লেভেল-৪ হতে আমার অর্জন -By @srshelly0399
আসসালামুআলাইকুম/আদাব🤝
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় অবস্থান করছি ।
আজকে আমি লেভেল ৪ এর ক্লাস এবং লেকচার শীট থেকে যা শিখেছি এবং আমার সম্মানিত মডারেটরের থেকে যা শিখতে পেরেছি তা আমি লিখিত পরীক্ষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো।
লেভেল ৪ এর প্রশ্নপত্রের উত্তরসমূহ নিচে প্রকাশ করা হলো :
১.প্রশ্নঃ p2p কি? |
---|
উত্তর : p2p মানে হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি অথবা person to person transfer। অর্থাৎ এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির নিকট STEEM,SBDও TRX লেনদেন করার জন্য যে মাধ্যম ব্যাবহার করা হয় তাকে p2p বলা হয়।তবে, আমার বাংলা ব্লগ এ p2p সম্পূর্ণ নিষিদ্ধ।
২. প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন। |
---|
প্রথমে স্টিম ওয়ালেটে যাব।সেখান থেকে এই স্টিম ডলার এর ড্রপডাউন মেনুতে চাপ দিব।
এখন একটা পেজ আসবে। পেজ এ ট্রান্সফার এ ক্লিক করবো।
এখন to তে যাকে পাঠাতে চাই তার স্টিম একাউন্ট ইউজার নেম দিবো। এখানে @level4test দিলাম।এমাউন্ট এর ঘরে কতো এসবিডি পাঠাতে চাই তা লিখতে হবে।এখানে আমি 0.001 এসবিডি বসাবো।এরপর মেমোর ঘরে যে কারণে বসাতে চাই তা লিখতে হবে।সর্বশেষ next button এ ক্লিক করে সব কিছু ঠিক থাকলে ওকে তে চাপ দিয়ে active key দিয়ে লগ ইন করলে এসবিডি সেন্ড হয়ে যাবে।
৩.প্রশ্নঃ2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন। |
---|
স্টিমিট ওয়ালেট এ লগ ইন করে নিতে হবে। তারপর স্টিম ব্যালেন্স এর পাশে মেনুতে ক্লিক করতে হবে।
তারপর ট্রান্সফার ক্লিক করতে হবে।এখন to তে যাকে পাঠাতে চাই তার স্টিম একাউন্ট ইউজার নেম দিবো। এখানে @level4test দিলাম।এমাউন্ট এর ঘরে কতো স্টিম পাঠাতে চাই তা লিখতে হবে।এখানে আমি 0.001 স্টিম বসাবো।এরপর মেমোর ঘরে যে কারণে বসাতে চাই তা লিখতে হবে।সর্বশেষ next button এ ক্লিক করে সব কিছু ঠিক থাকলে ওকে তে চাপ দিয়ে active key দিয়ে লগ ইন করলে স্টিম সেন্ড হয়ে যাবে।
৪.প্রশ্নঃ Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন। |
---|
স্টিমিট প্রোফাইল এর পাশে থ্রি-ডট মেনুতে ক্লিক করার পর কারেন্সি মার্কেটে ক্লিক করবো।
buy steem এ যাবো। সেখানে প্রাইজ এর ঘরে অর্ডার বুক দেখে প্রাইজ বসাবো তাহলে স্টিম তারাতাড়ি buy করা হবে। এমাউন্ট এর ঘরে 0.001SBDএমাউন্ট বসিয়ে buy steem ক্লিক করবো।তারপর কনফার্ম করে ওকে ক্লিল করবো।সব শেষে active key দিয়ে সাইন ইন করে নিবো।তাহলেই SBD থেকে STEEM এ কনভার্ট হয়ে যাবে।
৫.প্রশ্নঃ Exchange site এ একটি Account Create করুন। |
---|
poloniex একাউন্ট খোলার জন্য প্রথমে আমি
Poloniexএ যাব।তারপর সাইন ইন ক্লিক করতে হবে।এবার একটা নতুন একাউন্ট খোলার পেজ ওপেন হবে। পেজ এ
ইমেইল এর ঘরে আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিতে হবে একটা ৮ক্যারেক্টার এর। তারপর ক্রিয়েট একাউন্ট চাপ দিতে হবে।
এখন ক্যাপচা ভেরিফিকেশন আসবে।তারপরে ইমেইল এ কোড আসবে। কোডটি কপি পেস্ট করে বসিয়ে দিয়ে continue ক্লিক করলেই নতুন একাউন্ট ওপেন হয়ে যাবে।
৬.প্রশ্নঃ আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন। |
---|
প্রথমেই আমি আমার poloniexএকাউন্ট এ গিয়ে একাউন্ট এর wallet ওপেন করে নিব।wallet এ গিয়ে deposite/buy এ ক্লিক করে নিব।তারপর সার্চ অপশন এ স্টিম লিখে, স্টিম এ ক্লিক করবো।
তারপর steem address এবং show memo কপি করে নিব।
steemit wallet এসে ট্রান্সফার এ যাব।
পরিশেষে মেমো এবং কপি করা ঠিকানা এনে পেস্ট করে দিয়ে এমাউন্ট লিখে active key দিয়ে সাইন ইন করে করে নিতে হবে।এখন এক্টিভিটি পেজ এ গিয়ে ডিপোজিটকৃত ব্যালেন্স দেখতে পাবো।
৭.প্রশ্ন: Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন। |
---|
প্রথমে পলোনিক্স সাইটে ইমেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে নিব।তারপর trade এ ক্লিক করে spot ক্লিক করে নিয়ে steem/usdt সিলেক্ট করে নিব।
USDT Exchange করার ক্ষেত্রে আমি সেল অপশন এ গিয়ে অর্ডার বুক থেকে প্রাইজ সিলেক্ট করে প্রাইজের ঘরে প্রাইজ বসিয়ে নিয়ে এমাউন্টে যত Steem এর USDT করতে চাচ্ছি তা সেখানে বসাবো এবং Sell এ ক্লিক করব।তাহলেই steem থেকে usdt তে কনভার্ট হয়ে যাবে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X_promosion
দেখতে দেখতে তুমি সবগুলো লেভেল পার করে আসলা।আজকে লেভেল ৪ এর লিখিত পরীক্ষা দিলা, পরীক্ষাটি খুবই সুন্দরভাবে দিয়েছো।ভেরিফাইড মেম্বার হওয়ার দ্বারপ্রান্তে তুমি।তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর উপস্থাপনা প্রতিটা বিষয় একদম স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন। লেভেল ৪ থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে প্রতিটা টপিক তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।