কবিতা ০০১
কল্পনার অগোচরেই ছুটে যায় মন
উত্তরের জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ
তাকিয়ে দেখি তুমি
ফিসফিস করে কুহুতান
শুন্যতার মাঝেই শুধু তোমার গান
সপ্নের রাজকুমারী
এলোমেলো করে দেয়
কুহুতান ডেকেই যায় মাতাল সুরে
তোমার ঠোঁটের আগায়
মায়ার মোহনজালে
ছুটে চলি
ঝিরিঝিরি বৃষ্টিতে অজস্র কদম ফুটে
কখন যে কদমগুলো ঝড়ে পড়ে কে জানে?
রাতের আঁধারে তোমার কুমারিত্বের সুভাষ
মাতাল করে আমায়
মহুয়া মাদকের ঘ্রাণে মাতাল আমি
মৃদ্রু বাতাসে উড়ে তোমার এলোচুল
সাদাবকগুলো উড়ে যায় তার নীড়ে
Sort: Trending
Loading...