মনে পড়ে তার কথা অনেক বেশি,, বলতে পারি না তাকে অনেক বেশি ভালোবাসি।

in Incredible India4 days ago

আজ কয়েক দিন ধরে নিজের মধ্য কিছু চিন্তা চলে আসছে যে গুলোর উত্তর আমি খুঁজে পাই না। আম্মা মারা যাওয়ার বেশ কিছু দিন পরে আব্বু বিয়ে করে। যেটা আমি মেনে নিতে পারি নাই। পারি নাই মায়ের জায়গায় অন্য কোনো মহিলা কে বসাতে। তারও একটি মানুষের প্রয়োজন ছিলো এটা হয়তো বা আমি অনুভব করতে পারি।

তবে একথা ভুললে হবে না অনেক মানুষ আছে অল্প কিছু দিনের সম্পর্ক করে বিয়ে না করে সারাটা জীবন পার করছে। তাহলে আমার আম্মা আমার আব্বুর সাথে সংসার করেছে ৪২ বছর। তাদের মধ্য কি ভালোবাসা ছিলো না এখন এই শেষ বয়সে এসে বিয়ে করা অনেক প্রয়োজন ছিলো কি। সে কি আমার মাকে ভালোবাসতো না এই ধরনের চিন্তা নিয়ে আমি আমার মায়ের জায়গায় অন্য কোন মহিলাকে বসাতে পারি নাই।

দিন শেষে সে তো আমার বাবা তার সাথে কথা বলি না এক বছর হয়ে গেলো হয়তোবা কিছু দিন কম আছে। তবে তার কথা মনে পড়ে সব সময় অনেক বেশি। মাকে যতটা ভালোবাসি বাবাকেও ততটা ভালোবাসি। তবে বাবার এই কার্যক্রমটি আমার পছন্দ না। তাই তার সাথে বর্তমানে কোন সম্পর্ক আমার নেই।

তবে রাত হলে অনেক কথা নিজের মনে চলে আসে ভুলতে পারি না বাবার কথা। ভুলতে পারি না মা মারা যাওয়ার কথা ভুলতে পারি না মায়ের জায়গায় অন্য কোন মানুষকে আসা। আমাদের সংসারটি কতটা সুন্দর চলছিল আম্মা মারা যাওয়ার পরেও ভালোই চলছিল। সব কিছু এক নিমিষে ধ্বংস হয়ে গেলো আব্বা বিয়ে করার পরে।

তবে এখান থেকে বেশ কিছু দিন আগে বাবাকে নিয়ে একটি ভিডিও দেখছিলাম। দেখছিলাম সন্তান তার বাবাকে কতটা ভালোবাসে। নিজের অজান্তে চোখ দিয়ে অঝোরে পানি পড়ে আশে আমার। কাউকে বলতে পারি নাই আমি আমার বাবাকে কতটা ভালোবাসি। বলতে পারি নাই বাবার সাথে তোমার জন্য কান্না করি। বলতে পারি নাই বাবার সাথে অনেক ভালোবাসি তোমাকে।

তবে খারাপ লাগাটা নিজের কাছে আছে এখন বর্তমানে বাবার কাছে অনেক খারাপ হয়ে আছি আমি। বাবা হয়তো বা এখন অনেক ভালই আছে তার মনে পড়ে না আমাদের কথা। আমাদের মনে পড়লেও রাগের জন্য তার কাছে কথা বলি না। তার জন্য সব কিছু সুখ আমরা দিতে চেয়েছিলাম শুধু একটি মানুষ ছাড়া। কিন্তু আমাদের এই সুখ গুলো তার কাছে কিছুই ছিলো না। তার ছিলো একটি মহিলার প্রয়োজন যেটা সে নিয়ে আছে এখন।

এই পৃথিবীতে অনেক মানুষ আমি দেখেছি তারা সন্তানের সুখের জন্য নিজেকে সারা জীবন একা করে রেখেছে। সন্তানের সামনে ভালো বাবা হওয়ার জন্য বিয়ের কথা চিন্তা করে না। অনেক মানুষ আছে বাচ্চা হওয়ার সময় মা মারা যায় বাবা সেই বাচ্চাটি মানুষ করার জন্য বিয়ে না করে থাকে। সেখানে আমরা দুই ভাই অনেক বড় বড় বাবার বয়স হয়ে গিয়েছে। কি দরকার ছিলো তার এখন বিয়ে করার সে এখন পারে না কোনো কাজ করতে। নাই তার কোনো নিজের উপার্জন করার মতো রাস্তা।

এই ছবিটি আগে ব্যবহার করা হয়েছে এই কমিউনিটিতে।

এতো দিন যাবত চলাফেরা করতো আমাদের দুই ভাইয়ের টাকাতে কিন্তু আমাদেরও তো একটি ভবিষ্যৎ আছে। সে যদি আমাদের চিন্তা করত এক বার তাহলে এই সিদ্ধান্তটা সে নিতে পারতেন না। অনেক মানুষ অনেক ভাবেই বিষয়টি দেখে থাকে। তবে আমাদের জায়গায় এসে সেই মানুষ টি দেখলে সে বুঝতে পারত। যে মহিলা টিকে আমার বাবা এখন বিয়ে করছে তার প্রতি দিন খরচ আসে ৩০০ টাকা করে।

আমরা এই বাহিরে পরিশ্রম করে যাই আমরা কখনো চাইবো না একটি মানুষের জন্য ৩০০ টাকা প্রতি দিন ব্যয় হোক। টাকার কতটা মূল্য এটা আমরা বুঝতে পারি কারণ এই বাহিরে এসেছি তো টাকার জন্য পরিশ্রম করি ইনকাম করছি। আমাদের মধ্যবিত্ত পরিবারে ৩০০ টাকা মানে অনেক টাকা একটি মানুষের মজুরি দেয় ৫ ঘন্টা ৩০০ টাকা করে।

এই ছবিটি আগে ব্যবহার করা হয়েছে এই কমিউনিটিতে।

সেখানে যদি শুধু একটি মানুষের জন্য ৩০০ টাকা খরচ হয় তাহলে বাকি মানুষদের জন্য কতটা টাকা খরচ হবে। আমার জায়গায় আপনারা হলেও হয়তোবা এটা মেনে নিতেন না। বাবা এক টাকা ইনকাম করতে পারে না কিন্তু তার স্ত্রীর জন্য ৩০০ টাকা খরচ করতে হবে। আলাদা ভাবে বাবার ঔষুধ তার খাওয়া দাওয়া চায়ের দোকানে গিয়ে আড্ডা দেওয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়া তার পিছনে আরো দুই তিনশো টাকা খরচ।

এটা কোনো ছেলে মেনে নেবে বলে আমার মনে হয় না এইসব কারণ এর জন্য বাবার সাথে আজ সম্পর্ক নেই। তবে দিনশেষে আমিও তো একটি মানুষ মনে পড়ে বাবার কথা অনেক বেশি। মনে পড়ে তার সাথে চলার কথা মনে পড়ে ছোট থেকে সে কি ভাবে আমাদের বড় করেছে। তবে তার হয়তো বা আজ আমাদের কথা মনে নেই তাই তো সে অনেক ভালো আছে। আমি সব সময় দোয়া করি সে যেনো এইভাবেই ভালো থাকতে পারে নিজের কষ্টটা নিজের কাছেই থাক।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

@baizid123

Posted using SteemMobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 days ago 

আমরা চাইলো অনেক সময় অনেক কিছু ভুলতে পারিনা বিশেষ করে মা বাবার আদর ভালোবাসা যেগুলো একজন সন্তান কখনো ভুলতে পারে না।। আসলে আমাদের সবার চিন্তা ভাবনা একরকম হয় না যেমন আপনার বাবা বিয়ে করেছে কিন্তু আপনার পছন্দ হয়নি।। হয়তো আপনার বাবার মনে হয়েছে উনি যেটা করেছে সঠিক করেছে এটাই বাস্তব।।

 3 days ago 

আমি আমার মতো আছি সে তার মতো আছে অবশ্যই তবুও তার কথা ভুলতে পারি না দিন শেষে সে তো আমার বাবা ছিলো তবে আমি চাই সে ভালো থাকো ধন্যবাদ আপনাকে।