আর্টঃ উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্ট।

in আমার বাংলা ব্লগ11 days ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আমিও ভাল আছি। আজ ২৭শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১২ই নভেম্বর ২০২৪খ্রিষ্টাব্দ।

ar14.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি।আজ আমি একটি থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। নতুন ধরনের আর্ট করতে আমার বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝেই থ্রিডি আর্ট আপনাদের শেয়ার করি।আজ একটি ভিন্ন ধরনের থ্রিডি আর্ট করলাম। আজ উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্ট করেছি।সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো। এই থ্রিডি আঁকতে বেশ সময় লেগেছে আমার।তার চেয়েও বেশি সময় লেগেছে ফটোগ্রাফি করতে। কেননা ফটোগ্রাফির উপরই নির্ভির করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য। কিন্তু সময় নিয়ে থ্রিডি আর্টটি শেষ করার পর বেশ ভালই লেগেছে। আর নতুন কিছু করার পর বেশ ভালই আনন্দ হয়। কি বলেন বন্ধুরা?মূলত এই আগ্রহ তৈরি হয়েছে আমার বাংলা ব্লগে যুক্ত হবার পর। যদিও কিছুটা আঁকতে পারতাম। কিন্তু এখানে যুক্ত হবার পর নতুন নতুন ধরনের কাজ শিখছি। আর নতুন নতুন কাজ শিখতে পেরে বেশ ভালই লাগছে নিজের কাছে। প্রজাপতির থ্রিডি আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্টের বিভিন্ন ধাপ গুলো । আশাকরি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

ar13.jfif

১। সাদা কাগজ
২।মোম রং
৩।স্কেল
৪।পেন্সিল
৫।কাঁচি

উড়ন্ত প্রজাপতির থ্রিডি অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

ar12.jfif

ar11.jfif

ar10.jfif

প্রথমে পেন্সিল দিয়ে উড়ন্ত প্রজাপতিটি এঁকে নিলাম।

ধাপ-২

ar9.jfif

এরপর প্রজাপতির পাখা কমলা শেডের মোম রং দিয়ে কিছুটা পাখা রং করে নিলাম।

ধাপ-৩

ar8.jfif

ar7.jfif

এরপর কালো রং দিয়ে প্রজাপতির শরীর ,পা ও শুর রং করে নিলাম। সেই সাথে পাখার কিছু অংশও রং করে নিলাম হলুদ ও কালো রং দিয়ে।

ধাপ-৪

ar6.jfif

এবার কালো রং দিয়ে প্রজাপতির ছায়া এঁকে নিলাম।

ধাপ-৫

ar5.jfif

এবার প্রজাপতির অর্ধেক অংশ বরাবর একটি সোজা রেখা টেনে নিলাম।

ধাপ-৬

ar3.jpg

এঁকে নেয়া রেখা বরাবর কাঁচি দিয়ে কেটে নিলাম।

শেষ ধাপ

ar1.jfif

এরপর নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিলাম। আর এভাবেই এঁকে নিলাম উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্ট।

উপস্থাপনা

ar15.jfif

ar16.jfif

ar17.jfif

আশাকরি আজ আমার আঁকা উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি আর্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টথ্রিডি আর্ট
পোস্ট তৈরি@selina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১২ই নভেম্বর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 11 days ago 

অনেক সুন্দর থ্রিডি প্রজাতি আঁকিয়েছেন। দেখতে একদম বাস্তবের প্রজাতির মতোই লাগছে আবার মনে হচ্ছে খাতার পেজ উপর এসে পরেছে।এক কথায় অসাধারণ। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 days ago 

আমার চেস্টা স্বার্থক মনে হচ্ছে আপনার মন্তব্য পড়ে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

বাহ, দারুন আর্ট,, সত্যি আপু আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রজাপতিটা দেখে সত্যি মনে হচ্ছে উড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর ভাবে আপনি আর্ট সম্পূর্ণ করেছেন। প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 10 days ago 

এ ধরনের আর্ট আজই প্রথম করলাম। বেশ ভালো লেগেছে করতে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 11 days ago 

একটা সময় এরকম থ্রিডি আর্ট গুলো অনেক করা হতো কিন্তু অনেকদিন যাবত করা হয়ে ওঠেনি। তবে আপনার করা উড়ন্ত প্রজাপতির থ্রিডি আর্ট টির কথা যদি বলি তাহলে কথায় অসম্ভব সুন্দর হয়েছে। সেই সাথে প্রসেস এবং বর্ণনা গুলি খুবই সাবলীল ভাষায় দিয়েছেন। মোটকথা আপনার আজকের প্রজাপতির থ্রিডি আর্ট টি দুর্দান্ত হয়েছে। একটি ইউনিক থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 days ago 

আবার সময় করে আর্ট করা শুরু ক্রুন। তাহলে নতুন নতুন আর্ট দেখতে পাবো। যাইহোক পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

প্রথমে তো ভেবেছিলাম কাগজের উপর প্রজাপতি উড়ে যাচ্ছে।পরে আপনার পোষ্টের টাইটেল দেখে বুঝলাম আপনি প্রজাপতির থ্রিডি আর্ট করেছেন।এক কথায় আজকে আপনার আর্ট করা প্রজাপতির থ্রিডি আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।অনেক সুন্দর হয়েছে।

 10 days ago 

অনেক সময় নিয়ে আর্টটি করেছি। যেহেতু আজ প্রথম আঁকলাম। ধন্যবাদ ভাইয়া।

 11 days ago 

সেরা হয়েছে আপু। বাকরূদ্ধ। প্রথমে ভাবলা প্রজাপতি বসেছে৷ ওমা খুলে দেখি তো আমার সেলিনা আপু এক্কেবারে ছক্কা হেঁকে দিয়েছেন! দারুণ৷ ফিচারের জন্য একদম সঠিক নির্বাচন।

 10 days ago 

আমি চেস্টা করছি এই যা। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 11 days ago 

অসাধারণ আপু, এত সুন্দর আর্ট করেছেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি তো প্রথমে প্রজাপতিটি দেখে ভেবেছিলাম কোনো প্রজাপতি ফটোগ্রাফি হবে। তবে পোস্ট করতে গিয়ে আমার ভুল ভাঙলো কি দারুণ আর্ট করেছেন আপনি একেবারে জীবন্ত। আপনার আঁকার হাতের প্রশংসা না করে পারলাম না। অসাধারণ আপু।

 10 days ago 

চর্চার মাধ্যমে এতো টুকু আঁকতে পেরেছি। আপনার ভালো লেগেছে এটাই আমার স্বার্থকতা ।ধন্যবাদ আপু।

 11 days ago 

আপু আপনি সবসময়ই খুব সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করেন। আপনার আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এত সুন্দর থ্রিডি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রজাপতি দেখতে বেশ কিউট হয়েছে। প্রজাপতির কালার খুব সুন্দর হয়েছে। থ্রিডি আর্ট করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন থ্রিডি ভাব ফুটিয়ে তোলা। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 10 days ago 

ঠিক তাই। এই আর্ট করতে আমার যতটুকু সময় লেগেছে তার চেয়ে বেশি সময় লেগেছে ফটোগ্রাফি করতে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 11 days ago 

আপু সত্যি কিন্তু আপনার আজকের আর্টটি দারুন ছিল। এক কথায় অসাধারণ। এমন সুন্দর করে আপনি প্রজাপ্রতির থ্রি ডি আর্ট করেছেন যে আপনার আর্টের দিকে তাকিয়ে ছিলাম অনেক ক্ষন। জাষ্ট অসাধারণ আপু।

 10 days ago 

অনেক ধন্যবাদ আপু।