You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৭৬ [ তারিখ : ০৩-১১-২০২৪ ]

in আমার বাংলা ব্লগ19 days ago

আমার বাংলা ব্লগ এ আজকের ফিচারড আর্টিকেল এ হাইলাইট হওয়ার জন্য শেলী আপুকে অনেক অভিনন্দন। এটা নিশ্চিত উনাকে আরো ভাল লিখতে অনুপ্রেরণা যোগাবে। অন্য ব্লগারদের জন্যও এটা অনুপ্রেরণাদায়ক। ভাল লিখলে, অন্যেরাও এখানে ফিচারড হতে পারেন।


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

সারা বিশ্বে প্রতিদিন ৬০০০ এর বেশী লোক ভাইরাল হেপাটাইটিসে (Viral hepatitis) আক্রান্ত হয় এবং প্রতিদিন প্রায় ৩৫০০ মত লোক ভাইরাল হেপাটাইটিসে মারা যায়। যারা হেপাটাইটিসে মারা যায়, দেখা যায় যে, তাদের মধ্যে শতকরা ৮৩ ভাগ হেপাটাইটিস বি ভাইরাসে (Hepatitis B virus) এবং শতকার ১৭ ভাগ হেপাটাইটিস সি ভাইরাসে (Hepatitis C virus) আক্রান্ত ছিল। এই দুইটা ভাইরাসেই আক্রান্ত হলে অনেক সময় বড় ধরণের কোন লক্ষণ দেখা দেয় না, বিধায় প্রাথমিক অবস্থায় রোগটা ধরা পড়ে না। যতক্ষণে ধরা পড়ে, ততক্ষণে অনেক দেরী হয়ে যায়!