Movie:-#Hachi:ADogTaleভালবাসার একটা ভাষা আছে,অপেক্ষার একটা ধর্ম আছে এই মুভি দেখে হাড়ে হাড়ে টের পাইলাম।

in #imdb7 years ago

IMDb:-(8.1/10)
Year:2009

ভালবাসার একটা ভাষা আছে,অপেক্ষার একটা ধর্ম আছে এই মুভি দেখে হাড়ে হাড়ে টের পাইলাম।এর চেয়ে মাস্টারপিস গল্পের মুভি হয়তো গন্ডায় গন্ডায় খুঁজে পাওয়া যাবে,কিন্তু #EmotionalTorture খুঁজতে গেলে খুব কম পাওয়া যাবে।জাপানী একটি কুকুর আর তার মনিবের সত্যিকারের নিঁখুত ভালোবাসার গল্প থেকে মুভিটির গল্প সাজানো হয়েছে।পরিচালকের জন্য সত্যিই হাততালি কুকুরের অভিব্যক্তি এমনভাবে ফুঁটিয়ে তুলেছেন,কুকুরের চাহনী যে কারো মনোজগত উত্থাল-পাতাল করে।আর শেষ বিশ মিনিটের ইমোশনাল টরচার সত্যিই নেয়া যায় না।নিখুঁত কুকুরের মনিবের সত্যিকার ভালোবাসা গল্প