আবেগের কবিতা || হৃদয়ের ভাসা কল্পকথা || Original Poetry by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

birds-979262_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি একটু বেশী ব্যস্ত আছি, আসলে বছরের শেষের দিকে আমার চাপের পরিমান একটু বেড়ে যায়। না এই চাপ আবার সেই চাপ না, এটা হলো মানসিক এবং আর্থিক। কারন বছরের শেষের মাসগুলোতে অনেকগুলো জন্মদিনের শুভেচ্ছা জানাতে হয়। সেই সাথে রয়েছে আবার আমাদের বিবাহ বার্ষিকী, অবশ্য বিবাহ বার্ষিকী আর গুরুত্বপূর্ণ একটা জন্মদিনের চাপ ইতিমধ্যে চলে গেছে, সেটা এই মাসে ছিলো। সামনে নভেম্বর এবং ডিসেম্বর মাসেও আরো কিছু চাপ আসবে হি হি হি।

যাইহোক, হাসি কান্না অথবা চাপ তাপ নিয়েই আমাদের জীবন আর জীবনের গতি যতদিন সচল থাকবে ততোদিন ঘুরে ফিরে এসব আসতেই থাকবে। তাই খুব বেশী চিন্তা ফিকির আমি করছি না এসব নিয়ে। আর মাঝে মাঝে এই রকম চাপ থাকাটাও ভালো, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা যায় হি হি হি। আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো আপনাদের সাথে, যেটাকে আমি বলে থাকি আবেগের কবিতা। কবিতাটির নাম দিয়েছি হৃদয়ে ভাসা কল্পকথা, তাকে নিয়ে এবং তাকে ঘিরে হৃদয়ের মাঝে যত আবেগ ভেসে উঠে সেই সবগুলোকে ছন্দের মাঝে আটকে রাখার চেষ্টা করেছি। চলুন তাহলে কবিতাটি পড়ি-

snail-6855730_1280.jpg

হৃদয়ের গভীরে থাকা কল্পকথা
বারবার জাগ্রত হয় স্বপ্নগাঁথা,
কিভাবে বুঝাই তাকে গোপন কথা
মনের অন্তরালে জমানো ব্যথা।

ভালোবাসার আকাশে কল্পনার রং
হৃদয়ের সীমানায় উত্তাল জল,
আশা নিরাশায় অস্থিরতার ভয়
শঙ্কিত হৃদয়ে উজ্জ্বল পরাজয়।

হৃদয়ের সমুদ্রে ভাসা পাখি
কত যতনে তাকে আগলে রাখি,
তার মায়ায় ভিজে নয়ন দুটি
যায় না বলা কতটা ভালোবাসি।

অনুভূতিগুলো রয় অন্ধকারে লুকিয়ে
হৃদয়ের আবেগ হারায় নিভৃতে,
ভালোবাসার আকাংখা হৃদয়ে চাপা রয়
না পাওয়ার যন্ত্রনা ফের স্পষ্ট হয়।

স্বপ্নগুলো ভাসতে চায় আকাশে
যন্ত্রনাগুলো চায় সীমানা ছাড়াতে,
হৃদয়ের আয়নায় তুমি সদা জাগ্রত
পরাজয়ে ভালোবাসা হয় না বিব্রত।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই হাসি কান্না আর চাপ নিয়েই আমাদের জীবন। জীবনে চলতে ফিরতে এগুলো বারবার আসবে। এগুলো ম্যানেজ করেই আমাদের জীবনে চলতে হয়। আপনার আবেগের কবিতা হৃদয়ের ভাষা কল্প কথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আর আপনার কবিতাগুলো আমি চেষ্টা করি পড়ার কারণ আপনার কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বছরের শেষ সময়ে ভালই চাপ সামলাতে হচ্ছে আপনাকে। যেটা আর্থিকভাবে সম্পৃক্ত সকল ধরনের চাপ থেকে নিজেকে মুক্ত রাখা অনেক কঠিন। জীবনে অনেক চাপ আসবে যাবে যাই হোক আজকে আবেগের কবিতা যেটা নিজের অনুভূতি থেকে লেখা খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা লাইন অনেক অর্থবহ কথা প্রকাশ করে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদমই ভাই, অর্থের বিষয় ছাড়া কি চাপ আর প্রকৃত চাপ হয়? মোটেও হয় না হি হি হি। অনেক ধন্যবাদ।

 2 years ago 

হৃদয়ের আয়নায় তুমি সদা জাগ্রত
পরাজয়ে ভালোবাসা হয় না বিব্রত।

ঠিক বলেছেন ভাই। পরাজয়ে বা হেরে গেলে ভালোবাসা কখনো বিব্রত হয় না। ভালোবাসা এগুলোর উর্ধে।

আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে ভালো লাগে। ছন্দের এবং অর্থের অসাধারণ মেলবন্ধন সৃষ্টি হয় আপনার কবিতায়। বেশ চমৎকার ছিল কবিতা টা ভাই। সুন্দর লিখেছেন।।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভালোবাসার বিষয়টিতে কখনো হার জিতের বিষয় থাকে না, কারন ভালোবাসা মানেই জয়, হৃদয়ের মাঝে হৃদয় থাকার জয়। ধন্যবাদ

 2 years ago 

আপনার লেখা কবিতা গুলো যেন আমার কবিতা লেখার উৎস হিসেবে কাজ করে থাকে। আমি খুব মনোযোগ সহকারে চেষ্টা করে থাকি আপনার কবিতা, ওদিকে ছোট দাদার কবিতা গুলো আবৃত্তি করে নিজের মধ্যে এভাবে কবিতা লেখার অনুভূতি আনার। বেশ ভালো লাগলো কবিতার প্রত্যেকটা লাইন আবৃত্তি করে আর নিজেও উৎসাহ পেলাম নতুন কবিতা লেখার।

 2 years ago 

এভাবেই লেগে থাকেন ভাই, একদিন নিশ্চিত আপনিও বড় মাপের কবি হতে পারবেন।

 2 years ago 

মেইন চাপ তো তাহলে সামনে অপেক্ষা করছে।বিবাহ বার্ষিকীর,একটা চাপ গেছে জন্মদিনের কিছুটা রিলাক্সে তাহলে আপনি।আপনার লেখা আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তাহলে কি ভাইয়া ভাবীর জন্ম দিনের চাপ? হি হি হি। কি যে সুন্দর করে লেখেন আপনি আপনার লেখা গুলো মজাও পাই বেশ। যাক আজও বেশ দারুন একটি আবেগের কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার কবিতার মধ্যে সত্যি কিন্তু আবেগ জড়িয়ে থাকে। পুরো কবিতাটি বেশ দারুন ছিল। কিন্তু আটকে গেলাম নিচের কথা গুলো তে। আচ্ছা বলেন তো ভাইয়া এই কথা গুলো কেন মনে হচ্ছে আমার জন্য লেখা-

স্বপ্নগুলো ভাসতে চায় আকাশে
যন্ত্রনাগুলো চায় সীমানা ছাড়াতে,
হৃদয়ের আয়নায় তুমি সদা জাগ্রত
পরাজয়ে ভালোবাসা হয় না বিব্রত।

 2 years ago 

হা হা হা সেটা আর বলতে হয়, বিশাল চাপের ইস্যুতো এটাই নাকি। মজা করলাম একটু। আসলে কিছু দুঃখের বিষয় থাকে যা অনাকাংখিতভাবে অনেকের জীবনের সাথে মিশে যায়, আপনাকেও অনেক ধন্যবাদ।

 2 years ago 

বছরের শেষে তাহলে জন্মদিনের বেশ কিছু দাওয়াত পাবেন নাকি! তার মধ্যে আবার বিবাহ বার্ষিকীও আছে। সেটা পালন না করলে আপু মাইর দিবে আপনাকে 😁। যাক, আজকের কবিতার লাইনগুলো দারুণ ছিল। পড়েও বেশ ভালো লাগলো 🍀

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনার লেখা আবেগের কবিতা গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আসলে ভাইয়া সকল মানুষই ভালবেসে তার ভালোবাসার মানুষকে পেতে চায়। কিন্তু অনেক সময় চাওয়ার সাথে তার পাওয়াটার অমিল দেখা যায়। আর তখনই জীবনে না পাওয়ার বেদনার রং স্পষ্ট ভাবে ধরা দেয়। অনেক সুন্দর একটা আবেগের কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনুভূতিগুলো রয় অন্ধকারে লুকিয়ে
হৃদয়ের আবেগ হারায় নিভৃতে,
ভালোবাসার আকাংখা হৃদয়ে চাপা রয়
না পাওয়ার যন্ত্রনা ফের স্পষ্ট হয়।