ম্যামোরি কার্ড রিকভার করুন পিসি ইন্সপেক্টর দিয়ে

in #memory6 years ago

আপনি কি অসতর্কাবস্থায় আপনার ক্যামেরার ম্যামোরি কার্ড থেকে ছবি ডিলিট করে ফেলেছেন? চেক করার আগেই কি ফরম্যাট দিয়ে ফেলেছেন? ছবি/ফাইলগুলো কি খুবই জরুরী ছিল? কি করবেন তাই ভাবছেন তো?

আমি বলি কি করতে হবে, হয়ত আপনি আপনার ছবিগুলো পেয়েও যেতে পারেন। আপনি গুগলে সার্চ দিলে অনেকগুলো ম্যামোরি কার্ড রিকভারি টুল পেয়ে যেতে পারেন। যার মধ্যে খুব কমই ফ্রিওয়্যার। আর ফ্রিওয়্যার হলেও quality is not up to that mark you're looking for!

যাই হোক এইক্ষেত্রে যে ফ্রিওয়্যারটি সবচেয়ে কার্যকর প্রতিপন্ন হতে পারে সেটি হল " পিসি ইন্সপেক্টর স্মার্ট রিকভারি "

11.jpg
প্রথমত আপনার যে জিনিসটি নিশ্চিত করা জরুরী সেটি হল ফরম্যাট অথবা ডিলিট করে ফেলার পর আপনি আপনার ম্যামোরী কার্ডে আর কোন ছবি নতুন করে লোড করেন নি। নতুন করে ছবি লোড করায় ম্যামোরীতে ছবি অ্যাসাইন হয়ে গেলে আপনার ছবি রিকভার করা মুশকিল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পিসি ইন্সপেক্টর আপনাকে রিকভারির ক্ষেত্রে ১০০% গ্যারান্টি দিতে পারে না।

এই অসাধারন টুলটি Win 9x, ME, NT 4.0, XP এবং Windows™ 2000 প্ল্যাটফর্মকে সাপর্ট করে থাকে। এবং এই্ টুল যে সমস্ত পিকচার ফরম্যাটকে সাপর্ট করে থাকে সেগুলো হল -.jpg, .amr, .tif, .bmp, .gif, Canon.crw, Fuji.raf, RICOH.raw, Olympus.orf (E-XX), Olympus.orf (C5050), Nokia 3gp, Kodak.dcr, Minolta.mrw, Nikon.nef (D1H/D1X), Nikon.nef (D2H/D2X), Nikon.nef (E5000/E5700), Sigma - Foveon.x3f, mp4, quick time.mov (Konica Minolta). এবং ভিডিও ফাইলের মধ্যে.avi, QuickTime.mov ফরম্যাট and অডিও ফাইলের মধ্যে.wav, .dss ফরম্যাট ও রিকভার করা যাবে।

এই টুল শুধুমাত্র ক্যামেরার ম্যামোরি কার্ডের ক্ষেত্রে প্রযোয্য নয়, এটি যে কোন ধরনের ম্যামোরি স্টিকের ক্ষেত্র কাজ করতে পারে।

22.jpg
এইবার রিকভারি প্রসেস এর স্টেপগুলো একবার দেখে নেয়া যাক -

১. অবশ্যই আগে ইন্সটল করতে হবে। ম্যামোরি কার্ডটি লাগানো আছে কিনা কনফার্ম হয়ে নিন। এইবার পিসি ইন্সপেক্টর রান করুন।
২. এবার আপনার ম্যামোরি কার্ডের ড্রাইভটি সিলেক্ট করুন।
৩. ফরম্যাটের ক্ষেত্র.jpg সিলেক্ট করুন।
৪. এইবার রিকভার করা ফাইলগুলোর ডেসটিনেশান সিলেক্ট করুন। এবং সবশেষে
৫. START চাপুন।
সিম্পল। একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কাজের একটা টুল।

ডাউনলোড পিসি ইন্সপেক্টর