সাহায্য করতে না পারলে ক্ষতি করো না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সাহায্য সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
মানুষ এখন বড়ই স্বার্থপর। কেননা এখন মানুষ কখনো মানুষকে সাহায্য করে না এবং যদি কেউ কখনো কোন ধরনের বড় কোন বিপদে পড়ে তখন মানুষেরা সেই বিপদ থেকে তাকে কখনো উদ্ধার করে না এবং তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। আসলে এই ধরনের মানুষ কিন্তু আগে কখনোই ছিল না। কেননা আগেরকার মানুষ সবসময় অন্য মানুষদের সাহায্য করতে এবং তারা যদি কোন ধরনের বিপদে পড়তো তাহলে সবাই মিলে এসে তাদের সেই বিপদ থেকে উদ্ধারও করতো। কিন্তু দিন দিন মানুষ অনেকটা বদলে যাচ্ছে। মানুষের বদলে যাওয়ার সাথে সাথে তাদের মন মানসিকতাও কিন্তু অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আসলে মানুষের এই পরিবর্তন কখনো মানুষের কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না।
আমার কাছে মনে হচ্ছে যে মানুষের এই ধরনের পরিবর্তন যদি ক্রমশ চলতে থাকে তাহলে মানুষের সময় ধ্বংস হয়ে যাবে। আসলে এই পৃথিবীটা তখনই সুন্দর হবে যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সাহায্য করবে এবং একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। মানুষ যদি মানুষের দুঃখে এগিয়ে না আসতে পারে এবং সেই দুঃখের ভাগ না নিতে পারে তাহলে মানুষ কিসের মানুষ হতে পারে। কিছু কিছু মানুষ আছে সব সময় অন্য মানুষদের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং তারা যখন অন্য মানুষের ক্ষতি দেখে তখন এতে তাদের অনেক বেশি সুখ হয়। আসলে বিনা কারণে এইভাবে মানুষের ক্ষতি করে যে তারা কি আনন্দ পায় তার সত্যিই আমরা বুঝতে পারি না কখনো। অন্য মানুষেরা তারা কখনো এসব মানুষদের ক্ষতি করে না এবং নিজেদের মতো করে চলার চেষ্টা করে।
তাহলে একবার ভাবুন এইসব মানুষদের মন-মানসিকতা কতটা নিচু হতে পারে। আসলে অন্য মানুষের যদি আমরা কোন উপকার না করতে পারি তাহলে তার ক্ষতি করার কোন অধিকার আমাদের কখনো নেই। আর এই পৃথিবীতে মানুষ যদি কোন ধরনের সমস্যায় পড়ে তখন একজন মানুষ অন্য একজন মানুষের উপরে নির্ভরশীল হয়। আর এই নির্ভরশীল হওয়ার জন্য কিন্তু পূর্বের থেকে এখনো মানুষ বেঁচে আছে। আসলে বর্তমান সমাজের ব্যবস্থা যে খারাপ দিকে চলে যাচ্ছে এতে করে সমাজের কোন নিয়ম কানুন কখনোই থাকবে না এবং সবাই নিজেদের মতো করে সমাজে চলার চেষ্টা করবে। আসলে সমাজের নিয়ম কারণ গুলো কেউ যদি মেনে না চলে তাহলে কেউ কাউকে কখনো ভালবাসবে না এবং কারো বিপদে কেউ এগিয়ে আসবে না।
তাইতো আমাদের এই মন মানসিকতাকে পাল্টাতে হবে। কেননা আমরা যদি মানুষের সাহায্য না করতে পারি তাহলে এই পৃথিবীতে একদিন আস্তে আস্তে করে আমাদের নিজেদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তাইতো আমরা সবাই সবাইকে সাহায্য করবো এবং কারো কখনো কোনো ক্ষতি করব না। আর যদি সমাজে কেউ কোন ধরনের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা সেই লোকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। আসলে এভাবে যদি আমরা সবাই মিলেমিশে সাহায্য করে এক সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কোন বিপদ আমাদেরকে বিপদে ফেলতে পারবে না। আর এর ফলে আমরা একটা সুন্দর পৃথিবী গঠন করতে পারব যেখানে সবাই সবার সাহায্য করবে এবং কেউ কখনো কোনো অন্যায় অত্যাচার করবে না।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আসলে এমনটা চিন্তা করা অনেকটাই স্বপ্নের মত পৃথিবীর প্রতিটা মানুষ মানুষকে সাহায্য করবে বিপদ আপদে এগিয়ে আসবে যদি এমনটা হতো তাহলে পৃথিবীটা যেন স্বর্গে পরিণত হতো।
আসলে মানুষ মানুষের জন্য। একজনের উপকার না করতে পারলে অন্ততপক্ষে তার ক্ষতি করা ঠিক না।সবাই সবার বিপদে এগিয়ে আসলে। স্বার্থপরতা ভুলে গিয়ে। একজন আরেকজনের কাঁধে কাঁধে রেখে মিলেমিশে চললে অন্যরকম একটি সুন্দর ভুবন গড়ে উঠবে।অনেক ধন্যবাদ দাদা পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য বেশ ভালো লাগলো।
আমি এমন অনেক মানুষ দেখেছি যারা মানুষের ভালোর চেয়ে ক্ষতি বেশি করে। ছোটবেলা থেকে আমি এইটা মেনে চলি কারো ভালো না করতে পারি কখনও খারাপ করব না। এবং সেটা অনুসরণ করেই চলার চেষ্টা করি। বেশ দারুণ লিখেছেন দাদা।
আমি প্রায় খেয়াল করে থাকি আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেন যেগুলো মানুষের জন্য খুবই উপকারী। আমার কথা হচ্ছে যখন সুযোগ পাওয়া যাবে মানুষকে সহায়তা প্রদান করতে হবে কিন্তু ক্ষতি নয়। কারণ একজন আরেকজনের বড় আকারে ক্ষতি করতে না পারলেও কিছুটা সময়ের জন্য মানুষকে থামিয়ে দেওয়া যায় হিংসা করে। তাই এই সমস্ত হিংসামূলক কাজকর্ম না করে মানুষকে সহায়তা দিয়ে সহযোগিতা দিয়ে সুন্দর সমাজ গঠন করা প্রয়োজন।
সুন্দর একটি মেসেজ দিলেন দাদা পোস্টের মাধ্যমে। এটা সত্যি মানুষ হয়ে জন্মেছি মানুষের পাশে না দাঁড়ালে তাকে মানুষ বলবো কি করে।শুধু নিজের কথা না ভেবে মানুষের পাশে দাঁড়াতে হবে।এতে করে সবাই ভালো থাকতে পারবো।আর মানুষের ভালো না করতে পারলে তার ক্ষতি যাতে না করি সেদিকটাতে লক্ষ্য রাখতে হবে। খুব চমৎকার ভাবে বিষয়টি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।