"Edited by canva" |
Hello,
Everyone,
আশাকরছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটছে।
প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একদিন বাদে আমার সপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করার জন্য। আসলে সব দিক থেকে মিলিয়ে একটু সমস্যার মধ্যে দিয়েই সময় অতিবাহিত হচ্ছে। এই কারণেই কাজের রুটিন একটু এদিক ওদিক হচ্ছে। তবে চেষ্টা করছি সমস্ত দিক সময় দেওয়ার। যাইহোক চলুন এই রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করি, গত সপ্তাহে করা আমার সকল কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ।

আমাদের কমিউনিটিতে কর্মরত একজন ইউজার কিছু ব্যক্তিগত কারণে পাওয়ার ডাউন দিতে বাধ্য হয়েছিলো। যদিও বিষয়টি তিনি আমাদের সাথে আগে শেয়ার করেছিলেন, এই কারণে কমিউনিটির তরফ থেকে তাকে ট্যাগ দেওয়া হয়েছিলো। যাতে কিউরেটররা ট্যাগ লক্ষ্য করে বিষয়টি জানতে পারেন।
পরবর্তীতে পাওয়ার ডাউন স্টপ করার পর, তিনি পুনরায় কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন, তাই তাকে অনুমতি দেওয়ার পাশাপাশি তার ট্যাগটাও পরিবর্তন করে দেওয়া হয়েছিলো। এই মুহূর্তে তিনি ক্লাবের মধ্যে নেই, তাই ক্লাব চেক করে তাকে সঠিক ট্যাগ দিয়েছিলাম, যাতে পুনরায় নিজের কাজ শুরু করতে পারেন।

"কমিউনিটিতে চলমান কনটেস্ট" |
এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে কমিউনিটি কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট চলছে, যেটি গতকাল থেকে শুরু হয়েছে। বিষয়বস্তুর নির্বাচনে এইবারও ম্যাম ভিন্নতা রেখেছেন। আশাকরছি ইতিমধ্যেই আপনারা সকলে পোস্টটি পড়েছেন। তবে যারা এখনও পড়েননি অবশ্যই তাদের জন্য লিংকটি আমি নিচে শেয়ার করবো এবং সকলের কাছে অনুরোধ থাকবে এই ককনটেস্ট অংশগ্রহণ করার।
কমিউনিটিতে চলমান কনটেস্ট

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট" |
প্রত্যেক সপ্তাহের মতো নির্দিষ্ট দিনেই গত সপ্তাহে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমি শেয়ার করেছিলাম, যেখানে প্রত্যেকটি ইউজারের এনগেজমেন্ট যথেষ্ট লজ্জাজনক ছিলো। ব্যতিক্রম ছিল মাত্র এক থেকে দুইজন, যারা প্রতি সপ্তাহে নিজেদের কার্যক্রম বজায় রাখার চেষ্টা করেন। তবে একটা পরিবারকে কখনোই দুজনের সাহায্যে এগিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়, এই বিষয়টা আশাকরি সকলেই জানেন, তাই সকলের কাছে অনুরোধ করবো নিজেদের দিক থেকে যথাসম্ভব এনগেজমেন্ট বৃদ্ধি করার চেষ্টা করুন।
এনগেজমেন্ট রিপোর্ট

"বুমিং সংক্রান্ত কার্যাবলী" |
বুমিং সংক্রান্ত কার্যাবলী একটা প্রতিদিনের কাজ, যেটা আপনারা সকলেই এতোদিন সাপ্তাহিক রিপোর্ট পড়ে অবগত হয়েছেন। এই মুহূর্তে যদিও বেশ সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত হচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও চেষ্টা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিদিন বুমিং সংক্রান্ত দায়িত্ব পালন করার।

সত্যি বলতে একেবারে সঠিক নিয়ম পালন করে এই মুহূর্তে হয়তো পোস্ট ভেরিফিকেশন করতে পারছি না। তবে প্রতিদিন সময় নিয়ে পোস্ট ভেরিফিকেশন করছি এবং চেষ্টা করছি যাতে নিজের দিক থেকে বেশি সময় দিতে পারি। তবে সময়ের তারতম্যের কারণে প্রতিদিনের ভেরিফিকেশনের সংখ্যাটা আসলে সঠিক ভাবে রাখার সুযোগ হয়নি, এইজন্য দুঃখিত।

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী" |
সারা সপ্তাহ জুড়ে কমিউনিটির ইউজার হিসেবে প্রতিদিন পোস্ট শেয়ার করাটা আমার দায়িত্ব। তবে এই সপ্তাহে রিপোর্ট উপস্থাপন করতে একটা দিন দেরি হয়ে গেলো, তবে সপ্তাহব্যাপী কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তার সংক্ষিপ্ত বিবরণ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, -

এই ছিল আমার গত সপ্তাহের সকল কার্যাবল, যেগুলি আমি সঠিকভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই সপ্তাহে ডিসকর্ডে খুব বেশি অ্যাক্টিভ থাকার সুযোগ হয়নি, তবে যখনই সুযোগ পেয়েছি চেষ্টা করেছি কমিউনিটির কাজে নিজেকে যুক্ত রাখার। আশাকরছি পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নত হবে এবং পূর্বের মত নিজেকে কমিউনিটির সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত রাখতে পারবো। সকলের সারাদিন অনেক ভালো কাটুক, সেই প্রার্থনা করে এই সপ্তাহের রিপোর্ট আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।

আবারো আপনি আপনার একটা সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন আসলে এখানে দুঃখ প্রকাশ করার কিছুই নেই আমরা মানুষ সবকিছু সামলে নিতে আমাদের একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক।
তার পরেও বলব আপনি সব দিক সামনে নিয়ে সঠিকভাবে কাজ করে যাচ্ছেন এটা দেখেই বেশ ভালো লাগছে। যেহেতু অনেকেই পাওয়ার ডাউন দেয়া শুরু করেছে এবং আবার নতুন করে কাজ করা শুরু করছে তাদের ট্যাগ পরিবর্তন করে দিতে হবে এটাই স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ আপনার গত সপ্তাহের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।