Better Life With Steem || The Diary game || 23th March 2025

in Incredible India4 days ago
20250326_193935_0000.jpg

Hello Everyone,,,

আশা করি, সকলে অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। বেশ কয়েক দিন যাবত আমার ব্যবহৃত কম্পিউটার ঠিক ভাবে কাজ করছে না। পাওয়ার চালু করলে কিছু সময় সচল থাকার পর আবারও বন্দ হয়ে যাচ্ছে।

এর আগেও এমন হয়েছে। বেশ কয়েকটা কারনে এমন হয়ে থাকে -

সাধারণত র‍্যাম কার্ডের উপর ময়লা জমলে এমন হয়। তখন র‍্যাম কার্ড খুলে ভালো ভাবে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলে পুনরায় ঠিক হয়ে যায়। তাই প্রথমে বাড়িতে নিজে নিজে সেটাই করলাম। তবে তাতেও কোনো লাভ হলো না।

তারপর মনে হলো হয়ত পাওয়া সাপ্লাইয়ের সমস্যা হয়েছে একারনে ঠিক মতো পাওয়ার সাপ্লাই করতে পারছে না এজন্য বন্দ হয়ে যাচ্ছে আবার মাদারবোর্ডের সমস্যাও হতে পারে এমনটাও ভাবলাম।

IMG_20250323_132213.jpg

নিজের শখের জিনিসের কোনো সমস্যা হলে সেটা ঠিক না হওয়া পর্যন্ত কেমন জানি ভালো লাগে না। তাই আজ সকালে কম্পিউটার নিয়ে খুলনায় রওনা হলাম। বাইরে ভীষণ রোদ ছিলো। তবে রাস্তায় যানজট কম থাকায় তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। প্রথমে অবশ্য গাড়ির জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়েছিলো।

IMG_20250323_134106.jpg ইউনিক কম্পিউটার, জলিল টাওয়ার, খুলনা

খুলনাতে পৌঁছে, চলে যাই জলিল টাওয়ারে। সেখানে আমার পরিচিত দোকান রয়েছে, পরিচিত বলতে সব সময় তাদের কাছ থেকেই সার্ভিসিং করা হয়। যাই হোক,

তারা পরিক্ষা করে বুঝতে পারলো যে কম্পিউটারের মাদারবোর্ডে সমস্যা হয়েছে। যে ভয় টাই পাচ্ছিলাম আগে থেকে সেটা হলো। পাওয়ার সাপ্লাই নষ্ট হলে খুব বেশি টাকা লাগতো না তবে সেই তুলনায় এবার বেশি খরচ হবে এটা ভেবে একটু খারাপ লাগছিলো আমার।

আমি কম্পিউটার কিনেছি ২০১৮ সালে তবে এতদিনে একবারও মাদারবোর্ডে সমস্যা হয় নি। আমার পরে যারা কম্পিউটার কিনেছে তাদের মধ্যে অনেকেরই মাদারবোর্ড পরিবর্তন করতে হয়েছে। সেই হিসাবে আমারটা অনেক দিন সার্ভিস দিয়েছে।

বিভিন্ন রকম মাদারবোর্ড রয়েছে। তবে আমি যেটা পছন্দ করলাম সেটার দাম ৬৬০০ টাকা এবং সাথে তিন বছরের ওয়ারেন্টি রয়েছে।

IMG_20250323_140305.jpg

যাই হোক, কম্পিউটার সার্ভিসিং এ দিয়ে আমি বুথে টাকা তুলতে যাই। তবে, সেখানে গিয়ে বাধে আরও বিপত্তি। ব্যাংকের সার্ভারে সমস্যা হচ্ছে এজন্য টাকা তোলা যাচ্ছে না। অনেকেই দেখলাম সেখানে দাড়িয়ে আছে। আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম কিন্তু কখন ঠিক তবে তারাও জানে না। তাই টাকা না তুলেই চলে আসলাম।

বুথ থেকে বেরিয়ে আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। আপনারা জানেন আমি মাঝে মাঝে কাগজের নকশা তৈরি করি তাই রঙ্গিন কাগজ কিনলাম এবং আঠা কিনলাম।

তাছাড়া গরমের সময় কারেন্টের লোডশেডিং এর ভোগান্তি হয় অনেক বেশি। তাই একটা IPS কেনার কথা ভাবছি। তাই দোকানে গিয়ে দাম শুনে আসলাম, ব্যাংক থেকে টাকা তুলতে পারিনি তাই আজ কেনা হলো না।

আমার ক্রয় করা জিনিসের মূল্য তালিকা:-

পণ্যের নামবাংলাদেশি মূল্যস্টিমিট মূল্যপণ্যের ছবি
মাদারবোর্ড৬৬০০ টাকা380.39 স্টিমIMG_20250323_173038.jpg
রঙ্গিন কাগজপ্রতি পিস ২ টাকা * ২৫ পিস = ৫০ টাকা2.88 স্টিমIMG_20250323_185238.jpg
কাগজের আঠা২০ টাকা1.15 স্টিমIMG_20250323_185201.jpg

ভাগ্য ভালো যে সাথে করে কিছু টাকা নিয়ে এসেছিলাম না হলে সমস্যায় পড়তে হতো। যাই হোক, ব্যাংক থেকে টাকা না তুলতে পারলেও কাছে থাকা টাকা দিয়েই বিল মিটিয়ে দিলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

যাই হোক, বাড়ি এসে ক্লান্ত লাগছিলো সেই সাথে ক্ষুধাও লেগেছিলো। তাই ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আর এভাবেই আমি আমার কার্যক্রম শেষ করলাম। সকলে অনেক ভালো থাকবেন।

Sort:  
Loading...
 3 days ago 

আপনি ঠিকই বলেছেন নিজের পছন্দের জিনিস যখন কোন সমস্যা দেখা দেয় সেটা ঠিক হওয়া পর্যন্ত আমাদের শান্তি থাকে না যাই হোক আপনি আপনার মাদারবোর্ড ঠিক করানোর জন্য খুলনাতে চলে গেলেন আসলে কম্পিউটারের মাদারবোর্ড মাঝে মাঝে ভালো হয় আবার মাঝে মাঝে অল্প কয়েক বছরের মধ্যেই সেটা ঠিক করতে হয়। আপনি কাগজের জিনিস তৈরি করতে পছন্দ করেন সেজন্য বেশ কিছু কাগজ এবং আঠা নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার আরো একটা দিনের কার্যক্রম আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।