চোই পিঠার নাম প্রথম শুনলাম। বানানোর প্রক্রিয়ার পড়েও তো মনে হচ্ছে না আগে কখনো খেয়েছি। প্রথমে তো দেখে আমি আলু ভাজি মনে করেছিলাম। আপনার অবশ্য ভালো হয়েছে ফ্রোজেন অবস্থায় পেয়ে গিয়েছেন। বানানোর ঝামেলা থেকে বেঁচেছেন। দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। এরপর দেশে আসলে বানিয়ে খাওয়াবেন। নতুন একটি রেসিপি ।ভালো লাগলো দেখে।