This post was hidden due to low ratings.

Sort:  
 3 years ago 

আপনি খুব ভালো একটি গল্প লিখেছেন যার মধ্যে কমেডি ছিল, তবে এখানে একজন ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য আপনাকে কিছু নিয়ম মাধ্যমে এখানে আসতে হবে, আমাদের সম্মানিত মডারেটরগণ আপনাকে যে গাইলেন দেবে আশা করি সেটি ফলো করবেন, আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

@nabarunmukherjee
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের কমিউনিটি Discord এ জয়েন থাকুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Discord link : লিংক ঃ https://discord.gg/tKYdf9GN

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

 3 years ago 

আপনি নিজস্ব লেখা ব্যতীত অন্যের সামগ্রী এখানে শেয়ার করতে পারবেন না।

আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493
Source: https://www.thelazypen.com/2020/07/blog-post_19.html

আমি বুঝলাম না আপনি কি বলতে চাইলেন, এইটা ১০০% আমার নিজস্ব লেখা| লেখাটি এর আগে আমি আমার নিজস্ব ব্লগে পোস্ট করেছি এবং আমার ফেসবুকে শেয়ার করেছি| আপনি একি এইটা বোঝাতে চাইলেন যে, আমার কোনো লেখা আমি অন্য কোথাও আগে পোস্ট করে থাকলে সেটা আর এখানে পোস্ট করা যাবেনা?

 3 years ago 

হ্যাঁ। বাংলা ব্লগে শেয়ার করতে পারবেন না। শুধুমাত্র ইউনিক কনটেন্ট শেয়ার করতে পারবেন।

আপনি যে ব্লগটার কথা এখানে উল্লেখ করেছেন সেটা আমারই নিজস্ব ব্লগ https://www.thelazypen.com

image.png

 3 years ago 

ওই লেখা গুলো যদি আপনার হয় , তবে আমি বলবো আপনি ভালো একজন লেখক। বাংলা ব্লগের সকল নিয়ম কানুন মেনে কাজ করুন। আপনার জন্য শুভকামনা রইলো।