আজকে সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম। মন খুব একটা ভালো ছিল না। তারপরে ভাবছিলাম আপনাদের সাথে কি শেয়ার করা যায়। তো আমি কিছু অনু কবিতা লিখে রেখেছিলাম। মনের অনুভূতিগুলো আমি প্রকাশ করেছিলাম, এই কবিতাগুলোর মাধ্যমে। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা সেই কবিতাগুলো শেয়ার করলাম।আসলে কবিতা লিখতে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ এবং মন মানসিকতা লাগে। যখন তখন কবিতা লেখা যায় না। কারণ কবিতা মনের অনুভূতি। আর মনের ভিতর থেকেই কবিতা লিখতে হয়। যার কারণে আমি নিরিবিলি কোন পরিবেশ পেলেই কবিতা লেখা শুরু করে দেই। তাই এই অনু কবিতা গুলো লিখে রেখেছিলাম। তবে কবিতা লিখতে মনের আবেগ আর অনুভূতি লাগে। যার কারণে মনের আবেগ আর অনুভূতি দিয়ে কবিতা লিখলে সেই কবিতা পড়তে অনেক ভালো লাগে। যার কারণে আমি চেষ্টা করি আবেগ দিয়ে কবিতা লেখার জন্য। জানিনা আমার কবিতা আজকে আপনাদের কেমন লাগবে।আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি ভাল লাগবে।
“ অনু কবিতা ”
মোঃ ফয়সাল আহমেদ
সোর্স
কবিতা ১
শীতের আভাসে গ্রামের পরিবেশ,
লাগে আমার ভালো।
কুয়াশা মাখা শীতের দৃশ্য,
দেখলে মন হয়ে যায় ভালো।
তাইতো আজ গ্রামে এসেছি,
শীতের পিঠা খেতে,
বাড়ি বাড়ি আনন্দে উৎসবে,
মেতে উঠেছে পিঠার আমেজে।
কবিতা ২
খেজুরের রসে মিষ্টি গন্ধে,
মন হয়ে যায় ভালো।
তাই তো আজ এসেছি আমি,
খেজুরের রস পেড়ে খাব আরো।
কুয়াশামাখা শীতের সকালে,
বের হয়েছি আমি খেজুরের রসের সন্ধানে।
গাছে গাছে খুঁজে বেড়ায় আমি,
খেজুরের হাড়ি আছে নাকি।
কবিতা ৩
মনের ভিতর ভালোবাসার স্বপ্ন নিয়ে,
এসেছিলাম আমি তোমার দুয়ারে।
দুহাত ভরে চেয়েছিলাম আমি,
শুধুই তোমারে ।
কিভাবে তুমি ছেড়ে চলে গেলে,
ভালোবাসার মায়াকে মিথ্যে করে।
মিথ্যে ভালোবাসার মায়া জলে,
বন্দী হয়েছি আমি গভীরভাবে।
কবিতা ৪
কল্পনার সাগরে ভেসে বেড়াবো,
আমি তোমার হাতটি ধরে।
যতই বাঁধায় আসুক না কেন,
ভালোবাসায় ভেসে যাব অচিন সাগরে।
ভালবাসার ছায়াতলে,
থাকবো আমরা দুজন মিলে,
ভরে উঠবে আমাদের জীবন,
সুখের সাগরে।
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ছোট কবিতা চমৎকার লিখেছেন আপনি। আপনার লেখা এমন সুন্দর কবিতা গুলো আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আপনি কবিতার প্রত্যেকটা লাইন সাজিয়ে লিখেছেন। আমার কাছে অনেক ভালো লাগে অনঙ কবিতাগুলো।
আপনার শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে। আমিও আজকে অনু কবিতা শেয়ার করেছি লিখে। অনু কবিতাগুলো লিখতে যেমন ভালো লাগে অনু কবিতা পড়তেও খুবই ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর সুন্দর অনুভূতি নিয়ে লিখা কবিতাগুলো আমাদের সাথে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
দারুন কিছু অনু কবিতা নিয়ে আজ আপনি পোস্টটি সাজিয়েছেন। প্রথম দুটি কবিতা শীতকেন্দ্রিক এবং পরে দুটি কবিতা ভালোবাসা কেন্দ্রিক। সবগুলো কবিতায় আমার কাছে ভালো লেগেছে। তবে দুই নাম্বার কবিতাটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। সুন্দর কবিতা গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ভাই আপনি একগুচ্ছ অনু কবিতা শেয়ার করেছেন উপরে মুগ্ধ হয়ে গেলাম। শীতের প্রকৃতি নিয়ে অনু কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিত ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://x.com/mohamad786FA/status/1860038176754327595?t=TJtusDhwANMOX8-h3N2iiw&s=19
একদম ঠিক বলেছেন ভাইয়া কবিতা লিখতে গেলে পরিবেশ পরিস্থিতি সাথে থাকতে হয়। হুট করে চাইলেই কবিতা লেখা যায় না। আপনার মন খারাপ থাকলেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতার নিয়ে লিখে ফেলেছেন। সবগুলো কবিতাই ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অসাধারণ অসাধারণ কিছু কবিতা লিখেছেন। প্রত্যেকটা অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাষায় কবিতাগুলো লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।