পুশ কয়েনের দাম এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন? দেখুন 'ডাটা' কি বলে!

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামুআলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমি কথা বলব আমাদের সকলের প্রিয় পুশ কয়েন নিয়ে। বলা যায়, কিছুটা স্ট্যাটিক্যাল আলোচনা করব।


Untitled_design-1.png

পুশের বয়স কিন্তু বেশি না। এখনো ৭০ দিন হয়নি। এটুকু সময়ের মধ্যেই পুশের দাম এত পরিমানে গ্রো করেছে যা আমাদের কল্পনার বাহিরে। তাই যখন এখন পুশের দাম কমেছে এটা নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। ব্যক্তিগত পর্যবেক্ষণে যতটুকু বুঝলাম স্টিমিটের সাথে ট্রনের লিংক আপ যখন ভ্যানিশ হয়ে যায় তখনই পুশের বড় রকমের দরপতন হয়। কিছু হোল্ডার এই সুযোগে তাদের সংগ্রহে থাকা বড় অ্যামাউন্টের পুশ সেল করে দেয়। যার প্রভাব পড়ে মার্কেটে। অবশ্যই এটা যেকোনো ট্রেডারের জন্য স্বপ্ন। কম দামে কিনে বেশি দামে বিক্রি করা। আমি যদি বলি, কেউ কেউ পুশ দিয়ে কোটিপতি হয়ে গেছে তাহলে সেটাকে অমূলক বলা যাবে না।

তবে আশার বিষয় হচ্ছে পুশের দামের আপ-ডাউনের কারণে পুশের বাই-সেল বেড়েছে। যা যেকোনো কয়েনের জন্যই ভালো দিক। যত বেশি বাইসেল তত বেশি ভলিউম। এভাবেই একটা কয়েনের প্রতি ইনভেস্টরদের আগ্রহ বাড়ে। তেমনটা পুশের ক্ষেত্রেও হয়েছে। চলুন আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি।

আপনি জেনে অবাক হবেন যে, শুধুমাত্র পোলোনিক্স একচেঞ্জে গত ২৪ ঘন্টায় টোটাল পুশের ট্রেড হয়েছে প্রায় ২৩ মিলিয়ন। আবারও লিখছি, ২৩ মি-লি-য়-ন। USDT-তে কনভার্ট করলে অংকটা দাঁড়ায় ৮৩ হাজার $USDT। আপনি কি বিষয়টা ভাবতে পারছেন? তেইশ মিলিয়ন পুশ বাই-সেল! ৮৩ হাজার USDT পুশের ভলিউম গত ২৪ ঘন্টায়।


Polish_20241102_011359755.png

Poloniex এর মোবাইল এপস থেকে নেয়া স্ক্রিনশট

কয়েন মার্কেট ক্যাপের ডাটা অনুযায়ী সবগুলো একচেঞ্জ মিলিয়ে গত ২৪ ঘন্টায় পুশের টোটাল ট্রেড ভলিউম ২ লক্ষ ৩০ হাজার USDT. আবারো বলছি, ২ ল-ক্ষ ৩০ হা-জা-র USDT. আপনি কি সংখ্যাটা ভাবতে পারছেন? কল্পনা করতে পারছেন কি পরিমান ভলিউম হচ্ছে পুশের? এবং সেটা আবার বাইন্যান্স-এর মত টপ এক্সচেঞ্জের লিস্টিং হওয়ার আগেই। তাহলে ভাবুন যখন বাইন্যান্সে লিস্টিং হবে তখন কি অবস্থা হবে পুশের? তাই আপনারা যারা এখন ভয় পাচ্ছেন তাদেরকে সাহস যোগানোর জন্যই আমার এই লেখা।


Screenshot_20241102-011450_1.png

PUSS কয়েনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া স্ক্রিনশট

আরো একটি বড় তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। পুশ কয়েনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ঘোষণা দিয়েছে পুশ টিম আগামী পাঁচ বছরের জন্য 130 মিলিয়ন পুশ কয়েন রিজার্ভ করে রেখেছে। অর্থাৎ আগামী পাঁচ বছর পর্যন্ত পুশের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে রয়েছে। পুশ কয়েন ন্যূনতম আগামী পাঁচ বছর হারিয়ে যাবে না।


Polish_20241102_011424993.png

PUSS কয়েনের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তোলা স্ক্রিনশট

আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলব, হতাশ হওয়ার কিছুই নেই। বরং এখন আমাদের স্বপ্ন দেখার সময়। কোথায় যেন আমি প্রেডিক্ট করেছিলাম এই বছরের শেষে পুশের দাম $0.01 হবে। আমি নিশ্চিত বাইন্যান্সে লিস্টিং হওয়ার পর পুশের দাম আরো বাড়বে। তাই অবশ্যই এই সময় প্যানিকড না হয়ে হোল্ড করে রাখুন এবং যদি সম্ভব হয় এই সুযোগে আরো কিছু পুশ কয়েন কিনে রাখুন।

নিজের সম্পর্কে
আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।
Sort:  
 21 days ago 

ভাই আমি পুশ নিয়ে আপনার এনালাইসিসের সাথে সহমত। আমাদেরকে প্যানিক হওয়া চলবে না, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 21 days ago 

সেটাই ভাই। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 21 days ago 

একদম সঠিক ডাটা এনালাইসিস করেছেন আপনি। পুশ করেন এত তাড়াতাড়ি ডুবে যাবে বলে আমারও মনে হয় না। ক্রিপ্টো মার্কেট উঠা নামা তো করেই। তাই পুশের জার্নিও যে একেবারে স্মুথ হবে তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকের উচিত একটু ধৈর্য ধরে থাকা। এই সময়টা যেহেতু পুশের দাম কম তাই কিছুটা ইনভেস্ট করা যায়। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার পোস্ট পড়ে অনেকেই উপকৃত হবেন।

 21 days ago 

ধন্যবাদ দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 21 days ago 

সব এক্সচেঞ্জের মধ্যে বেশ ভালোই ট্রেডিং ভলিয়ম হচ্ছে।আর এই ট্রেডিং ভলিয়ম সব সময় অব্যাহত থাকবে। আপনি বেশ দারুন ভাবে প্রতিটি স্টেপ বুঝিয়ে শেয়ার করার চেষ্টা করেছেন। আপনার সুন্দর একটি প্রেডিক্টশন দেখে বেশ ভালো লাগলো।

 21 days ago 

ধন্যবাদ ভাই। বাইন্যান্সে লিস্টিং হইলে দাম অবশ্যই বাড়বে। আমি নিশ্চিত এই বিষয়ে।

 21 days ago 

গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন। আপনার মাধ্যমে বেশ কিছু তথ্য পেলাম। $puss কয়েন এর ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা অল্প অল্প করে $puss কয়েন কিনে হোল্ড করার চেষ্টা করবো। আশাকরি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 21 days ago 

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 20 days ago 

পুশ এর দাম নিয়ে অনেকেই হতাশ। যেহেতু cex লিস্টিং এর আগে অনেক টা আপ দিয়েছে এইজন্যই এখন এমন ডাম্প করছে। এটা একেবারে স্বাভাবিক। আশাকরি ব‍্যাপার টা সবাই বুঝবে। এবং সামনে পুশ বেশ ভালো পরিমাণ আপ দেবে। সুন্দর ভাবে ব‍্যপার টা লিখেছেন আপনি।

 20 days ago 

আমিও এমনটাই আশা করি। ধন্যবাদ ভাই।