হঠাৎ চোখের ডাক্তার দেখানো।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
আমার আর বোনের চোখের সমস্যা তো অনেক আগে থেকেই। আসলে আমরা পুরো পরিবার টাই চশমা পরিবার। সেই বিষয় এ তো আপনাদের আগে ও বলেছি।
এবার আসি হঠাৎ চোখ দেখানোর কারণ নিয়ে। আমি আমার বোনের চশমাটা ভেঙ্গে ফেলেছিলাম কুনই এর নিচে ফেলে তাও অনেক দিন হলো।
আর আমি পরীক্ষা দিতে গিয়ে বুঝলাম যে আমার ও চোখের সমস্যা হচ্ছে কারণ যেখানে আলোর সল্পতা সেখানে আমি কিছুই দেখতে পারছি না। আবার গাড়ি থেকে বাহিরে কোন লেখা পড়তে পারি না। তাই মাকে বললাম যে মা আমার চোখ দেখানো টা খুুব জরুরী।
তখন আমার মা আমাকে অনেক সুন্দর ভাবে বুঝালো যে বাবা আরও চশামা ছাড়া ফোন চালাবা, ঘুরবা বুঝছো।তালে তোমার ভবিষ্যতের মতো চোখটাও পুরোপুরি অন্ধকার হয়ে যাবে।
অবশেষে গত ৩০ /১০/২০২৪ তারিখ গিয়েছিলাম চক্ষু হাসপাতাল। সেখানে দেখি লম্বা লাইন, যে লোক রিসেপশন এ থাকে সে আমাদের পরিচিত তাই আমাদের আগে সিরিয়াল দিয়ে দেয় কিন্তু সেদিন তিনি না থাকায় আর দুর্নীতি করতে পারি নি। অনেক্ষন অপেক্ষা করে তারপর সিরিয়াল পেয়েছি।
ডাক্তার দেখলো আর বলল চোখের পুষ্টির অভাব, এটা শুনে আমি মনে মনে অনেক হাসলাম কারন আমি যে মোটা আমার ও পুষ্টির অভাব। ডাক্তার একটা ভিটামিন দিলো আর চশমার পাওয়ার বাড়ায় দিলো। বোনের ও চশমার পাওয়ার বাড়ছে।
এরপর গেলাম চশমা কিনতে। নতুন নতুন চশমা পড়তে ভালোই লাগে। অনেক খুঁজে একটা চশমা পছন্দ করলাম।
তারপর বোনের জন্য একটা গিফট কিনে বাসার দিকে রওনা দিলাম।
ডাক্তার বললো চশমা দুজনেই সবসময় পড়বে। আর পড়ার সময় বিশ মিনিট পর পর চোখ রেস্ট দিবে।আর ফোন কম চালাবে।এটা শুনে আমি আবার ও হাসলাম কারন আমি দশ মিনিট ও একটানা পড়ি না।
আর বললো প্রতি ছয় মাস পরপর চোখ দেখাতে।
যাইহোক আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডাক্তার এবং আপনার মায়ের কথা শুনে হাসি পেলেও, এটা একটা বাস্তবতা, ভাই। চোখের পাওয়ার কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ডিভাইস স্ক্রিন। আমরা সবাই এই রোগে আক্রান্ত।
আশা করি ডাক্তারের পরামর্শ গুলো পালন করার চেষ্টা করবেন।
ভাল থাকুন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনি ও ভালো থাকুন ভাইয়া।
ইদানিং বেশিরভাগ লোকজনের চোখের সমস্যা দেখা যায়। আপনার মা অবশ্য ঠিকই বলেছে সারাদিন মোবাইল দেখলে চোখের সমস্যা হবেই। ভালো করেছেন ভাইয়া সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে গিয়ে। তা না হলে পাওয়ার আরো বেড়ে যেত। যাই হোক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনাদের পুরো পরিবারেরই চোখের একটা না একটা সমস্যা এবং সবাই চশমা ব্যবহার করেন যেন খুবই খারাপ লাগলো। আসলে আগে মনে করতাম যারা চশমা পড়ে তাদেরকে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু না আসলেই চশমার পিছনে অনেক দুঃখের জীবন রয়েছে। কারণ আমি নিজেও গত কয়েক মাস ধরে চোখে সমস্যায় ভুগছি। এর আগে আমার কোন রকম চোখের সমস্যা ছিল না বেশ কয়েকদিন আমার চোখের সমস্যা দেখা দেওয়ার পর হসপিটালে যাই ডাক্তার আমাকে চশমা দিয়ে দিল। আর কি শুরু হলো চশমাময় জীবন।