কদবেল তো সব জায়গায় মাখানো পাওয়া যায়। সব কদবেল একই স্বাদের হবে নাকি? আপনার কদবেল কেনার আগে আরও বেশি খোঁজ নেওয়ার দরকার ছিল। যাই বলেন আর তাই বলেন আপনার কদবেল মাখার গল্প শুনে এখন কদবেল খেতে ইচ্ছা করছে। আপনার মত যেখান সেখান থেকে কদবেল কিনে ধরা খাবো নাকি তাই চিন্তা করছি। যাইহোক মজা লাগলো আপনার পোস্টটি পড়ে।
ঠিক বলেছেন আপু সবখানে পাওয়া যায় কিন্তু সবগুলোর স্বাদ একইরকম হয়না তবে এতোটা খারাপ হবে বুঝতে পারিনি যদি ছবি তুলে রাখতে পারতাম তাহলে দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পারতেন।খাওয়ার আগে অবশ্যই আমার কথা মনে রেখে খাবেন তাহলে আর ঠকবেন না..।😂