সুযোগ পেয়ে বেশ ভালই ঠকিয়েছে তোমায়। তবে ঠিক মতো খোঁজখবর করে তবে কেনা উচিত ছিল। তাহলে আর এমন মুরগির ডিমের সাইজে কদবেল খেতে হতো না। তবে একবার তো ভালো জিনিস খেয়েছো। তাই আর নয় নাই পেলে। ভালো জিনিস একবারই পাওয়া যায়। তবে রিকশা থেকে নেমে নিলে হয়তো কিছুটা ভালো জিনিস পেতে। কিন্তু একশ কুড়ি টাকায় কি কদবেল দেবে সেটা আমি এখনো বুঝতে পারলাম না। আমিও দুদিন আগে একটা কদবেল মাখা খেয়েছিলাম। সেটা মনে পড়ে গেল।
হ্যাঁ দাদা আমি নিজেই মুরগি হয়ে গেছি কদবেল দেখে...😅😅সত্যিই তাই ভালো জিনিস গুলো জীবনে বার বার আসে না যা আসে একবারই আসে আর তার স্বাদগন্ধ সারাজীবন ধরে মনে থাকে।১২০ টাকার কদবেল এটা।
তুমি ১২০ টাকা দিয়ে কদবেল কিনলে? আমি হলে তো পিছন ফিরে পালাতাম।
দাদা আমি কিনিনি এটা একজন কিনে দিয়েছিলো সেই লোভেই কিনতে গিয়ে ঠকেছি গো।😅