জীবনের আসল উদ্দেশ্য

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


life-1426255_1280.webp



লিংক

আসলে আমাদের জীবনে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য অনুযায়ী মানুষ সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন। আসলে জীবনে যদি কোন উদ্দেশ্য না থাকে তাহলে সেই মানুষ জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না। আসলে মানুষ হিসেবে এই পৃথিবীতে অনেক দায়িত্ব কর্তব্য থাকে। কিন্তু দায়িত্ব কর্তব্যের বাইরে তাদের সেই গন্তব্য স্থানে পৌঁছে যেতে হয়। সবাই কিন্তু তাদের গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারে না। মানুষের এই গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে হয়। কারো জীবন অনেক কষ্টের ভিতর দিয়ে কেটে যায়। কিন্তু যতই কষ্টের ভিতর দিয়ে কেটে যাক না কেন তারা কিন্তু তাদের উদ্দেশ্য সব সময় ঠিক রাখার চেষ্টা করে। আসলে মানুষ তাদের অবস্থান ভেদে এই জীবনের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্য এক এক ধরনের সমস্যার সম্মুখীন হয়।


কেননা এই পৃথিবীতে সবাই কিন্তু ভালো পরিবারে জন্মগ্রহণ করে না। অর্থাৎ তাদের একটু পরিবারের আর্থিক অবস্থা ভালো থাকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার জন্য বাইরে তেমন একটা নজর দিতে হয় না। তবুও এদের ভিতরে অনেকে আছে যাদের অর্থ সম্পদে প্রাচুর্য থাকলেও তারা কিন্তু কখনোই তাদের গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারে না। আসলে যারা জীবনটাকে আরাম-আয়েশের মধ্য দিয়ে কাটাতে চেষ্টা করে তাদের জন্য সামনে অনেক বড় দুঃখ কষ্ট থাকে। আসলে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছি যে যাদের জীবনের দুঃখ কষ্ট বেশি থাকে তারা কিন্তু তত বেশি কঠোর পরিশ্রম করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের চিন্তাভাবনা আলাদা থাকে। আর যারা কষ্টের মাধ্যমে তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে তারা কিন্তু কখনো জীবনে কষ্ট পায় না।


আসলে সারা জীবনের পরিশ্রমের পর যখন জীবনে উন্নতি লাভ করা যায় তখন সকল দুঃখ কষ্ট নিমিষেই ভুলে গিয়ে নিজেদের পরিবারকে নিয়ে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করা যায়। যে জিনিসটা কষ্টের মাধ্যমে অর্জন করা যায় সেই জিনিসটার গুরুত্ব আমাদের সকলের জীবনের আনন্দ নিয়ে আসে। আসলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি যে যারা ধনী পরিবারের জন্মগ্রহণ করে সময় নষ্ট করে এবং তাদের জীবনের কোন উদ্দেশ্য থাকে না তাহলে তাদের পরবর্তী জীবনটাতে অনেক বেশি দুঃখ কষ্টের ভিতর দিয়ে কাটাতে হয়। এই প্রসঙ্গে আমরা বিভিন্ন মনীষীর কথা স্মরণ করতে পারি যারা তাদের জীবনটা অনেক বেশি দুঃখের মধ্য দিয়ে কাটলেও তারা তাদের আসল উদ্দেশ্যে পৌঁছে যেতে পেরেছিল। আর সেই সব ব্যক্তিদের কথা বর্তমানের প্রজন্মরা এখনো মনে রাখে।


আর এজন্য আমরা জীবনে যত বাঁধা এবং বিপত্তির সম্মুখীন আসুক না কেন আমরা আমাদের উদ্দেশ্য টাকে আগে সঠিক রাখতে হবে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা যদি সবসময় ভুল হয় তাহলে আমরা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারব না। এছাড়াও কোন খারাপ উপায় অবলম্বন করে যদি আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করি তাহলে হয়তোবা সেই উদ্দেশ্যটা আমাদের জীবনের সফল করতে পারলেও সেই উদ্দেশ্যের মূল অর্থ কখনোই ভালো হবে না। সৎ উপায় অবলম্বন করে যারা জীবনে বড় হওয়ার চেষ্টা করে তাদের মত ভাল মানুষ আর একটিও পৃথিবীতে নেই। তাইতো আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমাদের অবস্থান যেখানেই হোক না কেন আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সেই গন্তব্য স্থানের দিকে এগিয়ে যাওয়া। আর এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

ধন্যবাদ প্রিয় @heartwarming কে।একটা অনুপ্রেরণা মূলক পোস্ট করার জন্য। আপনার লেখার মাধ্যমে উৎসাহ পেলাম,সৎভাবে পরিকল্পনা নিয়ে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য।
সৎভাবে যারা কাজ করেন,তাঁরা অবশ্যই ভালো মানুষ। এজন্যই আমি বলি!

মানুষ কি কখনো ফুল হতে পারে?

মানুষ‌ও ফুল হয় এটাতো সবাই জানে,

মানুষের চরিত্র যদি হয় ভালো,

তবে তাঁকেই তো ফুল বলে, তিনিই জগতের আলো।