চশমা ব্যবহার শুরু করলাম
যেহেতু মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকেই কাজ করতে হয়, তাই অনেকদিন থেকেই ভাবছিলাম চোখে চশমা ব্যবহার করব। সময় গড়ায় কিন্তু আমার আর চশমা কেনা হয়ে ওঠে না। আর এদিকে দিনদিন চোখ আর মাথাব্যথা ভালোই বেড়ে যাচ্ছিল।
বুঝতে পারছিলাম চোখের ডাক্তার দেখানোর জরুরী। তবে জরুরী কাজগুলোই জরুরীভাবে করা হয় না, সময় করেই উঠতে পারছিলাম না ডাক্তার দেখানোর। তবে গত কয়েকদিন আগে হ্যাংআউট চলাকালীন সময়ে তীব্র মাথাব্যথা করছিল এবং সঙ্গে চোখ দিয়ে হালকা ঝাপসা দেখা শুরু করছিলাম।
মুহূর্তের মধ্যে কিছুটা সময়ের জন্য যেন গতি ছাড়া হয়ে গিয়েছিলাম। অবশেষে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে নিজেকে স্বাভাবিক করেছিলাম। পরের দিন আর দেরি করিনি, পুরনো কলিগের মাধ্যমে চোখের ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম।
সে প্রথমত আমার সমস্যা শুনে তারপর পর্যবেক্ষণ করে, অবশেষে বলল আপনার তেমন কোন কিছুই হয়নি, তবে যেহেতু আপনার উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাছাড়া দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকতে হয় এবং বেশ ভালই মানসিক চাপে থাকেন, তাই চাইলে আপনি সাধারণ চশমা ব্যবহার করতে পারেন, তবে নিজের জীবনধারায় পরিবর্তন নিয়ে আসা কিছুটা জরুরী।
বুঝলাম, ডাক্তার যে পরামর্শগুলো দিয়েছে তা নিতান্তই যৌক্তিক। তবে দিনশেষে পরামর্শ গুলো কতটুকু মানতে পারব, এটাই হচ্ছে ভাবনার বিষয়। অবশেষে সোজা গন্তব্য আমার চশমার দোকানে, তারপর প্রেসক্রিপশন দোকানদারকে দেখাতেই বলল, আপনার চোখে তেমন কোন সমস্যা নেই, আপনি সাধারণ চশমা ব্যবহার করতে পারেন।
দোকানদার হরেক রকমের সাধারণ চশমা দেখালো এবং সেগুলোর তাৎপর্য আমাকে বলতে শুরু করলো। একটা বিষয় বেশ ভালোভাবে বুঝতে পারলাম, প্রকারভেদে চশমার দাম যত বেশি, ততই তার তাৎপর্য ও গুণাবলী আলাদা।
অতঃপর দেখে শুনে মোটামুটি স্বল্প দামের ভিতরে একটা চশমা কিনে ফেললাম। যাইহোক কয়েকদিন থেকে চশমা ব্যবহার করছি, যদিও প্রথম দিকে কিছুটা অস্বস্তিবোধ করতাম, তবে মজার ব্যাপার হচ্ছে চোখ ও মাথাব্যথা আর নেই।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
দীর্ঘ সময় মোবাইল ল্যাপটপে তাকিয়ে কাজ করলে তারপর হঠাৎ বাইরের দিকে তাকালে সবকিছু কেমন যেন ঘোলাটে লাগে।ডাক্তার দেখিয়ে চশমা ইউজ করছেন বেশ ভালো করেছেন কারণ অসুস্থতা বা রোগ নিয়ে অবহেলা করা ঠিক না। মাথার ব্যথাটা এমন আস্তে আস্তে বাড়তে থাকে।কারণ আমার নিজেরও এই সমস্যা আছে আমি বুঝতে পারি। চশমায় আপনাকে অনেক মানিয়েছে। চশমা ব্যবহারের পর চোখে ও মাথায় ব্যথা নেই জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চশমা আমাদের সবারই লাগে আজকাল। আপনাকে বেশ মানিয়েছে চশমায়। আমারও আছে। সাজিয়ে রাখা আছে৷ পরা আর হয় না৷ 🤦♀️
নিয়মিত ব্যবহার করলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে৷
চোখ কে সুস্থ রাখা আমাদের একান্ত কাম্য। কেননা, চোখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।আর আমরা যেহেতু সব সময় মোবাইল কিংবা ল্যাপটপের স্কিনের সামনে বসে কাজ করি, তাই চোখ কে সুস্থ রাখার জন্য চশমা খুবই গুরুত্বপূর্ণ। আপনি চশমা ব্যবহার করা শুরু করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।
আসলেই জরুরি কাজগুলো জরুরি ভাবেই করা হয় না,আমি চশমাটা পরিবর্তন করবো করবো করে এখন করা হচ্ছে না।ডাক্তারের পরামর্শ গুলো যৌক্তিক কিন্তু অনেক সময় মানাটা অনেক কষ্ট সাধ্য।যাই হোক আপনার জন্য শুভ কামনা