"The weekly job I concluded being a Co-Admin"

in Incredible India15 days ago
3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...Z4SX4t89RF9goYpBGgwAx6bPodDHkwChKEUZKDbSZ3srKcufPJ2EGWcyhDBkBNE61anqai7krcrCaydTSgg7nXXYSWrYAGiNLnhewm1PJyetWgyrVVNzvMKGni.png
"Edited by canva"

Hello,

Everyone,

আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের দিনটি আপনাদের সকলের বেশ ভালো কাটছে।

একটি সপ্তাহ পার করে আজ আমি আবার আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি আমার সপ্তাহিক রিপোর্ট। যেখানে গত সপ্তাহে কমিউনিটিতে করা সকল কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে শুরু করি, -

1672344690977_010726.jpg

"ট্যাগ পরিবর্তন"

IMG_20250228_105657_105758.jpg

আজকাল প্রতি সপ্তাহেই কমবেশি ইউজারদের ট্যাগ পরিবর্তন করার আবশ্যকতা লক্ষ্য করছি। বেশিরভাগ ইউজার ক্লাব বহির্ভূত থাকছেন। এই সপ্তাহে একজন ইউজার ক্লাব বহির্ভূত হয়েছিলেন। যদিও পরবর্তীতে মন্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি স্টিম কিনে বাইন্যান্স থেকে ওয়ালেটে এনে এসবিডিতে কনভার্ট করেছিলেন। পরে আবার সেই এসবিডি স্টিম কনভার্ট করে তিনি উইথড্র করেছেন।

আসলে স্টিম কিভাবে আসলো সেটা আমাদের দেখার বিষয় নয়। নিয়ম অনুসারে আমরা ক্লাব চেকিং লিংক দিয়ে চেক করি ও ওয়ালেটের যে ডিটেইলস দেখতে পাই সেইটাই আমাদের কাছে সত্যি। তাই সেই অনুযায়ী এই সপ্তাহে আমি ইউজারের ট্যাগ পরিবর্তন করেছিলাম।

1672344690977_010726.jpg

"কমিউনিটিতে চলমান কনটেস্ট"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznJH7jEevP2FwxPP5hTBwHQDd2YmevLyv4PpQSAKo5QfHrQWVgwijxExhAHoUfsSef62s44NWo7gfm8wG.png

এই মুহূর্তে আমাদের কমিউনিটিতে কমিউনিটি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কনটেস্ট চলছে এবং বিষয়বস্তুটি খুবই আকর্ষণীয়। একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি "**প্রত্যেকটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। **" এই কথাটা আদেও কতখানি যুক্তিযুক্ত এবং এই প্রবাদ বাক্যের নিরিখে আপনার নিজের মতামত উল্লেখ করার কথা বলা হয়েছে।

আমার মনে হয় কমবেশি এই কথাটি আমরা সকলেই শুনেছি, তাই অবশ্যই এই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত ব্যক্ত করাটা খুব একটা কঠিন কাজ নয়। বিশেষ করে আমাদের কমিউনিটির সকল ইউজারদেরকে অনুরোধ করবো কমিউনিটিতে আয়োজিত কনটেস্টে অংশগ্রহণ করার জন্যে।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1PJU7H6HMi15VNfbNF6efjvjFnGTdD1AYLMrre2rZi6fF6Mf5LJpBnoK2rApZimUajkGQ4YocwLopdQhC.png

7NqGr5y7HSV19FVTGeUZefh4vVjAuEPNwiaZXzDN5HbBKrk6Kz693mtFeKgb51BauscvsZZxdyox7pjuPfAdYSaoASR86XtLr7CA2YDigwb4sqZd9YeRXACmJ4eoReKP4bnDPjZjZRCqBUSK19CzzVTY12HDQZ98xsYScdGQgpryvbPMneL7DDRBBuhLs4BEydTxeoK7Wr2D9TPqCHYi.jpeg

এছাড়াও আমাদের কমিউনিটিতে কর্মরত মডারেটর @nishadi89 কর্তৃক আয়োজিত একটি কনটেস্ট চলছে। যেটার বিষয়বস্তুও যথেষ্ট আকর্ষণীয়। স্টিমিট টিমের মেম্বার হওয়ার সুযোগ যদি আপনি পান, তাহলে আপনি কি কি পরিবর্তন আনতে চাইবেন, বা কিভাবে এই প্লাটফর্মকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেই সম্পর্কে আপনার নিজস্ব মতামতই এই কনটেস্টের বিষয়বস্তু। আশাকরছি আপনারা প্রত্যেকেই কনটেস্টে অংশগ্রহণ করে নিজেদের মতামত জানাবেন।

কমিউনিটিতে চলমান কনটেস্ট

1672344690977_010726.jpg

"অ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত কনটেস্ট সংক্রান্ত কার্যাবলী"

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1P9UGH8APyWcLvZVAzNY8dHAEWnfnFrY8NPa7QhdktiNRhXoVtaf6xFbhqpWJHSJ6VF8ehycfv7ZLYAr2.png

গত সপ্তাহে আ্যাডমিন ম্যাম কর্তৃক আয়োজিত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কনটেস্ট শেষ হয়েছিলো। খুব বেশি সংখ্যক মানুষের যদিও এই কনটেস্টে অংশগ্রহণ করেননি, তবে আমার মনে হয় এই কনটেস্টে অংশগ্রহণ করলে অনেকেরই সাংসারিক খরচের বিষয়ে অনেক খানি ধারণা বৃদ্ধি হতো এবং কোন দেশে জীবন-যাপন কতটা ব্যয়বহুল সেটা সম্পর্কেও জানা যেতো।

কয়জন অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছু মানুষের লেখা যথেষ্ট সুন্দর ছিলো, তাদের মধ্যে থেকেই তিন জনকে উইনার ঘোষিত করে গত সপ্তাহেই অ্যাডমিন ম্যাম উইনার এনাউন্সমেন্ট পোস্ট করেছিলেন। আর বরাবরের মতনই এই কনটেস্টের ডিটেইলস মেলের মাধ্যমে আমি ম্যামকে পাঠিয়েছিলাম।

Winners announcement Post

1672344690977_010726.jpg

"সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png

এনগেজমেন্ট এর অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। শুধু কমেন্ট নয় পাশাপাশি পোস্টের সংখ্যাও দিনে দিনে এতটাই কমছে যা লজ্জাজনক। প্রতি সপ্তাহে যখন এই এনগেজমেন্ট রিপোর্ট উপস্থাপন করি সত্যি কথা বলতে পুরনো দিনের কথা মনে পড়ে, যখন এই কমিউনিটি এনগেজমেন্টে সবার শীর্ষে থাকতো। তবে আজকাল সেটা স্বপ্ন।

কারণ আমাদের কমিউনিটির পুরনো ইউজাররাই এখন আর পূর্বের মতো কাজের ক্ষেত্রে মনোযোগী নন। আর নতুন যারা এসেছে তারা এনগেজমেন্ট এর গুরুত্ব সম্পর্কে ততটা ওয়াকিবহুল নয়, বা বিষয়টিকে গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করেন না। যাইহোক গত সপ্তাহের এনগেজমেন্ট রিপোর্টও যথেষ্ট লজ্জাজনক ছিলো। তৎসত্ত্বেও যেহেতু এটা আমার একটা দায়িত্ব, তাই প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে এই রিপোর্ট উপস্থাপন করার দায়িত্ব আমি পালন করি।

এনগেজমেন্ট রিপোর্ট

1672344690977_010726.jpg

"বুমিং সংক্রান্ত কার্যাবলী"

IMG_20250228_113734.jpg

বুমিং সংক্রান্ত কার্যাবলী একটি রোজকার দায়িত্ব এবং চেষ্টা করি সঠিক নিয়ম মেনে এই কাজটা প্রতিদিন করার। তবে ওই যে বললাম আমাদের কমিউনিটির ইউজাররাই এখন কাজ মনোযোগ সহকারে করে না। তবে যে কয়েকজন করেন তাদেরকে কাজ অনুযায়ী সাপোর্টের জন্য পোস্ট সিলেক্ট করাটা আমার দায়িত্বটা আমি সঠিক ভাবে পালন করার চেষ্টা করি।

1672344690977_010726.jpg

"পোস্ট ভেরিফিকেশন"

IMG_20250228_005542.jpg

পোস্ট ভেরিফিকেশনটা বড় দায়িত্বের একটি কাজ, যেটা প্রত্যেক মডারেটরকে অনেকটা দায়িত্ব সহকারে করতে হয়। এই মুহূর্তে একজন মডারেটর আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন, তাই তার কাজের দায়িত্বটুকু আমাদের ওপরে এসে পড়েছে। তবে এই দায়িত্ব পালন করতে ভালোই লাগে।

বিশেষ করে ভেরিফিকেশন করতে গেলে শুধুমাত্র যে পজেটিভ ফিডব্যাক দিতে হয় এমনটা নয়, অনেক সময় কোনো ভুল হলে সেটাকে ধরিয়ে দেওয়াটাও ভেরিফিকেশন করার একটি নিয়ম। যেটা আমি অনেকের পোস্টের ক্ষেত্রে করে থাকি। সেটা হ্যাশট্যাগ হোক, কিংবা বানান ভুল, অথবা বাক্য গঠন, কোথাও যদি আমার পোস্টের মধ্যে অসংগতি চোখে পড়ে, আমি সেই বিষয়টা কমেন্টের মাধ্যমে উল্লেখ করি।

ভেরিফিকেশনের তারিখভেরিফাইড পোস্ট সংখ্যা

21/02/2025- 4
22/02/2025- 5
23/02/2025- 8
24/02/2025- 6
25/02/2025- 3
26/02/2025- 7
27/02/2025- 6

1672344690977_010726.jpg

"কমিউনিটির সদস্য হিসেবে পালিত আমার কার্যাবলী"

এই কমিউনিটিতে বর্তমানে আমি কো-এডমিন পদে রয়েছে ঠিকই, তবে এই কমিউনিটির একজন সদস্য হিসেবেই আমি নিজেকে গণ্য করি। ফলতো সদস্য হিসেবে কমিউনিটির প্রতি আমার যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা সবসময়ই করে চলেছি। প্রতিদিন নিজের লেখা একটা পোস্ট শেয়ার করার দায়িত্বটি পালন করা সর্বোচ্চ চেষ্টা আমি করি, যার অন্যথা এই সপ্তাহেও হয়নি। তাই এই সপ্তাহে আমি কি কি পোস্ট শেয়ার করেছিলাম, তারা এক ঝলক নিচে উল্লেখ করলাম-

No.DateTitleThumbnail
01.21-02-2025"The weekly job I concluded being a Co-Admin"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1RqtRJTJHp1nEgjk8cMUEtE3jD98X4MES5frvUWDHZxHg61nUoULZZ99N1Sc...Z4SX4t89RF9goYpBGgwAx6bPodDHkwChKEUZKDbSZ3srKcufPJ2EGWcyhDBkBNE61anqai7krcrCaydTSgg7nXXYSWrYAGiNLnhewm1PJyetWgyrVVNzvMKGni.png
No.DateTitleThumbnail
02.22-02-2025The February Contest#2 by sduttaskitchen-My budget with$2003ossSWoLBnTDBGAQkAZ1aSQq54r9GMFgSia824jPo9mgBFve7Jn5MJ4ZY9LrcgTYguRLt4yx8txgv6hbq9neY9Wm6WNVXFWusTrd49FtNf...t72TzcjXhYNgYCUKnHAkCv1TsdN7mcDpMLEsZAMv5pL1ebwUzPMVEJwx4rJWHacPQFUDT2sWHoxN4UnJqBFdELx7csnX2w1T5kcYkvkivT6DDBJjzWMAMbYEpv.png
No.DateTitleThumbnail
03.23-02-2025"তোমায় ছাড়া দুই বছর পার হলো-ভালো থেকো ঠাকুরমা"DPuXdcXVgbcgkHvXoXAHYbABAwyuUkPo6WVByhU7chiBvJEQnv7iRYaiVVjuNW4TJZprYbfZiQQearkcfJjL7jehfCU2WvfxGWUyWfHU4d...YK2V8rnBfjRAcVbfs46Yfsa1teDJH98AzTDpjh1Kw8pguypYxZ1idH4Z93GkYh14J7bBfbt1dFfCh4EnQxrKdCGCVTgxqK8Y2Gdwq4unRZ2Er5u9U2oDx3hu2W.png
No.DateTitleThumbnail
04.24-02-2025"INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT"3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPomPVUv85hckuDgfzzvxxn2jW6FiHSSmyFZgGHhtWGHKi7kwoiPG48oSVgXV5...dS5pRudm1kNxNh9hFjivXaajJzyk44n5zQqkXKpGWBPuCqYe7nApe9xsw991wrLmzbtULDSiKxVLL3Kw3V2fE9zHqt6Xc9xJA6REHUgv3C7J6wC9ViieFszpZ4.png
No.DateTitleThumbnail
05.25-02-2025Better life with steem// The Diary Game// 24th February,2025JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yP3f4ntW9XZb3k2TUwvAUFQXqDZrpmb4pw88Trf8E8r6FZ6an3MQtv3ik99jJZXswDyEFyhHevwfRh9PpgNqzQFACaAp6.jpeg
No.DateTitleThumbnail
06.26-02-2025Incredible India monthly contest of February #2-Do you believe behind every successful man, there is a woman?2ai8Wx7yRZDoNcamXiWEb6bW3phQBZ4cV9Fq1No1NczS2d7YWaGVS2DBjHc8REPqoDGzx5vAuPnLhVoJiJWMsTgKi2wUb6fkhmryPJA4K4ky5HZFPBKNZ2yQk5kRup1w76ifMbedCgE8Tjs6zn9eCBHMpUJJ6iotoMHJQCJXLAHg2Jx2JEZU6N2MNw2hr1PmPV7EJ5gJSb3SBDan75Bxwbxy58fmE1uYNA.png
No.DateTitleThumbnail
07.27-02-2025"অনন্য অভিজ্ঞতা -Kunal Ganjawala live concert experience"KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CSb9PW2L98Chj8nPp9VictyEduTQP8dsoBD7hkqmD6dThkoCYNLNdacaJ1ZUo...jk8DjB1DbYTgyUKPAFxMRtv3VNnnnaD9VizNyY1qnPvH4DtNUS5LGDBuZLXLuZTzoBQFkD1Zsv9z5nZGigEGnDWSc8jnEqZ7x3UdbZZTerbj8D1nwH66VJnG5C.png

1672344690977_010726.jpg

"উপসংহার"

এই ছিলো এই সপ্তাহের আমার সকল কার্যাবলী সংক্ষিপ্ত বিবরণ। এছাড়া ডিসকর্ডে ইউজারদের সাথে কথা বলা এবং তাদের কোনো সমস্যা থাকলে সেগুলো শুনে সমাধান করার চেষ্টা করাটাও আমার একটি দায়িত্বের মধ্যেই পড়ে। আমি সেটা করারও চেষ্টা করে থাকি। তবে দুঃখের বিষয় বেশিরভাগ ইউজারদের ডাকা হলেও, সময় মতন তাদেরকে পাওয়া যায় না।

যাইহোক এই সকল দায়িত্ব পালন করার পাশাপাশি নিজের লেখা এবং অন্যের পোস্ট পড়ে কমেন্ট করার কাজও করার চেষ্টা করি। কমিউনিটির পাশে থাকার অনুরোধ আমি সবার কাছেই করছি, যারা ছিলেন বা আছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।

সকলে সুস্থতা কামনা করে এই সপ্তাহের রিপোর্ট এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে আবারো নতুন একটি রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকে ভালো থাকুন, ভালো কাটুক আপনাদের আজকের দিনটি। ধন্যবাদ


5c08ed51-26dc-462f-94f6-6f9e6e0fa2b4.gif

Sort:  
Loading...
 15 days ago 

আবারো আপনি আপনার সাপ্তাহিক কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি ঠিকই বলেছেন স্টিম কিভাবে ওয়ালেটে দেখার বিষয় নয়। আমরা চেক করে যেটা পাই ওটাই সত্যি।

কমিউনিটিতে প্রতি সপ্তাহে ভালো ভালো প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এবার আমাদের ম্যাম এবং আমাদের একজন মডারেটর আবারো প্রতিযোগিতার আয়োজন করেছে। দুইটা প্রতিযোগিতার বিষয়বস্তু অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সাপ্তাহিক কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 15 days ago 

কিছু মাসের জন্য মডারেশন করে বুঝতে পেরেছি তোমাদের কতটা পরিশ্রম করতে হয় সারা সপ্তাহ জুড়ে। আর এই পরিশ্রম প্রত্যেক সপ্তাহে তুমি করে থাকো। খুব সুন্দর করে তুমি একজন এডমিন হিসেবে এই কমিউনিটির জন্য দায়িত্ব পালন করে চলেছ। এর সাথে তোমার থেকে যেভাবে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আশা করছি ভবিষ্যতেও আরো শিখতে পারবো। অনেক ভালোবাসা নিও দিদি।