This post was hidden due to low ratings.

Sort:  
 4 days ago 

আপু কবুতরের মাংস খেতে অনেক মজা। আর কবুতর হচ্ছে শান্তির প্রতিক। তবে আমাদের কমিউনিটিতে কবুতরের রেসিপি শেয়ার করার নিষেধ। ধন্যবাদ আপু।

 4 days ago 

বেশ দারুণ একটা রেসিপি আমাদের মাকে শেয়ার করেছেন। তবে আমি যতটা জানি এই কবুতরের রেসিপি এখানে শেয়ার না করাটা ভালো। কারণ এটা শান্তিপ্রিয় পাখি। তাই এই বিষয়টা একটু এড়িয়ে চলতে হয় শুনেছিলাম। তবে যা হোক এই রেসিপি কিন্তু শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 4 days ago 

কবুতরের মাংসের ভুনা রেসিপি আমার খুবই প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কবুতরের মাংস ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এত সুন্দর একটি মাংস রেসিপি দেখে বেশ ভালো লাগলো। আপনি প্রতিটি উপকরণ একদম সমানভাবে মিশ্রণ করার মাধ্যমে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 4 days ago 

কবুতরের মাংস, অর্থাৎ পায়রার মাংস! পায়রার মাংস যে খায় তাই আমি জানতাম না। আপনি নতুন একটি রেসিপি আমার সামনে তুলে আনলেন। বাড়ির চারদিকে প্রচুর পায়রা বসে থাকতে দেখি। কিন্তু তাদের মাংস যে খাওয়া যায় সেটা জানতাম না। আসলে আমাদের পশ্চিমবঙ্গে পায়রার মাংসের প্রচলন নেই। তাই নতুন পদটি দেখে বেশ ভালো লাগলো।

 4 days ago 

কবুতরের মাংসের রেসিপি পোস্ট, কোন ভাবেই কমিউনিটির পক্ষ থেকে ভোটের জন্য মনোনীত হবে না। দয়া করে কমিউনিটির নিয়ম কানুন গুলো আবারও পড়বেন। কবুতর শান্তির প্রতীক।

ধন্যবাদ।

 3 days ago 

সরি ভাইয়া ভুল হয়ে গেছে। ভবিষ্যতে আর এমন ভুল হবে না। ধন্যবাদ ভাইয়া।

 3 days ago (edited)

কবুতর আমাদের বাসাতেও রয়েছে মাঝে মাঝেই খাওয়া হয়। আপনি সঠিক বলেছেন কবুতরের মাংস আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী এবং স্বাস্থ্যকর। কবুতরের মাংসের লোভনীয় রেসিপি তৈরি করেছেন।প্রসেস এবং বর্ণনা দুটোই সুন্দর হয়েছে। চেষ্টা করব আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে নিজে বাসায় তৈরি করে খাওয়ার জন্য।

আপু আমি আপনার জুনিয়র হলেও একটা কথা বলতেই হয় কবুতর রেসিপি হয়তো আমাদের কমিউনিটিতে এলাও নয়।ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা ব্যক্ত করছি।

 3 days ago 

কবুতরের মাংস খেতে মজাদার। বেশ সুন্দর হয়েছে রেসিপিটি তবে আমার বাংলা কমিটিতে কবুতরের মাংস রেসিপি দেয়া নিষেধ তা তো লেভেল ওয়ানেই শেখানো হয়েছে। আপনি হয়তো মনের ভুলে দিয়ে ফেলেছেন তা বুঝতে পারছি। ধন্যবাদ।

 3 days ago 

একটি টিকেট ক্রিয়েট করুন।