ব্রেইন টিউমার আক্রান্ত শিশুর জন্য খেলবে ইংল্যান্ড!
২০০৬ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। শেষ আটে ইংলিশদের প্রতিপক্ষ সুইডেন। সেমিফাইনালের টিকেট নিশ্চিত করার লক্ষ্য নিয়েই ৭ জুলাই, শনিবার সুইডেনের বিপক্ষে মাঠে নামছে হ্যারি কেইনের দল।
শেষ চারের নিশ্চিত করার পাশাপাশি আরও এক লক্ষ্য নিয়েই সুইডেনের বিপক্ষে মাঠে নামছে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা। সেটা বেনের মুখের হাসি। ব্রেইন টিউমারে আক্রান্ত পাঁচ বছর বয়সী এই শিশুর জন্য শনিবার মাঠে নামার কথা জানিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।
ইংল্যান্ডের পাঁচ বছর বয়সী শিশু বেন উইলিয়ামস ব্রেইন টিউমারে আক্রান্ত। কিছুদিন আগে শেষ হয়েছে তার ছয় সপ্তাহের রেডিওথেরাপি। এরপর থেকেই নিজের পায়ে হাঁটতে শুরু করেছে সে। এর আগে হাঁটাচলা কিংবা কথা পর্যন্ত বলতে পারত না বেন।
প্রথম পর্যায়ের রেডিওথেরাপি শেষে নার্সদের সঙ্গে রেডিওলোজি রুমে যাওয়ার পথে ইংল্যান্ডের একটি পতাকা ও বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি দেওয়া হয় বেনের সামনে। পরম মমতায় পতাকা এবং ট্রফি আগলে ধরে ফুটবলের প্রতি টানের কথা জানান দেয় সে।
মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে, যা চোখ এড়ায়নি ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের। নজর আসার সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগ করেন বেনের সঙ্গে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বেনের উদ্দেদ্দে তিনি লেখেন, ‘হ্যালো বেন, আমি তোমার ভিডিওটি দেখেছি। তুমি সত্যিকারের একজন অনুপ্রেরণা। এভাবেই লড়ে যাও। তোমাকে খুশি করতে আমরা শনিবার আমাদের সবটুকু করার চেষ্টা করব।’
Source
Direct translation without giving credit to the original author is Plagiarism.
Repeated plagiarism is considered spam. Spam is discouraged by the community and may result in action from the cheetah bot.
More information on Image Plagiarism
If you believe this comment is in error, please contact us in #disputes on Discord
Please note that direct translations including attribution or source with no original content is also considered spam.