সবসময় চেষ্টা করব সুন্দরভাবে ধাপগুলো উপস্থাপনের মাধ্যমে আপনাদের সাথে আর্ট গুলো শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে পরিষ্কার এবং সুন্দর বিবরণ আছে🙏🏻
অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কাজে আমি 100 তে 100 দেবো আপু। এত সুন্দর হাতের কাজ যা আমার খুবই ভালো লেগেছ। আপনি একটি মাছের ম্যান্ডেলা অঙ্কন করেছেন। আসলে ম্যান্ডেলা টি দেখার মত ছিল। এত সুন্দর হাতের কাজ প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং মাছটি খুব সুন্দর করে আপনি অঙ্কন করেছেন এবং আমার অনেক ভালো লেগেছে আমি বারবার তাকিয়েছিলাম। এত দক্ষতা নিয়ে আপনি কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। আমার অনেক ভালো লেগেছে
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সত্যিই অনেক অনুপ্রাণিত হই আপনার কমেন্টগুলো পড়ে। আবারো অনেক ধন্যবাদ ভাইয়া একটি কমেন্টের মাধ্যমে এত প্রশংসা করার জন্য আমার আর্ট এর। আমার কাছে আপনার পোস্ট গুলো ও অনেক ভালো লাগে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।
খুবই চমৎকার হয়েছে আপনার মাছের ম্যান্ডেলাআর্টটি আপু।আপনার আর্টগুলো এমনিতেই সব সময় অনেক সুন্দর আজকেরটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে। ডিজাইন গুলো ছোট ছোট করে কত নিখুঁত করে করেছেন দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু। আমি আপনার কাজের অনেক ভক্ত আর আপনি আমার প্রশংসা করছেন এটি সত্যি আমার কাছে অনেক কিছু। অনেক কৃতজ্ঞ রইলাম আপনার কাছে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল আপু। আশা করছি এভাবেই সব সময় পাশে থাকবেন।
মাছের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দরভাবে করেছেন। আপনার ম্যান্ডেলা আটটি অনেক অবাক হয়ে দেখছিলাম। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ওয়াও আপু আপনার মাছের মান্ডালা আর্ট টি অসম্ভব সুন্দর হয়েছে ।আপনি এতো সুন্দর করে কি করে আর্ট করেন তাই আমি ভেবে পাইনা ।আপনি খুব ভালো আর্ট করতে পারেন তা আমি আগে থেকেই জানি। এর আগে অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করেছেন সেগুলো দেখেছি এবং সেগুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার প্রত্যেকটি পোস্ট দেখার জন্য। আর এত সুন্দর একটি কমেন্ট করার জন্য ও অনেক ধন্যবাদ। আমার আর্ট গুলোর এত সুন্দর সুন্দর প্রশংসা গুলো কোথায় রাখি আপু বলেন তো? এভাবেই সব সময় পাশে থাকবেন ভালো কমেন্ট গুলো নিয়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
একটি মাছের ম্যান্ডেলা চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপু আপনার মাছের ম্যান্ডেলার আর্টটি এত চমৎকার হয়েছে যে বলে বোঝানো যাবে না। আমি আপনার আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি। আপনি এত নিখুত ভাবে আর্টটি করেছেন যে মনে হচ্ছে না এটি একটি আর্ট। খুবই চমৎকার লাগছে আপনার আর্টটি।
অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন আমিও যাতে সব সময় আমার আর্ট গুলোর মাধ্যমে আপনাদেরকে মুগ্ধ করে যেতে পারি। আর এভাবেই ভালো কমেন্ট গুলো নিয়ে আমার পাশে থাকবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
মাশাআল্লাহ আপু 😍😍
কি ভাবে যে এতো সুন্দর করে আর্ট করেন। আপনার প্রতিটি আর্ট অসাধারণ হয় আপু।আজকের মাছের মান্ডালা আর্ট এক কথায় দারুণ হয়েছে আপু। খুব ধৈর্য ও দক্ষতার সাথে আর্টটি করেছেন আপু।
আপনার জন্য শুভকামনা ও দুআ রইলো।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর কমেন্টের জন্য। দোয়া করবেন যাতে সব সময় এই অসাধারন আর্ট গুলো আপনাদের উপহার দিতে পারি। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।
আপু আমি সব সময় অপেক্ষায় থাকি কবে আমি আপনার আর একটি আর্ট দেখতে পারবো। আসলে আপনার প্রতিটি আর্টটি অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে। যার কারনেই আসলে আমি অপেক্ষা করি। আজকের আর্টটিও অনেক বেশি সুন্দর হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে আমিও আজকে মান্ডালা এঁকেছি। তবে আপনার মতো করে অর্থাৎ সম্পূর্ণ মান্ডালা আঁকিনি, মান্ডালার সাথে অন্য কিছু ছিলো।
অনেক ধন্যবাদ আপু। আর আমিও আমার আর্ট গুলোর মধ্যে আপনার কমেন্টের অপেক্ষায় থাকি। অনেক ধন্যবাদ আপু প্রত্যেকবার এত সুন্দর কমেন্ট গুলোর মধ্যে দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য। সত্যি আপনাদের প্রশংসা গুলো পেলে মন অনেক ভালো হয়ে যায়। আমার কাজ করার তাগিদ আরো বেড়ে যায়। জ্বি আপু আমি আপনার আর্ট টি দেখেছি। অসাধারণ হয়েছে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।