😊 " অনেকদিন পর স্বপ্ন সুপারশপে যাওয়া "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
অনেকদিন পর স্বপ্ন সুপারশপে যাওয়াঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমার আজকের পোস্টটি ভ্রমন বিষয়ের উপর।সত্যি কথা বলতে বাইরে যাওয়ার সময় এখন নয়।কারন ছেলের ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে।তাই ছেলের সাথে সাথে আমিও চাপে আছি।পড়ানো ছাড়া অন্য কোন কিছুতে মন দেয়া খুব একটা সম্ভব হচ্ছে না।কারন আমার আব্বু মারা যাওয়ার পর এমনিতেই অনেক দিন ছেলের পড়া নষ্ট হয়েছে।ছেলে স্কুলে ও যায়নি ঠিক মতো। তাই এখন একটু বেশী চাপে থাকতে হচ্ছে।
ফেসবুকে বেশ কিছুদিন ধরে একটা খবর খুব দেখছিলাম।আর তা হচ্ছে কম্বো প্যাক,মাংস আর আলুর কম্বো প্যাক,মাছ আর বেগুন ও আলুর প্যাক আর মুড়িঘণ্ট প্যাক -ডাল ও মাছের প্যাক একই সাথে মুড়িঘণ্টের জন্য যা দেয়া হয়।।এই প্যাকগুলো মূলত ম্যাচে থাকা কলেজ ও ভার্সিটির ছেলেমেয়েদের জন্য ভীষণ ভালো একটা খবর।এই খবরটি নিজের চোখে দেখবো বলেই মূলত স্বপ্নে যাওয়া।ছেলের এক্সাম শেষ হলে ছেলেকে নিয়েই স্বপ্ন সুপারশপে গেলাম।ছেলের স্কুল থেকে বাসায় যাওয়ার পথে ধানমণ্ডি ঝিগাতলার স্বপ্ন সুপারশপে গেলাম।তখন বেলা ১১ টা বাজে।আমি স্বপ্নে গিয়ে তেমন কিছুই দেখলাম না।তখন তাদের একজনের কাছে জানতে চাওয়া হলে তারা বলল কেউ কম্বো প্যাক চাইলে তারা সাথে সাথে প্যাক করে দেয়।আমি তখন বললাম ফেসবুকে তো দেখলাম সব সাজানো থাকে।তখন তাদের একজন বলল,আমাদের এখানে সাজিয়ে রাখা হয় না।
কথা বলার মধ্যে ই একজন ভদ্রলোক এলো।তিনি মাংস ও আলুর কম্বো প্যাক নিতে এসেছে।এর কিছু সময় পর একজন মেয়ে এসে খাসির মাংসের প্যাক নিয়ে গেলো।স্বপ্নের এই উদ্যোগটি ভীষণ ভালো লেগেছে আমার।কারন কলেজ,ভার্সিটিতে পড়তে আসা অনেক ছেলেমেয়েদের জন্য এই প্যাক গুলো ভীষণ সাশ্রয়ী একেকটি প্যাক।ব্যাপারটি ভীষণ ভালো ই লেগেছে আমার কাছে।আপনারা যারা এই বিষয়টি আমার মতো দেখেছেন ফেসবুকে তাদের সবার মন্তব্য জানতে চাই।
আমি কিন্তু আগেই বলেছি আমি শুধুমাত্র স্বপ্নে গিয়েছিলাম কম্বো প্যাক গুলো দেখার জন্য। কিন্তু তা তো তেমন করে দেখার সুযোগ হয় ই নি।উল্টো ছেলেকে সাথে করে নিয়ে যাওয়াতে আমার ব্যাগ থেকে কিছু টাকা খরচ হয়ে গেলো।কারন ছেলে বায়না ধরলো কয়লা কেনার জন্য। চিকেন বার বি কিউ খাবে তাই তার এই আবদার।এরপর কয়লা নিতে হলো।আর তার পছন্দের কিছু বিস্কুট ও চকলেট নিয়ে বাসায় চলে এলাম।
আমি প্রায় অনেকবার ই দেখেছি স্বপ্নে কিছু দেখার উদ্দেশ্যে গেলেও আমার কিছু না কিছু কেনা হয়েই যায়।মোট কথা স্বপ্নে গেলে খালি হাতে আসা হয় না আমার। অনেক দিন পর স্বপ্ন সুপারশপে যাওয়ার অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।আশাকরি আমি আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি।সবাই সুস্থ থাকবেন। ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনী | ভ্রমন |
---|---|
ক্যামেরা | samsung A 20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
হ্যাঁ ফেসবুকে এখন স্বপ্নের কম্বো প্যাক গুলো খুবই ভাইরাল যা সবসময়ই দেখি।কিন্তু নিজের চোখে এখনো দেখিনি।স্বপ্নতে গেলে সত্যিই অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু কেনা হয়ে যা আর তখন অনেক গুলো টাকা খরচ করতে হয়।স্বপ্নতে কয়লা পাওয়া যায় এটা জানতাম না আজকে প্রথম জানলাম একদিন আমরাও কিনে আনবো তাহলে।সবমিলিয়ে সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
স্বপ্ন সুপার শপের মাংসের সেই কম্বো প্যাকটা অনেক বেশি জনপ্রিয় হয়েছিল। আসলেই প্রত্যেকটা প্যাক অনেক বেশি প্রয়োজনীয় যারা শহরে একা থাকে। আর এগুলো দামেও সাশ্রয়ী। আপনারা বেশ ভালোই কেনাকাটা করেছেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
দোকানটাতে সবকিছু কত সুন্দর ভাবে গোছানো দেখে যেন মন ভরে যাওয়ার মত ছিল। দেখার জন্য গেলে হবে কিনতে তো হবেই। ছেলেটার সাথে গেছিল তাই আনন্দটাও কিন্তু আপনার বেশি ছিল যত টাকা খরচ হোক না কেন। দারুন ছিল আপু আপনার ব্লগ।
স্বপ্ন সুপার শপে আমারও মাঝে মাঝে যাওয়া হয় । একই ছাদের তোলে সব পাওয়া যায়। এক জায়গা থেকে সবকিছু কিনতে বেশ ভালো লাগে। স্বপ্ন সুপারশপে ভালো মানের জিনিসপত্র পাওয়া যায়। স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এত সুন্দর শপিংমল গুলোতে গেলে অনেক কিছু কিনতে ইচ্ছে করে। আপনি দারুণভাবে স্বপ্ন সুপার মার্কেটের ছবি এবং বর্ণনা আপলোড করেছেন। সেই সুপারমার্কেট টি বেশ বড় বুঝতেই পারছি। ছবিগুলি দেখে মনে হচ্ছে এখানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। সব মিলিয়ে সুন্দর একটি পোস্ট আপনি আপলোড করেছেন।