অপচয় করা ভালো নয়।

in আমার বাংলা ব্লগ10 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17428810737162324987620267370135.jpg


সোর্স


আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে সময় আমরা না বুঝেই আমাদের জীবনের অনেক কিছু অপচয় করে ফেলি যেমন সময়, এনার্জি, ভালোবাসা, ক্ষমতা, খাদ্য এবং অর্থ ইত্যাদি। আমরা অনেক সময় আমাদের জীবনের মূল্যবান সময় অযথাই ব্যয় করে ফেলি। এমন কোন কাজ করি যে কাজ করা আমাদের কোন দরকার নেই বা আমাদের উপকারে অথবা অপরের কোন উপকারে লাগবে না। আমরা আমাদের মূল্যবান সময় সঠিক কাজে বা কোন ক্রিয়েটিভ কাজে ব্যয় না করে অযথাই নষ্ট করে ফেলি। আর আমরা আমাদের জীবনের যে মূল্যবান সময় অপচয় করে ফেলছি সেই সময় আমাদের জীবনে কখনো ফিরে আসবে না আর আমরা তাকে কোন ক্রিয়েটিভ বা ভালো কাজে ব্যয় করতে পারব না। তাই আমাদের সব সময় আমাদের সময়ের মূল্যায়ন করা উচিত। যেসব মানুষ আমাদের জীবনে কোন উপকারে লাগেনা বরং আমাদের জীবনে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে সেই সব মানুষের সাথে সময় কাটানো বা কথা বললেও সময়ের অপচয় হয়। তাই আমরা প্রতিনিয়ত নিজে চেষ্টা করব আমাদের জীবনের মূল্যবান সময় যেন আমাদের প্রয়োজনীয় ব্যক্তি বা যারা আমাদের কাছের মানুষ তাদেরকেই দিতে। শুধু সময় নয় আমাদের কষ্ট করে উপার্জন করা অর্থ আমরা সঠিক মানুষের উপরেই ব্যয় করার চেষ্টা করব। অপাত্রে ঘি ঢালা যেমন ভালো নয় তেমন ভুল মানুষের ওপর অর্থ অপচয় করে অর্থ নষ্ট করা ভালো নয়। এতে আমাদের কোন উপকার হবে না বরং আরো বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি।


অপ্রয়োজনীয় মানুষদের সাথে কথা বললে বা অর্থ ব্যয় করা যে শুধুমাত্র আমাদের ক্ষতি হয় তা নয়, সাথে সাথে আমাদের এনার্জিও অনেক বেশি নষ্ট হয়। আমরা যখন কোন ভালো মানুষের সাথে মেলামেশা করি এবং সময় কাটাই তখন তাদের দ্বারা আমাদের মধ্যে কিছু পজিটিভ এনার্জি তৈরি হয় যা আমাদের জীবনে ভালো কিছু করার শক্তি তৈরি করে। কিন্তু যখন আমরা কোন খারাপ ব্যক্তির সাথে মেলামেশা করব বা সময় কাটাবো তখন সে ব্যক্তি আমাদের প্রতিনিয়তই খারাপ করতে থাকবে এবং আমাদের কোন ক্রিয়েটিভ কাজ করতে দেবে না বা আমরা জীবনে উন্নতি করি এমন কোন কাজ করতে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করবে। আর এইসব খারাপ দেখতে আমাদের সব সময় নেতিবাচক কথা এবং খারাপ পথে চলার কথাই শেখাবে যার ফলে আমাদের ভালো কিছু করার এনার্জি এবং মনোভাব নষ্ট হয়ে যেতে পারে। আমাদের কখনোই আমাদের জীবনের ক্ষতিকারক বা খারাপ মানুষের কথা শুনে চলা বা মেলামেশা কখনোই উচিত নয় কারণ এর ফলে আমাদের যে মূল্যবান এনার্জি নষ্ট হয়ে যায় তার জন্য আমরা জীবনে উন্নতি করতে পারি না।


আমরা আমাদের প্রিয় মানুষকে প্রয়োজন অতিরিক্ত ভালোবাসি , এই ভালোবাসাটা কখনোই খারাপ নয় তবে খারাপ তখনই হয় যখন ভালোবাসা একতরফা হয়ে যায়। কারণ যখন আমরা একতরফা একটি মানুষকে ভালোবেসে চলেছে দিনের পর দিন এবং অপর দিক থেকে ভালোবাসা তো দূরে থাক শুধুই অবহেলা পাচ্ছি। সে ক্ষেত্রেও কিন্তু আমাদের ভালোবাসার অপচয় হচ্ছে। ভালোবাসা একটি পবিত্র এবং সুন্দর অনুভূতি এই অনুভূতি আমরা অযোগ্য মানুষের উপর অপচয় না করে যে আমাদের ভালোবাসে তাকেই পর্যাপ্ত সম্মান এবং ভালোবাসা দিই তাহলে ভালোবাসা সঠিক মর্যাদা করা হবে। তাই একতরফা ভালোবেসে কখনোই আমাদের ভালোবাসা অপচয় করা উচিত নয়, এটা আমাদের অনুভূতি এবং সহজ সরল মন ক্ষতবিক্ষত হতে পারে। যার ফলে অনেক সময় আমাদের জীবনের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। আর শুধু ভালোবাসাই নয় ক্ষমতার প্রভাব অযথাই কাউকে দেখাতে নেই। আমরা যদি অযথাই কাউকে নিজের ক্ষমতা দেখাতে যাই তাহলে আমাদের ক্ষমতা অযথাই অপচয় করা হবে। সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োজনমতো নিজের ক্ষমতা দেখানোই হল বুদ্ধিমানের কাজ। আমরা ক্ষমতা কখনোই একদিনে অর্জন করি না। প্রতিনিয়ত নিজের কর্মফলে এবং কঠোর পরিশ্রমের ফলে কোন বিষয়ে ক্ষমতা তৈরি হয়।


আর আমাদের এই ক্ষমতা যদি আমরা অযথাই কারোর ওপর প্রয়োগ করি বা কাউকে প্রদর্শন করতে যাই তাহলে আমাদের এই ক্ষমতার অপমান করা হবে। শুধু ক্ষমতার অপচয় করলেই যে ক্ষমতার অপমান করা হয় এমনটি নয়। আমরা যদি খাদ্যের অপচয় করি তাহলে খাদ্যেরও অপমান করা হবে। আমরা প্রতিনিয়ত অতি কষ্টে কঠোর পরিশ্রমে অর্থ উপার্জন করি, যার বিনিময়ে আমরা খাদ্য প্রস্তুত করতে পারি নিজের কাছে। আর সে খাদ্য যদি অপচয় করা হয় অর্থাৎ খাদ্য প্রয়োজনে অতিরিক্ত নিয়ে না খেয়ে ফেলে দেওয়া হয়, অথবা খাদ্যকে তুচ্ছ মনে করে যখন তখন যেকোনো ভাবে অপচয় করা হয় তাহলে খাদ্য অপমানিত হয়। এবং খাদ্য এই অপমান সহ্য করতে না পেরে যারা খাদ্যের অপচয় করে তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটু একটু করে দূরে যেতে শুরু করে। ফলে তাদের জীবনে খাদ্যের সংকট বা খাদ্যের অভাব দেখা যায়। আসলে আমাদের জীবনে সব কিছুরই মর্যাদা করা উচিত। কোন কিছুই যদি অপচয় করা হয় তাহলে জীবনের ভারসাম্য নষ্ট হতে থাকে, যার ফলে জীবন নিয়ন্ত্রণ হারিয়ে সঠিকভাবে চলতে পারে না। আর আমাদের জীবনে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট দেখা যায়। তাই জীবন থেকে অপচয় নামক জিনিসটা সব সময় বর্জন করে চলতে হবে এবং আমাদের জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা সঠিকভাবে চলতে পারব এবং সুখী হয়ে বাঁচতে পারব।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 10 days ago 

1000035976.jpg

1000035975.jpg

1000035974.jpg