শিশুরা আসলে বিনোদন পছন্দ করে৷ মুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে রবিঠাকুর শান্তনিকেতন চালু করেছিলেন। মুক্ত শিক্ষা আমি গোয়াতেও দেখেছি৷ মেয়ে যেখানে পড়ত সব কিছুই হাতে কলমে পড়ানো হত৷
আচ্ছা আপনার থ্রি ইডিয়টস সিনেমা মনে আছে? আমাদের শিক্ষা ব্যবস্থা খানিকটা ওইরকম হলে বোধহয় ভালো হত৷
খুব ভালোভাবে মনে আছে সেই সিনেমার কথা, শিক্ষা ব্যবস্থা ওরকম হলে বেশ দারুণ হত।