জাস্ট অসাধারণ হয়েছে কবিতাটি দাদা।সত্যিই এই জগৎকে মনের অনুভূতির চোখ দিয়ে দেখতে হবে তাহলে গভীর ভাবনাগুলো প্রতিফলিত হবে।সবকিছুর শুরু থেকে শেষ আছে,আছে ধ্বংসের প্রতিচ্ছবি।আপনি কত সুন্দর করে গাছের ছায়া,নদীর ঢেউ এবং ধোঁয়ার স্ফুলিঙ্গ এর সঙ্গে মানুষের সমগ্র জীবন সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।যা বাস্তব সত্য কিন্তু আমাদের চোখে শুধু আকাশ রং বদলায় কিন্তু পরিবর্তন হয় না।তেমনি মানুষ পরিবর্তন হয় কিন্তু রং বদল হয় না।ধন্যবাদ দাদা।