স্বপ্নের বাড়ি নির্মাণ
কেমন আছেন আমার সকল স্টিমিট ও আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, অবশ্যই আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও মোটামুটি ভালোই আছি। দীর্ঘ প্রায় তিন মাস পর আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম নতুন রূপে নতুন সাজে। জানি এই দীর্ঘ সময়ে অনেক কিছুই ঘটে গিয়েছে, আর সেগুলো হয়তো আমি মিস করেছি। আর মিস করার পেছনেও রয়েছে অনেক কারণ।
বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন আমি প্রায় তিন মাস আগে দেশের বাড়িতে চলে আসছিলাম, খুব গুরুতর একটা সমস্যার কারণে মালয়েশিয়া থেকে। আর এসে আমি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছি এখনো পর্যন্ত। এখনো ফেরা হয়নি মালয়েশিয়াতে, বর্তমানে রয়েছি নিজের দেশেই আর ভাবছি ঈদের পরেই ফিরব।
এমতা অবস্থায় নিজের মনের ভেতরে একটা খেয়াল আসলো ভাবলাম কাছে অল্প কিছু টাকা রয়েছে সাথে আমার এই প্লাটফর্মেও কিছু টাকা রয়েছে। যেটা দিয়ে মোটামুটি ভাবে আমি আমার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারব। জানি বাড়ি টি পরিপূর্ণভাবে শেষ হবে না, তারপরও শুরু করতে পারব। যদি শুরু করতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন শেষ হবে।
তাইতো আমার একাউন্টে যতগুলো স্টিম ছিল তা আমি সব উঠিয়ে নিয়েছি। তারপর নিজের কাছে অল্প কিছু টাকা ছিল, সেগুলো দিয়ে আমি আমার স্বপ্নের বাড়ি তৈরি করা শুরু করে দিয়েছি।
আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বাড়িটি খুব তাড়াতাড়ি শেষ হয়, আপনাদের মাঝে আমার বাড়ি তৈরি কিছু দৃশ্য শেয়ার করেছি। সাথে সাথে আমি অবশ্যই এটা বুঝতে পারছি আমার এই প্লাটফর্ম থেকে আমার এই অ্যাকাউন্ট থেকে সবগুলো টাকা উঠিয়ে নেওয়া ঠিক হয়নি। তবে কিছু করার নেই হাতের অবস্থা এতটাই খারাপ যা বলে বোঝাতে পারবো না।
একেতো একদিকে ডাক্তার দেখাচ্ছি আমার অসুস্থতার জন্য, অন্যদিকে বাড়ি তৈরি করছি স্বপ্নটাকে বাজিয়ে রাখার জন্য। সব মিলিয়ে মোটামুটি দিনকাল ভালো যাচ্ছে, তাই ভাবলাম যখন আজকে একটু সময় পেয়েছি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। আর অবশ্যই এখন থেকে আমার চেষ্টা থাকবে প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ বজায় রাখার, আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু বিষয়ে তুলে ধরার, গ্রামের পরিবেশ গ্রামের সৌন্দর্য কে নিয়ে।
তাই বন্ধুরা, এতদিন গ্যাপের পর আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরিশেষে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আমি এই পুরো একাউন্টের টাকা উঠিয়ে নেওয়ার জন্য আসলে না হলে আর হচ্ছিল না, যার জন্য আমি উঠাতে বাধ্য হয়েছি। অনেক কষ্ট করে আমি স্টিমগুলো জমিয়ে ছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সেটা জমিয়ে রাখার সুযোগ দেয়নি সেটাকে খরচ করতেই হলো।
বন্ধুরা আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্বপ্নের বাড়ির জন্য দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি এটা পরিপূর্ণ করতে পারি দোয়া করবেন প্রবাসে এগিয়ে যেন আমি সঠিক ভাবে কাজকর্ম করতে পারি আর যে রোগের জন্য আমি মূলত দেশে আসছিলাম সেটার জন্য সুস্থ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/md_mamun123456/status/1900070106014613728
এটা আমাদের Dao Proposal। অবশ্যই সকলে ভোট দিবেন, কমিউনিটির সকলের জন্য এটা বাধ্যতামূলক। এ সম্পর্কিত সহজ টিউটোরিয়াল দেখুন এখানে-https://steemit.com/hive129948/@rex-sumon/dao-reserve-fund
Vai
অনেক ধন্যবাদ