বার্ধক্যে একাকিত্বের কষ্ট (তৃতীয় পর্ব)
শফিকের যখন তার বাবার কথা খুব বেশি মনে পড়ে। তখন সে সুলতান মিয়ার সাথে এসে গল্প করতে থাকে। সুলতান মিয়া শফিকের কাছে তার বাবাকে নিয়ে অনেক গল্প করেন। এভাবেই দিনকাল কেটে যাচ্ছিলো। একদিন শফিক সুলতান মিয়ার খোঁজ নিতে এসে দেখেন তিনি ঘরের ভিতরে শুয়ে প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন। তা দেখে শফিক বুঝতে পারেন সুলতান মিয়াকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। তখন শফিক তার সাথে আরো কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে সুলতান মিয়াকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে কয়েকদিন ভর্তি থেকে চিকিৎসা হওয়ার পরে সুলতান মিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ছেড়ে দেন। যে কদিন সুলতান মিয়া হাসপাতালে ছিলেন। সেই কয়দিন শফিক তিন বেলা এসে তার খবর নিয়েছে। বাড়ি থেকে তার জন্য রান্না করে নিয়ে এসেছে। সুলতান মিয়া শফিকের দিকে তাকিয়ে থেকে নিজের ছেলে মেয়ের জন্য খুব আফসোস করতে থাকে। চিন্তা করতে থাকেন যেই ছেলে মেয়ের জন্য তিনি এত কষ্ট করেছেন তারা অসুস্থ বাবার খবরটা পর্যন্ত নেয় না।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
সুলতান মিয়ার ছেলে মেয়েরা খুবই নিষ্ঠুর। এমন ছেলেমেয়ে থাকার চেয়ে না থাকাটাই ভালো। তবে শফিক খুব ভালো মনের মানুষ। তাইতো সুলতান মিয়ার পাশে এভাবে দাঁড়িয়েছে। যাইহোক গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।